হাইওয়ের ধারে ধাবায় দাঁড়িয়েছিল বাস। খেতে নেমেছিলেন অনেকে। হঠাৎ একটা তীব্র ঝাঁকুনি। বাসের উপরে উঠে গেল ট্রাক। চাপা পড়ে মৃত্যু হল ১১ যাত্রীর। আহত আরও কমপক্ষে ১০ জন। শনিবার রাতে উত্তর প্রদেশের শাহজাহানপুরে একটি বাস-ট্রাকের সংঘর্ষ হয়। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার ধারে ধাবায় দাঁড়িয়ে থাকা বাসের উপরে উল্টে যায়। চাপা পড়ে মৃত্যু হয় ১১ জনের। জানা গিয়েছে, ট্রাকটিতে ব্যাসল্ট নিয়ে যাওয়া হচ্ছিল। অন্যদিকে, বাসটিতে পুণ্যার্থীরা ছিলেন। তারা সকলে সীতাপুরের বাসিন্দা। উত্তরাখণ্ডে তীর্থ ভ্রমণের জন্য যাচ্ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আশেপাশের লোকজন ও ক্রেনের সাহায্যে উদ্ধারকাজ শুরু করা হয়। বাসে অনেক শিশু ও মহিলাও ছিলেন বলে জানা গিয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন শাহজাহানপুর জেলা ম্যাজিস্ট্রেট এবং পুলিশ সুপার অশোক কুমার মীনা।
Related Posts
প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদির শপথ গ্রহণের দিন বদল
প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণের দিন বদলাল। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসাবে ৮ তারিখ নয়, নরেন্দ্র মোদি ৯ জুন শপথ গ্রহণ করবেন বলে সূত্রের খবর। নরেন্দ্র মোদীর শপথ গ্রহণের দিন বদল হওয়ায় অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী পদে চন্দ্রবাবু নাইডুরও শপথ গ্রহণের দিন বদলাল। তিনি আগামী ১২ জুন অন্ধ্রের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন।
আহতদের দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, ‘ভোলে বাবা’কে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ
হাথরসে পদপিষ্ট হওয়ার ঘটনায় মূল অভিযুক্ত সৎসঙ্গের ভোলে বাবা নারায়ণ হরিকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ ডিজিপিকে তাঁর কড়া নির্দেশ, অবিলম্বে খুঁজে বের করতে হবে পলাতক সাধুকে ৷ শোনা যাচ্ছে, তিনি হয়তো মইনপুরীর আশ্রমে লুকিয়ে রয়েছেন । ওই মর্মান্তিক দুর্ঘটনায় আহতদের সঙ্গে আজ দেখা করেন যোগী আদিত্যনাথ ৷শীর্ষ এক সরকারি আধিকারিক […]
মহারাষ্ট্রে বৃষ্টির জেরে ভূমিধসে মৃত্যু ২ জন
বর্ষার কারণে গত ২৪ ঘণ্টায় গোয়া-মহারাষ্ট্রে ভারী বৃষ্টি হয়েছে। প্রবল বৃষ্টির কারণে মহারাষ্ট্রের থানে জেলার কল্যাণ-আহমেদনগর মহাসড়কের মালশেজ ঘাটে ভূমিধস হয়েছে। এতে পাহাড় থেকে একটি বড় পাথর অটোরিকশার ওপর পড়ে। দুর্ঘটনায় চাচা-ভাতিজা মারা যান। নিহতদের নাম রাহুল বাবন ভালেরাও (৩০) ও শচীন ভালেরাও (৭)। আজ দেশের ১২টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। […]