মহেশতলায় সাতসকালে সিলিন্ডার বিস্ফোরণ। এ ঘটনায় জখম অন্তত ৫ জন। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক বলে খবর। জানা গেছে, শনিবার সকাল ৭টা ১৫ মিনিটে আচমকা একটি বিস্ফোরণের শব্দ শুনতে পান মহেশতলা থানার অন্তর্গত ১১ নম্বর ওয়ার্ডের সরকার পাড়ার বাসিন্দারা । বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশপাশের বাড়ির কাচের জানলাও ভেঙে যায় । আতঙ্কিত প্রতিবেশীরা তড়িঘড়ি বাড়ি থেকে বেরিয়ে দেখেন পাশের একটি আবাসনের চার তলায় সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। আর তাতেই বাড়ির ইট ও গ্রিলের একাংশ ছিটকে পড়ে রাস্তার উপর । বিস্ফোরণের ঘটনায় বহুতলের চারতলার একাংশে আগুন লেগে যায়। খবর দেওয়া হয় দমকলে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 3টি ইঞ্জিন। ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় কাউন্সিলর দীপিকা দত্ত এবং সিইএসসির আধিকারিকরাও । বড়সড় বিপদ এড়াতে সাময়িকভাবে এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় । বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনায় অন্তত পক্ষে ৫ জন জখম হয়েছেন বলে জানা গিয়েছে । আহতদের স্থানীয় বেসরকারি নার্সিংহোম এবং বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর ।
Related Posts
Cyclone Remal: আরও শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে রিমল, আর ২-৩ ঘণ্টার মধ্যে শুরু ল্যান্ডফল প্রক্রিয়া
আর মাত্র ২ থেকে ৩ ঘণ্টা। এবার শুরু হবে ল্যান্ডফল প্রক্রিয়া। জানাল আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর সূত্রে খবর, সরে গিয়েছে প্রায় উত্তর দিকেই। গত ৬ ঘণ্টার ধরে বঙ্গোপসাগরে ঘুর্ণিঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ১৬ কিমি। সাগর থেকে এখন রিমলের দূরত্ব ১৩০ কিমি, আর বাংলাদেশের খেপুপাড়া থেকে ১৪০ কিমি। বাংলাদেশ ও লাগোয়া পশ্চিমবঙ্গে উপকূল থেকে মোটে […]
সোশ্যাল মিডিয়ার বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার কিশোরী
সোশ্যাল মিডিয়ার বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে গণধর্ষণের শিকার এক কিশোরী। বৃহস্পতিবার শিলিগুড়ির কাছে কাওয়াখালির ঘটনা। ধর্ষিতার বাবার অভিযোগের বিরুদ্ধে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে একজন আবার নাবালক। জানা গিয়েছে, নির্যাতিতার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় কয়েকজন যুবকের পরিচয় হয়। বৃহস্পতিবার বিকেলে তেমনই ২ যুবকের সঙ্গে ঘুরতে বেরোয় সে। কাওয়াখালি এলাকায় একটি নির্জন জায়গায় ওই কিশোরীকে […]
‘সেনাপতি পথ দেখাক’, আরজি কর কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চাইছেন নেতারা!
আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে রাজ্যজুড়ে পথে নেমেছে তৃণমূল কংগ্রেস। এখন এই নারকীয় ঘটনার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস শহর থেকে জেলায় সর্বত্র অপরাধীর শাস্তির দাবিতে লাগাতার আন্দোলন করে যাবে বলে সিদ্ধান্ত নিয়েছে। আর তা এখন দেখাও যাচ্ছে ব্লকে ব্লকে। কিন্তু তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংসদীয় এলাকা […]