লোকসভা ভোটে বাংলায় বিজেপির ভরাডুবির পর থেকেই প্রকাশ্যে চলে এসেছে অন্তর্কলহ ৷ আকারে-ইঙ্গিতে দলের বর্তমান নেতৃত্বকেই কাঠগড়ায় তুলেছেন বঙ্গ-বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ ৷ বিজেপি কর্মীদের অনেকেই নেতৃত্বের সমালোচনা শুরু করেছেন ৷ এই পরিস্থিতিতে লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপির খারাপ ফল নিয়ে মুখ খুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তাঁর কথায়, ‘‘ভালো হলে নিজেরা কৃতিত্ব নেন ৷ খারাপ হলে আমার ঘাড়ে চাপান ৷’’ যদিও দিলীপ ঘোষ হোক বা অন্য কেউ, এতদিন যাঁরা বঙ্গ বিজেপির নেতৃত্বের সমালোচনা করেছিলেন, তাঁদের কেউই সরাসরি শুভেন্দু অধিকারীর উপর দায় চাপাননি ৷ বুধবার সন্ধ্যায় নিউটাউনে নিজের বাড়িতে সাংবাদিকদের সামনে এই মন্তব্য করার সময় শুভেন্দুও কারও নাম করেননি ৷তিনি শুধু বলেছেন, ‘‘আমি কোনোদিন প্রকাশ্য়ে একটা কথাও বলিনি ৷ আমি ভারতীয় জনতা পার্টি করি, তাতে সবাই আমাকে পুরস্কার দেয় না ৷ কেউ তিরস্কারও দিতে পারে ৷ অনেকে অনেক কিছু পোস্টও করতে পারেন ৷ তির্যক মন্তব্যও করতে পারেন ৷ ভালো হলে নিজেরা কৃতিত্ব নেন ৷ খারাপ হলে আমার ঘাড়ে চাপান ৷ কিন্তু আমি কখনোই আমার দলের অভ্যন্তরীণ বিষয় বাইরে বলতে চাই না ৷’’
Related Posts
তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানির তদন্তে থাকা পুলিশ অফিসারের অপসারণ চেয়ে কেন্দ্রকে চিঠি রাজ্যপাল সিভি আনন্দ বোসের
কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলস ও ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়ের অপসারণ চেয়ে কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। উল্লেখ্য, রাজভবনে শ্লীলতাহানি কাণ্ডের তদন্তের দায়িত্বে আছেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়। কেন্দ্রের কর্মিবর্গ ও প্রশিক্ষণ দফতরে চিঠি লিখে ইন্দিরা এবং বিনীত গোয়েলের অপসারণে দাবি জানান রাজ্যপাল। প্রসঙ্গত, সংবিধানের ৩৬১ অনুচ্ছেদ অনুযায়ী, আইনি রক্ষাকবচ পেয়ে থাকেন […]
কালীঘাট স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত মেট্রো পরিষেবা
ফের বিঘ্নিত মেট্রো পরিষেবা। বুধবার রাত ৯টা ১৩ মিনিট নাগাদ কালীঘাট স্টেশনে এক ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেন বলে জানা গিয়েছে। ডাউন লাইনে মেট্রো চলাচল বন্ধ রাখা হয়। তবে আপ লাইনে পরিষেবা স্বাভাবিকই রয়েছে বলে মেট্রো সূত্রে খবর। রাতে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে চরম দুর্ভোগের শিকার হন সাধারণ যাত্রীরা। রাত ১০.১০ মিনিটে ডাউন লাইনেও মেট্রো […]
কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হামলার ছক! গ্রেফতার ৪
আরজি কর হাসপাতালের ভিতর যে জঘন্য অপরাধের ঘটনা ঘটেছে, তার প্রতিবাদস্বরূপ বান্ধবীকে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে ভাঙচুর চালানোর ছক ! এই অভিযোগে প্রেমিক যুগলকে গ্রেফতার করা হল ৷ কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন ওই প্রেমিক যুগল-সহ মোট চারজন । তাঁদের গ্রেফতার করে বাঁশদ্রোণী থানার পুলিশ । ধৃতদের নাম অরিজিৎ দে ও স্বাগত […]