তামিলনাড়ুর কড়িয়াপট্টির পাথর খাদানে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৪, আহত বহু

ভয়াবহ বিস্ফোরণ পাথর খাদানে। মৃত অন্তত ৪। আহত বহু। উদ্ধারকার্য চলছে। আশঙ্কা করা হচ্ছে হতাহতের সংখ্যা বাড়ার। ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর কড়িয়াপট্টি এলাকায়। প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে, স্টোরেজ রুমে বিস্ফোরণের ঘটনা ঘটে। পাথর ভাঙার জন্য যে বিস্ফোরক মজুত ছিল, সেখান থেকেই ঘটেছে বিপত্তি। বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল, তা অনুভূত হয়েছে ২০ কিলোমিটার পর্যন্ত। দুটি গাড়িও সম্পূর্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের কারণে প্রথমে ঘটনাস্থলে যেতে বাধা পায় ফায়ার সার্ভিস। পরে উদ্ধারকারী দলগুলি একে একে নানা ভাবে পৌঁছয়। ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। তাঁরা আতঙ্কিত। ইতিমধ্যেই সংবাদমাধ্যমে তাঁরা নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। ওভারলোড ট্রাকের কারণে এলাকায় ঘটে যাওয়া একাধিক দুর্ঘটনার কথাও জানিয়েছেন স্থানীয়রা। গ্রামবাসীরা রাস্তা অবরোধ করে পাথর খাদান বন্ধের দাবিও তুলেছেন। ঘটনাস্থলে উপস্থিত হয়েছে পুলিশ বাহিনী।

error: Content is protected !!