উত্তরপ্রদেশের শাহজাহানপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের উপর উঠে গেল ট্রাক, মৃত ১১

হাইওয়ের ধারে ধাবায় দাঁড়িয়েছিল বাস। খেতে নেমেছিলেন অনেকে। হঠাৎ একটা তীব্র ঝাঁকুনি। বাসের উপরে উঠে গেল ট্রাক। চাপা পড়ে মৃত্যু হল ১১ যাত্রীর। আহত আরও কমপক্ষে ১০ জন। শনিবার রাতে উত্তর প্রদেশের শাহজাহানপুরে একটি বাস-ট্রাকের সংঘর্ষ হয়। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার ধারে ধাবায় দাঁড়িয়ে থাকা বাসের উপরে উল্টে যায়। চাপা পড়ে মৃত্যু হয় ১১ জনের। জানা গিয়েছে, ট্রাকটিতে  ব্যাসল্ট নিয়ে যাওয়া হচ্ছিল। অন্যদিকে, বাসটিতে পুণ্যার্থীরা ছিলেন। তারা সকলে সীতাপুরের বাসিন্দা। উত্তরাখণ্ডে তীর্থ ভ্রমণের জন্য যাচ্ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আশেপাশের লোকজন ও ক্রেনের সাহায্যে উদ্ধারকাজ শুরু করা হয়। বাসে অনেক শিশু ও মহিলাও ছিলেন বলে জানা গিয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন শাহজাহানপুর জেলা ম্যাজিস্ট্রেট এবং পুলিশ সুপার অশোক কুমার মীনা।

error: Content is protected !!