আরজি করের ঘটনা রাজনীতির বিষয় নয়, তা সব দলকে বুঝতে হবে। বৃহস্পতিবার এমনই বার্তা দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। আরজি কর মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট চিকিৎসকদের কাজে ফেরার বার্তা দেয়। তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করার আশ্বাসও দেওয়া হয়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন, ‘পরিস্থিতিকে রাজনৈতিক করবেন না। রাজনৈতিক দলগুলিকেও বুঝতে হবে। চিকিৎসকদের সুরক্ষা এবং উন্নয়নের জন্য আমরা চিন্তিত।’ এ দিন কেন্দ্রের সলিসিটার জেনারেল তুষার মেহতা বলেন, ‘ মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুললে তা কেটে ফেলা হবে।’ পাল্টা রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল বলেন, ‘এক বিরোধী নেতা বলেছেন গুলি চলবে।’ এরপরেই আদালত বলে, ‘এই পরিস্থিতিকে রাজনৈতিক করবেন না। আইন আইনের পথে চলবে।’ উল্লেখ্য, আরজি কর নিয়ে সুর চড়িয়েছিলেন বিরোধী নেতারা। রাজ্য প্রশাসনের দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন বিজেপি নেতারা। পাল্টা সরব হয়েছিল তৃণমূলও। সার্বিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে আদালতের এই বার্তা অত্যন্ত ইঙ্গিতপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, আরজি কর মামলার পরবর্তী শুনানি হতে চলেছে ৫ সেপ্টেম্বর।
Related Posts
আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে রাস্তা থেকে তুলে নিল সিবিআই
আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের সেই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে রাস্তা থেকে তুলে নিয়ে গেল সিবিআই। তাঁকে নিজেদের ‘ডেরা’ সিজিও কমপ্লেক্সে নিয়ে গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে তাঁকে গ্রেফতার করা হয়েছে কিনা, তা নিয়ে আপাতত কিছু জানানো হয়নি। সূত্রের খবর, সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার জন্য সন্দীপকে নোটিশ পাঠানো হয়েছিল। জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে তলব করেছিল […]
ছোট ছোট দলে ভাগ হয়ে আন্দোলনে মিশে ছিলেন হামলাকারীরা, রাত দখলের কর্মসূচি এমন হিংস্র হয়ে উঠবে বুঝতেই পারিনি, ব্যর্থতা মানলেন সিপি
মেয়েদের ‘রাত দখল’ কর্মসূচির দিন ছোট ছোট দলে ভাগ হয়ে আন্দোলনে মিশে ছিলেন হামলাকারীরা। আগে থেকেই এই হামলার পরিকল্পনা করা ছিল। এমনটাই মনে করছে কলকাতা পুলিশ। হামলাকারীদের চিহ্নিত করতে সমাজমাধ্যমে আন্দোলনের ডাক দেওয়া বিভিন্ন গ্রুপের দিকেও নজর রাখা হচ্ছে। পুলিশের অনুমান, ইচ্ছা করেই আন্দোলনের দিনটি বেছে নেওয়া হয়েছিল এই হামলার জন্য। ‘রাত দখল’ কর্মসূচির সুযোগ […]
হাইকোর্টের অনুমতি নিয়ে রাজভবনের সামনে ধরনায় বঙ্গ বিজেপি
কলকাতা হাইকোর্ট ২ সপ্তাহ আগেই শর্তসাপেক্ষ অনুমতি দিয়েছিল। সেই অনুমতি পেতেই লোকসভা ভোট পরবর্তী হিংসার অভিযোগে রবিবার রাজভবনের সামনে ধর্নায় বসেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে মঞ্চে রয়েছেন তাপস রায়, রুদ্রনীল ঘোষ, অসীম সরকার, কৌস্তভ বাগচীরা। রবিবার সকাল ১০টায় ধর্নামঞ্চে উপস্থিত হন শুভেন্দু। আজকের ধর্নায় উপস্থিত রয়েছেন ভোট পরবর্তী হিংসায় আক্রান্তরাও। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী […]