গত কালের সাংঘাতিক এই ধুলো ঝড়ে ঘাটকোপর এলাকায় বিলবোর্ড ভেঙে পরায় মৃত্যু সংখ্যা বেড়ে ১৪। ঝড়ে বিলবোর্ড ভেঙে পড়ায় নীচে থাকা অনেকেই সেসময়ে চাপা পড়েন ৷ এখনও পর্যন্ত ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ সোমবার বিকেল সাড়ে ৪টে নাগাদ হঠাৎই আকাশ কালো করে তীব্র ঝড় ওঠে মুম্বইয়ে। কিছু বুঝে ওঠার আগেই শুরু হয় ধুলো ঝড়। সেই ঝড়ের ধাক্কায় ঘাটকোপর এলাকায় উপড়ে যায় একটি বিশালাকার ওই বিজ্ঞাপনের বোর্ড। ভেঙে পড়া সেই বিলবোর্ডের নীচে চাপা পড়েন অনেকেই। প্রচণ্ড ঝড়ে বিলবোর্ডটি ভেঙে পড়ে একটি পেট্রোল পাম্পের উপর। যার আঘাতে দুমড়ে গিয়ে নীচে নেমে আসে পেট্রোল পাম্পের ছাদ। চাপা পড়ে সেসময়ে পেট্রোল পাম্পে দাঁড়িয়ে থাকা কিছু গাড়িও। উদ্ধার করা হয় ৬০ জনকে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ ঘটনার বিশদ তদন্তের নির্দেশ দিয়েছে বলে জানিয়েছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ।
Related Posts
একটানা বৃষ্টির জের, ২৪ ঘণ্টায় উত্তরপ্রদেশে মৃত ১৩
উত্তরপ্রদেশে শুক্রবার থেকে শনিবার রাত পর্যন্ত প্রবল বৃষ্টিতে প্রাণ হারালেন ১৩ জন। আহত বহু। ৭৫টি জেলার মধ্যে ৪৫টিতে অতি ভারি বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিজনিত কারণেই প্রাণহানির ঘটনাগুলো ঘটেছে।সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ফতেহপুর, রায়বরেলি, বুলন্দশহর, কনৌজ, কৌশাম্বী, মেইনপুরী, ফিরোজাবাদ, প্রতাপগড়, উন্নাও জেলায় প্রাণহানির ঘটনাগুলো ঘটেছে। ১৩ জনের মধ্যে বজ্রপাতে মৃত্যু হয়েছে ৩ জনের। ২ জন জলের তোড়ে […]
সিপিআই(এম) বিধায়ক এম মুকেশের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ অভিনেত্রীর
বিশিষ্ট মালয়ালম অভিনেতা তথা সিপিআই(এম) বিধায়ক এম মুকেশের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা নথিভুক্ত করা হয়েছে। একজন অভিনেত্রীকে কয়েক বছর আগে যৌন নির্যাতন করেছিলেন বলে অভিযোগ উঠেছে। বুধবার রাতে কোচি শহরের মারাদু থানায় আইপিসি ৩৭৬ (ধর্ষণ) এর অধীনে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে, একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন। তিনি বলেন, নতুন ভারতীয় ন্যায় সংহিতা কার্যকর হওয়ার আগে […]
উত্তরপ্রদেশের বারাবাঙ্কিতে স্কুল বাস উলটে মৃত ৬ পড়ুয়া, আহত ৩২
ভয়াবহ দুর্ঘটনা উত্তরপ্রদেশের বারাবাঙ্কিতে ৷ লখনউয়ের চিড়িয়াখানা থেকে ফেরার পথে বারাবাঙ্কি জেলার একটি বেসরকারি স্কুলের বাস উলটে অন্তত ৬ পড়ুয়ার মৃত্যু হয়েছে ৷ ঘটনায় গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভরতি রয়েছে কমপক্ষে ৩২ পড়ুয়ার ৷ দুর্ঘটনাটি ঘটেছে, জেলার দেবা থানা এলাকায় ৷ জানা গিয়েছে, দুর্ঘটনার সময় বাসের গতি অনেক বেশ ছিল ৷ বারাবাঙ্কি জেলার সুরতগঞ্জ কম্পোজিট […]