২০২৪ লোকসভা ভোটে প্রথম দুই দফার ভোটগ্রহণ পর্বে ভোটের হার সংক্রান্ত তথ্য প্রকাশে দেরি হওয়ার পর এক মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস-এর দায়ের করা সেই মামলায় সুপ্রিম কোর্টের শুক্রবারের রায়ে স্বস্তি পেল কমিশন। আর্জি ছিল লোকসভা ভোট চলাকালীন কমিশন যেন তার ওয়েবসাইটে ভোটদানের হার সম্পর্কিত পরিসংখ্যান প্রকাশ করে, তার জন্য নির্দেশ যেন সুপ্রিম কোর্ট কমিশনকে দেয়। তবে ওই এনজিও-র তরফে দায়ের করা সেই আর্জি এদিন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। এর আগে, গত বুধবার এই সংক্রান্ত মামলার শুনানি চলেছিল সুপ্রিম কোর্টে। সেখানে বুথ ভিত্তিক ভোটের হারের পরিসংখ্যান ৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করার আর্জি জানানো হয়েছিল। সেই মামলার শুনানি ছিল বুধবার। তবে আদালত রায় রিজার্ভ রাখে। এরপর ষষ্ঠ দফা ভোট পর্বের আগের দিন নির্বাচন কমিশনকে স্বস্তি দিয়ে এই রায় প্রকাশ করেছে দেশের সুপ্রিম কোর্ট। এর আগে, এই মামলা নিয়ে নির্বাচন কমিশন জানিয়েছিল যে, বুথভিত্তিক তথ্য সম্পূর্ণ রূপে জনমসক্ষে আনা নির্বাচনী প্রক্রিয়ার ক্ষেত্রে ভালো দিক নয়। একটি হলফনামায় কোর্টে এই তথ্য প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট।
Related Posts
নৌবাহিনী প্রধান হচ্ছেন দীনেশ কুমার ত্রিপাঠি
দেশের নতুন নৌবাহিনী প্রধান হতে চলেছেন ভাইস অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠি। তিনি বর্তমান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আর হরি কুমারের জায়গায় বসতে চলেছেন। ৩০ এপ্রিল অবসর গ্রহণ করবেন অ্যাডমিরাল আর হরি কুমার। ভাইস অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী, পিভিএসএম, এভিএসএম, এনএম, বর্তমানে নৌবাহিনীর ভাইস চিফ হিসেবে দায়িত্ব পালন করছেন। ভাইস অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠি, ১৫ মে, ১৯৬৪ […]
দিল্লিতে বড়সড় কিডনি পাচারচক্রের পর্দাফাঁস, গ্রেফতার ৭
বড়সড় কিডনি পাচার চক্রের হদিশ পেল দিল্লি ক্রাইম ব্রাঞ্চ। ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে ৭ জনকে। বাংলাদেশ থেকে এই পাচারচক্র কাজ করত বলেই জানতে পেরেছে পুলিশ। ধৃতদের মধ্যে একজন মহিলা চিকিৎসকও রয়েছে বলেই জানিয়েছে দিল্লি ক্রাইম ব্রাঞ্চ।উত্তর প্রদেশের নয়ডার একটি হাসপাতালে এই চিকিৎসক ১৬ জন রোগীর দেহের অপারেশনও করেছেন। যে পাচারচক্র কাজ করছে তারা বাংলাদেশ এবং […]
অমিত শাহর পর মোদি, দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠকে বিজেপি সাংসদ অনন্ত মহারাজ
অমিত শাহর পর এবার নরেন্দ্র মোদি। শুক্রবার দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন রাজ্যসভার বিজেপি সাংসদ তথা সাম্প্রতিক রাজনৈতিক মহলের অন্যতম আলোচিত চরিত্র অনন্ত মহারাজ ওরফে নগেন রায়। নিজেই এই সাক্ষাতের কথা জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে মিনিট পনেরো কথাবার্তা হয়েছে তাঁর। তবে কী বিষয়ে আলোচনা, তা নিয়ে কোনও মন্তব্য করতে চাননি অনন্ত মহারাজ (Ananta Maharaj)। গত […]