লোকসভা নির্বাচনের মধ্যেই হরিয়ানায় বড়সড়় ধাক্কা খেল বিজেপি৷ হরিয়ানার বিজেপি সরকারের থেকে সমর্থন প্রত্যাহার করে নিলেন তিন নির্দল বিধায়ক৷ ফলে এই মুহূর্তে হরিয়ানার নায়েব সিং সাইনির সরকার সংখ্যগরিষ্ঠতা হারাল৷ ওই তিন নির্দল বিধায়কই জানিয়েছেন, তাঁরা কংগ্রেসকে সমর্থন করবেন৷ এই পরিস্থিতিতে অবিলম্বে হরিয়ানার বিধানসভা ভেঙে দিয়ে ভোট করানোর দাবি তুলেছে কংগ্রেস৷ ৯০ আসন বিশিষ্ট হরিয়ানা বিধানসভায় বর্তমানে ৮৮ জন বিধায়ক রয়েছেন৷ তার মধ্যে বিজেপির বিধায়খ সংখ্যা ৪০৷ হরিয়ানার কংগ্রেস সভাপতি উদয় ভানের দাবি, ‘এর আগে জেজেপি বিজেপি সরকারের থেকে সমর্থন তুলে নিয়েছিল৷ এবার তিন নির্দল বিধায়কও তাই করলেন৷ মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনির অবিলম্বে পদত্যাগ করা উচিত৷’ ওই তিন নির্দল বিধায়কের নাম সোমবীর সাঙ্গওয়ান, রণধীর গোলেন এবং ধর্মপাল গোনদার৷ তাঁদের দাবি, কৃষকদের দাবি সহ বেশ কয়েকটি ইস্যুতে তাঁরা বিজেপির সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়ে কংগ্রেসের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন৷ প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডা এবং হরিয়ানার কংগ্রেস সভাপতি উদয় ভানের উপস্থিতিতেই এ দিন রোহতকের একটি হোটেলে এই ঘোষণা করেন তিন নির্দল বিধায়ক৷ ঘটনায় স্বভাবতই চাপে বিজেপি শীর্ষ নেতৃত্ব৷ এখনও এ বিষয়ে দলের পক্ষ থেকে কোনও বিবৃতি দেওয়া হয়নি৷ হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি কংগ্রেসকে কটাক্ষ করে শুধু বলেন, ‘সবাই মনের আকাঙ্খা পুরণ করতে চায়৷ কংগ্রেসও তাই করছে৷ ওরা মানুষের জন্য কিছু করে না, শুধু নিজেদের স্বার্থপূরণ করে৷’
Related Posts
ফের সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
বিদেশ সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ প্রথমে পোল্যান্ড এবং তারপর যুদ্ধ-বিধ্বস্ত ইউক্রেনে যাবেন তিনি ৷ বিদেশ সফরে রওনার দেওয়ার আগে এই সফরকে ঐতিহাসিক বলে জানিয়ে সোশাল মিডিয়ায় সফরসূচি তুলে ধরেছেন প্রধানমন্ত্রী ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২১ থেকে ২২ অগস্ট পোল্যান্ড এবং তারপর ২৩ অগস্ট ইউক্রেন সফরে যাবেন । ৪৫ বছর পর কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর […]
মণিপুরের ১১টি কেন্দ্রে ফের চলছে ভোটগ্রহণ
কড়া নিরাপত্তার মধ্যে মণিপুর লোকসভা কেন্দ্রের ১১টি ভোট কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ শুরু হয়েছে সোমবার ৷ নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, গত ১৯ তারিখের প্রথম পর্যায়ের ভোটের দিন মণিপুরের বেশকিছু কেন্দ্রের ভোট বাতিল করা হয়েছিল ৷ সেই সব কেন্দ্রে এদিন পুনঃনির্বাচন হচ্ছে। নির্বাচন কমিশনের নির্দেশে নতুন করে ভোট গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে মণিপুর লোকসভা কেন্দ্রে […]
দিল্লিতে ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক, এমার্জেন্সি গেট দিয়ে তড়িঘড়ি নামিয়ে আনা হল যাত্রীদের
ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক। জানা গেছে মঙ্গলবার ভোর ৫ টা নাগাদ ইন্ডিগোর 6E2221 বিমানটি দিল্লির জওহরলাল নেহরু বিমানবন্দর থেকে বারাণসী যাওয়ার কথা ছিল। কিন্তু উড়ানের ঠিক আগের মুহূর্তে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে একটি ফোন আসে। উড়ানের পাইলট ফোন করে জানান, শৌচালয়ের একটি পেপারে লেখা রয়েছে ৩০ মিনিটের মধ্যে বোমা বিস্ফোরণ হবে। পাইলটের নজরে বিষয়টি এসেছিল। তিনি বিমানবন্দর […]