বিহারের দারভাঙ্গায় বিয়ে চলাকালীয় আতশবাজির জেরে সিলিন্ডার বিস্ফোরণ, একই পরিবারের ৬ জনের মৃত্যু

বিহারের দারভাঙ্গা থেকে এক বেদনাদায়ক ঘটনা সামনে এসেছে। জানা গেছে, দারভাঙ্গার আলিনগর ব্লকের আঁতোর গ্রামে সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৬জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পুলিশের তদন্তে জানা গেছে, বাজির কারণে ঘরে আগুন লেগে সিলিন্ডারে বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় কিছু গবাদি পশুও মারা যাওয়ার খবর পাওয়া গেছে। পুলিশি তদন্তে জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে ওই গ্রামে ছগন পাসোয়ানের মেয়ের বিয়ে ছিল। রামচন্দ্র পাসোয়ানের আবাসিক কমপ্লেক্সে শামিয়ানা এবং বিয়ের মিছিলের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। আসার পরে, বিয়ের মিছিলে আতশবাজি ফাটে, যার কারণে তাঁবুতে আগুন ধরে যায়। কিছুক্ষণের মধ্যেই পুরো তাঁবুতে আগুন ধরে যায়। এ সময় সেখানে রাখা সিলিন্ডারটি বিস্ফোরিত হয় এবং তা থেকে আগুন রামচন্দ্র পাসোয়ানের দরজায় রাখা ডিজেল মজুত ধরে। এতে আগুন ভয়াবহ রূপ নেয় এবং তার পরিবারের ৬ জনের মৃত্যু হয়।

error: Content is protected !!