নবান্ন অভিযানে আন্দোলনকারীদের ছোড়া ইট এসে লেগেছিল কলকাতা পুলিশের ট্রাফিক সার্জেন্ট দেবাশিস চক্রবর্তীর চোখে। রক্তাক্ত অবস্থায় তড়িঘড়ি নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে। হাসপাতালে নিয়ে গিয়েও বিপদ আটকানো গেল না। চিরদিনের মতো বাঁ চোখের দৃষ্টি হারাতে পারেন তিনি। কলকাতা পুলিশের ওই ট্রাফিক সার্জেন্ট দেবাশিস চক্রবর্তী পূর্ব বিভাগের সাইবার সেলের ইনচার্জ হিসাবে কর্মরত । গতকাল, মঙ্গলবার ছাত্রসমাজের ডাকা নবান্ন অভিযানের সময় মিছিল থেকে উড়ে আসা ইটের আঘাত লেগেছিল বাঁ চোখে। গুরুতর আহত অবস্থায় তাঁকে শঙ্কর নেত্রালয়ে নিয়ে যাওয়া হয়। সেই বাঁ চোখেই অস্ত্রোপচার হয়। চার ঘণ্টা অস্ত্রোপচারের পর আপাতত তিনি স্থিতিশীল। খানিকটা দৃষ্টিশক্তি হারিয়েছেন। চিকিৎসকরা আশঙ্কা করছেন, ভবিষ্যতে ওই চোখে পুরোপুরি দৃষ্টি হারাতে পারেন দেবাশিস। এদিকে তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান থেকে নবান্ন অভিযানে পুলিশের ভূমিকার প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, “আমাদের অফিসারদের রক্ত ঝড়েছে, তা সত্ত্বেও তাঁরা সংযত থেকেছেন।”
Related Posts
শিয়ালদায় ফের রক্ষণাবেক্ষণের কাজ, আজ ও কাল বাতিল একাধিক ট্রেন
ফের যাত্রী ভোগান্তির আশঙ্কা রয়েছে শিয়ালদা শাখার ট্রেন চলাচল ঘিরে। শিয়ালদহ ডিভিশনে উইকেন্ডে ফের বাতিল একাধিক ট্রেন। যার জেরে যাত্রীরা ফের বিপাকে পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। মূলত, রক্ষণাবেক্ষণের কাজ চলবে শিয়ালদা শাখায়। তার জন্যই বাতিল বহু ট্রেন। রেল সূত্রে জানানো হয়েছে, মোট ৮ ঘণ্টা ধরে চলবে এই কাজ। শনিবার রাত ১১.৩০ মিনিট থেকে […]
পুলিশি অত্যাচারের অভিযোগে ১২ ঘণ্টার বনধ ডাকল বিজেপি, ‘জাস্টিস নয়, চেয়ার চাই’, পাল্টা জবাব কুণাল ঘোষের
আরজিকর কাণ্ডে নবান্ন ঘেরাও অভিযানে ধুন্ধুমার। আগামিকাল রাজ্য জুড়ে ১২ ঘণ্টা বাংলা বনধ ডাকল বিজেপি। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে একথা ঘোষণা করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আগামিকালের বাংলা বনধ্-কে সফল করার বার্তা দেন তিনি। বুধবার সকাল ৬টা থেকে সন্ধে ৬ টা পর্যন্ত চলবে ধর্মঘট। পাল্টা আক্রমণাত্মক কুণাল ঘোষ। বিজেপিকে নিশানা করে তাঁর দাবি, ‘রাজনৈতিক […]
আরজি কর মেডিক্যাল কলেজে চিকিৎসকের রহস্যমৃত্যু, ‘ধর্ষণ করে খুন’, দাবি বাবার, ফোন করলেন মুখ্যমন্ত্রী
রাতে তিনি ছিলেন সেমিনার হলে। আর সকালে পাওয়া গেল তাঁর অর্ধনগ্ন মৃতদেহ। আরজিকরে তরুণী চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে ঘিরে কার্যত অনেক প্রশ্ন উঠতে শুরু করেছে। হাসপাতালের সেমিনার হলের ভেতর সেই জুনিয়র ডাক্তারের অস্বাভাবিক মৃত্যুর জেরে উত্তাল আরজিকর। এলাকায় বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে খোদ পুলিশ কমিশনার আরজিকরে যান। এদিকে মৃত্যুর প্রতিবাদে কর্মবিরতিতে […]