গণধর্ষণের শিকার ১৪ বছরের এক নাবালিকা। অভিযোগ, টিউশন থেকে ফেরার পথে পাশবিক অত্যাচারের শিকার হয় ওই নাবালিকা। জানা গিয়েছে, গতকাল অর্থাৎ বৃহস্পতিবার গুয়াহাটি থেকে ১২০ কিমি দূরে অবস্থিত নাগাঁও জেলায় এই ভয়ঙ্কর কাণ্ডটি ঘটেছে। স্থানীয়রাই প্রথমে ওই নির্যাতিতা কিশোরীকে উদ্ধার করে। একটি পুকুর পাড়ে তাঁরা বিবস্ত্র অবস্থায় নাবালিকাকে পড়ে থাকতে দেখেন। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সূত্রের খবর, নির্যাতিতার শারীরিক অবস্থা মোটেই স্থিতিশীল নয়। স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যাবেলা সাইকেল চালিয়ে ওই নাবালিকা টিউশন থেকে বাড়ি ফিরছিল। অভিযোগ, সেই সময়ই তাঁর উপর অত্যাচার চালায় ৩ অভিযুক্ত। নারকীয় নির্যাতনের শিকার হওয়ার পর প্রায় এক ঘণ্টা সে বিবস্ত্র অবস্থায় পুকুর পাড়েই পড়ে ছিল বলে দাবি করা হচ্ছে। স্থানীয়দের বক্তব্য, নির্যাতিতা জ্ঞান ফেরার পরে জানিয়েছে, গণধর্ষণের পিছনে রয়েছে তিন কালপ্রিট। দোষীদের ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করার দাবিতে সরব হয়েছেন স্থানীয়রা। পাশাপাশি, অল অসম স্টুডেন্টস ইউনিয়নের পক্ষ থেকে ঘটনার প্রতিবাদে বনধের ডাকও দেওয়া হয়েছে।
Related Posts
সামনের বছরেই মুম্বই-দিল্লি-কলকাতা রুটে চালু হচ্ছে কবচ সিস্টেম, জানালেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব
কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বুধবার জানিয়েছেন স্বয়ংক্রিয় ট্রেন সুরক্ষা (এটিপি) বা কবচ সিস্টেম বসানোর কাজ করছে রেল। কোন রুটে কবের মধ্য়ে এই কাজ শেষ হবে সেটাও তিনি জানিয়ে দিয়েছেন। দিল্লি-কলকাতা এবং দিল্লি-মুম্বই রেলপথে কবচ বসানোর কাজ ২০২৫ সালের মার্চ মাসের মধ্যে শেষ হবে। গোল্ডেন কোয়াড্রিল্যাটেরালে অ্যান্টি-কলিশন প্রযুক্তি স্থাপনের মাধ্যমে যাত্রীদের ভ্রমণ নিরাপদ করার লক্ষ্য। দিল্লি-মুম্বই এবং […]
উত্তরপ্রদেশে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ সরকারি আধিকারিকের বিরুদ্ধে
উত্তরপ্রদেশে একটি ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠল এক ৫৭ বছর বয়সী সরকারি কর্মীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বুলন্দশহরে। ধৃতের নাম গজেন্দ্র সিং। রসুলপুর গ্রামের বাসিন্দা। শিকারপুর ব্লকে কৃষি উন্নয়ন আধিকারিক (কৃষি সুরক্ষা) পদে ছিল। সোমবার সন্ধ্যায় তিনি আহমেদগড় থানা এলাকার একটি গ্রামের বাড়িতে যায় যায়। সেই সময় বাড়ির উঠোনে খেলা করছিল দু’টি শিশু। এরপরই […]
দিল্লির আবগারী দুর্নীতি নিয়ে চূড়ান্ত চার্জশিট পেশ সিবিআইয়ের, অভিযুক্তের তালিকায় কেজরি-মণীশ সহ একাধিক নেতা-নেত্রীর নাম
দিল্লির আবগারী নীতি কেলেঙ্কারি নিয়ে সিবিআই সোমবার চূড়ান্ত চার্জশিট পেশ করল ৷ সেই চার্জশিটে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সহ একাধিক ব্যক্তির নাম রয়েছে ৷ এর আগে সিবিআই এই মামলায় একটি মূল চার্জশিট পেশ করেছিল ৷ পরে আরও চারটি সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করা হয় কেন্দ্রীয় তদন্তকারী ব্যুরোর তরফে ৷ সেখানে দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া, তেলেঙ্গানার […]