আগামী লোকসভা নির্বাচন উপলক্ষে রবিবার মধ্যপ্রদেশে ভোটপ্রচার শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জবলপুরে একটি রোডশো চলাকালীন মঞ্চ ভেঙে পড়ে বিপত্তি হয়। এই দুর্ঘটনায় কমপক্ষে ৭ জন আহত হয়েছেন। সিটি পুলিশ সুপার এইচআর পাণ্ডে এই মর্মে জানান, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রোড শোয়ের জন্য রামপুর-গোরক্ষপুর রোডের রাস্তার ধারে একটি স্বাগত মঞ্চ তৈরি করা হয়। প্রধানমন্ত্রীর গাড়ি মঞ্চের সামনে দিয়ে যাওয়ার সময় ভক্তরা তাঁকে এক ঝলক দেখার জন্য সেই মঞ্চে উঠে পড়েন। এর ফলেই মঞ্চটি ধসে পড়ে।’ রবিবার সন্ধ্যায় ৬টা ৪০ মিনিটে ভগৎ সিং স্কোয়ার থেকে শুরু হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রোড শো। রোড শো চলাকালীন মানুষজনকে ‘আবকি বার ৪০০ পার’ এবং ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে শোনা যায়। প্রধানমন্ত্রী হাতজোড় করে সকলকে অভ্যর্থনা জানাচ্ছিলেন। রামপুর-গোরক্ষপুর রোডে প্রধানমন্ত্রীর কনভয় এগিয়ে যেতেই অত্যধিক মানুষের চাপে সেই মঞ্চটি ভেঙে পড়ে। এক মহিলা ও এক পুলিশ সদস্য সহ চারজনের হাত ও পায়ের হাড় ভেঙে গিয়েছে। এছাড়াও তিনজন মহিলা অল্প হলেও আহত হয়েছেন। এদিন রোড শোতে বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি হয়। পরে নিরাপত্তারক্ষীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। রোড শো চলাকালীন প্রধানমন্ত্রীর গাড়িতে মুখ্যমন্ত্রী মোহন যাদব, রাজ্য সরকারের মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক রাকেশ সিং এবং লোকসভা প্রার্থী আশিস দুবে ছিলেন। ১.২ কিলোমিটার দীর্ঘ পথ ধরে হয় এই রোড শো। রুটের দু’পাশে দু’স্তরের ব্যারিকেড ছিল। এদিন মোদির রোড শো ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। রোড শো চলাকালীন ৪০ জন এসপিজি কমান্ডো, ২০ জন আইপিএস অফিসার এবং ৩০০০ জওয়ান নিরাপত্তার দায়িত্বে ছিলেন।
Related Posts
ফের অশান্ত বিজেপি শাসিত মণিপুর, সিআরপিএফ শিবিরে চলল গুলি, মৃত ২ জওয়ান
দ্বিতীয় দফার লোকসভা নির্বাচনের পরদিনই ফের অশান্ত মণিপুর৷ কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর উপরে কুকি জঙ্গিদের অতর্কিত হামলায় প্রাণ হারালেন দুই সিআরপিএফ জওয়ান৷ আহত হয়েছেন আরও দুই জওয়ান৷ এ দিন ভোররাতে মণিপুরের বিষ্ণুপুর জেলার নারানসেইনা গ্রামে এই ঘটনা ঘটে৷ হামলাকারী জঙ্গিদের খুঁজে বের করতে জোরদার তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী৷ জানা গিয়েছে, একটি পাহাড়ের উপর […]
মধ্যপ্রদেশে জীবন্ত অবস্থায় ২ মহিলাকে মাটিতে পুঁতে দেওয়ার ভয়াবহ কাণ্ডের ভিডিও প্রকাশ্যে আস্তেই সক্রিয় হল জাতীয় মহিলা কমিশন
রাস্তা নির্মাণ নিয়ে শুরু হয় বিরোধ। যে জমিতে রাস্তা নির্মাণ হচ্ছিল, সেটি লিজ নেওয়া জমি বলে দাবি করে, রাস্তা নির্মাণের বিরোধিতা করেন দুই মহিলা। এরপর, ট্রাকে আসা নুড়ি ওই প্রতিবাদরত মহিলাদের উপর ঢেলে দেওয়া হয়। তাদের জীবন্ত পুঁতে ফেলার চেষ্টা করা হয়। পরে তাঁদের জীবন্ত অবস্থায় অর্ধেক পুঁতে ফেলতে দেখা যায়। গোটা ঘটনার ভিডিয়ো সামনে […]
‘আমি ক্ষমতায় এলে বিহারে এক ঘণ্টার মধ্যে উঠবে মদে নিষেধাজ্ঞা’, বড়সড় ঘোষণা প্রশান্ত কিশোরের
ভোটকুশলীর দায়িত্ব ছেড়ে রাজনীতির ময়দানে নেমেছেন প্রশান্ত কিশোর। আর নেমেই বিহারের জন্য বড়সড় ঘোষণা করলেন তিনি। তাঁর গড়া রাজনৈতিক দল ক্ষমতায় এলে এক ঘণ্টার মধ্যে বিহারে মদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। সদ্যই প্রতিষ্ঠা করেছেন নিজের রাজনৈতিক দল জন সূরজ পার্টি। বিহারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে তাঁর দলের প্রার্থীরা। ক্ষমতায় আসলে কী কী পরিবর্তন করতে […]