বিধু বিনোদ চোপড়া পরিচালিত বিক্রান্ত ম্যাসি এবং মেধা শঙ্কর অভিনীত ’12th Fail’ ছবিটি টুলুজ ফিল্ম ফেস্টিভ্যালের ৯তম সংস্করণে সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে। ছবির প্রযোজক-পরিচালক বিধু বিনোদ চোপড়ার টিম এ তথ্য জানিয়েছেন। ইনস্টাগ্রামে এই খবর প্রকাশ করে লেখা হয়েছে, ’12th Fail টুলুজ ফিল্ম ফেস্টিভ্যালে ভারতীয় সিনেমা বিভাগে সেরা চলচ্চিত্রের খেতাব পেয়েছে। এই ভালবাসার জন্য সবাইকে ধন্যবাদ। পুরস্কারটি পেয়েছেন ছবির সহ-প্রযোজক যোগেশ ঈশ্বর ধাবুওয়ালা। এই সময়, তিনি বলেছিলেন যে ’12th Fail’ একটি সৎ চলচ্চিত্র, সমস্ত সঠিক উদ্দেশ্য এবং আবেগ নিয়ে নির্মিত, কারণ দর্শকরা তাদের সাথে ঘরে ফিরে একটি অর্থবহ বার্তা নিয়ে যায়। ছবিটি সম্প্রতি প্রেক্ষাগৃহে ২৫ সপ্তাহ পূর্ণ করেছে এবং এখন চীনেও মুক্তির জন্য প্রস্তুত।
Related Posts
বহুদিন পর বড় পর্দায় প্রীতি জিন্টা, শুরু হল ‘লাহোর ১৯৪৭’ এর শ্যুটিং
বহুদিন পর বড় পর্দায় আসতে চলেছেন প্রীতি জিনতা। আসন্ন ছবি ‘লাহোর ১৯৪৭’-এর শুটিং শুরু করেছেন এই অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় তিনি নিজেই এই তথ্য জানিয়েছেন। রাজকুমার সন্তোষী পরিচালিত এই ছবিতে সানি দেওলের সঙ্গে দেখা যাবে প্রীতিকে। এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন দুজনেই। সানি ও প্রীতিকে এর আগে ‘দ্য হিরো’, ‘ফার্জ’ এবং ‘ভাইয়া জি […]
আরজি কর কাণ্ডে ফের রাত দখল, শ্যামবাজারে ঋতুপর্ণাকে ঘিরে ‘গো ব্যাক স্লোগান’
শ্যামবাজারে রাত দখল কর্মসূচিতে গিয়ে বিক্ষোভের মুখে ঋতুপর্ণা সেনগুপ্ত। এহেন আবহে শ্যামবাজারে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিক্ষোভের মুখোমুখি হলেন অভিনেত্রী ঋতুপর্ণা ঘোষ। এদিন তাঁকে ঘিরে দেওয়া হয় ‘গো ব্যাক’ স্লোগান। এবং কোনওক্রমে তিনি নিজের গাড়িতে উঠলেও গাড়ির উপরে সজোরে আঘাত করা হয়। বাধ্য হয়েই এলাকা ছাড়ে অভিনেত্রীর গাড়ি। শ্যামবাজারে তাঁকে লক্ষ্য করে ‘গো ব্যাক’ স্লোগান […]
মুম্বাইয়ের বান্দ্রায় সলমান খানের বাড়ির সামনে চলল গুলি
সাতসকালেই ভয়ঙ্কর খবর। মুম্বাইয়ের বান্দ্রায় বলিউড অভিনেতা সলমান খানের বাড়ির বাইরে গুলি চালানো হয়েছে বলে জানা গিয়েছে। খবরে বলা হয়েছে, রবিবার ভোর ৫টায় সলমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। তবে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলেও জানা গিয়েছে। জানা গিয়েছে যে এই গুলি চালানোর ঘটনায় কেউ হতাহত হয়নি। মুম্বই […]