সন্দেশখালিতে স্থানীয় এক বিজেপি নেতার করা গোপন ভিডিয়োয় ষড়যন্ত্রের স্বীকারোক্তি নিয়ে সর্বভারতীয় সংবাদমাধ্যমে সাড়া পড়েছে। সোশ্যাল মিডিয়ায় সন্দেশখালির বিজেপি নেতার ওপর করা স্টিং অপারেশনের ভিডিও নিয়ে অনেকেই অবাক। গোপন ক্যামেরায় তোলা সেই ভিডিওয় এক বিজেপি নেতা দাবি করেছেন, “গত কয়েক মাসে সন্দেশখালিতে ওঠা ধর্ষণের অভিযোগগুলি ‘সাজানো’ ছিল! টাকার বিনিময়ে ধর্ষণের অভিযোগ করেছিলেন মহিলারা।” যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি ‘লেটস্টলি বাংলা’। এই স্টিং অপারেশনের ভিডিও নিয়ে এক্স প্ল্যাটফর্মে সরব হলেন বলিউড অভিনেতা প্রকাশ রাজ। বারবার নরেন্দ্র মোদির বিরোধিতা করা দক্ষিণের অভিনেতা প্রকাশ রাজ, সন্দেশখালির স্টিং অপারেশনের ভিডিও শেয়ার করে লিখলেন, “লজ্জা, লজ্জা, সম্রাট নগ্ন হয়ে গিয়েছেন।”
Related Posts
স্বাধীনতা দিবস উদযাপন করলেন শাহরুখ খান
স্বাধীনতা দিবস উদযাপন করলেন বলিউড ‘বাদশা’ শাহরুখ খান। এই দিনে দেশপ্রেমের বার্তা দিয়েছেন বলি তারকারাও। অক্ষয় কুমার, কঙ্গনা রানাওয়াত, সানি দেওল থেকে অনুপম খের সকলেই সোশ্যাল মিডিয়াতে দেশমাতৃকার প্রতি আন্তরিক শ্রদ্ধা জানিয়ে পোস্ট করেছেন। আর কিং খান শাহরুখ বরাবরই দেশপ্রেমী, তাই তাই স্বাধীনতা দিবস উদযাপন করবেন না তাও কি হয়! সোশ্যাল মিডিয়াতে শাহরুখ যে ছবি […]
প্রয়াত প্রবীণ চলচ্চিত্র পরিচালক সিকন্দর ভারতী
প্রয়াত হলেন বলিউডের প্রবীণ চলচ্চিত্র পরিচালক সিকন্দর ভারতী৷ সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি৷ অবশেষে আর শেষরক্ষা হল না৷ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি৷ তাঁর অকাল মৃত্যুতে শোকস্তব্ধ বলিউড৷ পরিচালকের অনুরাগীরাও ভেঙে পড়েছেন তাঁর অকাল প্রয়াণে৷ আজ ২৫ মে মুম্বইয়ের ওশিওয়ারা শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়েছে পরিচালকের৷
মুক্তি পেল মনোজ বাজপেয়ীর শততম ছবি ‘ভাইয়া জি’-এর ট্রেলার
মুক্তি পেল মনোজ বাজপেয়ী অভিনীত শততম ছবি “ভাইয়া জি”-র ট্রেলার। অ্যাকশন-প্যাকড ট্রেলারে বাজপেয়ীর পাশাপাশি, ছবিতে সুবিন্দর পাল ভিকিকে প্রধান প্রতিপক্ষ হিসেবে দেখা যাচ্ছে। এছাড়া ছবিতে জোয়া হোসেন, ভিপিন শর্মা এবং যতীন গোস্বামী মুখ্য ভূমিকায় রয়েছেন। আগামী ২৪মে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই ছবি।