ছত্তিশগড়ে তেঁতুল পাতা নিয়ে ফেরার সময় ২০ ফুট খাদে উলটে গেল ডাম্পার ৷ ঘটনায় মৃত্যু হয়েছে ১৯ জনের ৷ আহত হয়েছেন 8 জন ৷ নিহতদের মধ্যে রয়েছেন ১৭ জন মহিলাও ৷ জানা গিয়েছে, ওই ডাম্পারে মোট ২৫ জন আদিবাসী যাত্রী ছিলেন ৷ তাঁরা সকলে বাইগা আদিবাসী সম্প্রদায়ের বলে জানা গিয়েছে ৷ ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের কাওয়ার্ধার কুকদুর থানা এলাকার বাহপানি গ্রামের কাছে। ঘটনায় মৃতদের পরিবার-পিছু ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। আহতদেরও ৫০ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য প্রশাসন। সেমহারা গ্রামের বাইগা আদিবাসী সম্প্রদায়ের লোকজন জঙ্গল থেকে তেঁতুল ও তেঁতুল পাতা নিয়ে ফিরছিলেন। ফেরার সময় তাদের ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গিয়ে ২০ ফুট গর্তে গিয়ে পড়ে যায়। এ ঘটনায় এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হন ৭ জন। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন ঘটনাটি পুলিশকে জানায়। পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় গুরুতর আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইতিমধ্যেই, পুলিশ দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
Related Posts
প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদির শপথ গ্রহণের দিন বদল
প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণের দিন বদলাল। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসাবে ৮ তারিখ নয়, নরেন্দ্র মোদি ৯ জুন শপথ গ্রহণ করবেন বলে সূত্রের খবর। নরেন্দ্র মোদীর শপথ গ্রহণের দিন বদল হওয়ায় অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী পদে চন্দ্রবাবু নাইডুরও শপথ গ্রহণের দিন বদলাল। তিনি আগামী ১২ জুন অন্ধ্রের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন।
মহারাষ্ট্রে অনলাইনে ক্রিকেট জুয়ার জেরে খুন বৃদ্ধা, গ্রেফতার যুবক
মহারাষ্ট্রে দম্বিভিলি জেলা থেকে এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। তাঁর বিরুদ্ধে এক বৃদ্ধাকে খুনের অভিযোগ রয়েছে। বৃদ্ধার গয়না নিয়ে তাই দিয়ে নিজের দেনা শোধ করার পরিকল্পনা করেছিল সে। পুলিশের ডেপুটি কমিশনার জানিয়েছেন, আশা আরবিন্দ রাইকার নামে ওই বৃদ্ধার দেহ তাঁর ফ্ল্যাটে পাওয়া গিয়েছে। সিসিটিভি ফুটেজ থেকে দেখা গিয়েছে সতীশ নামে ওই যুবক বৃদ্ধার ফ্ল্যাটে ঢোকে […]
মহারাষ্ট্রের অম্বরনাথে কারখানা থেকে কেমিক্যাল গ্যাসে লিক, শহর জুড়ে আতঙ্ক
মহারাষ্ট্রের অম্বরনাথে একটি রাসায়নিক কারখানা থেকে গ্যাস লিক করে বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়ে। ইতিমধ্যেই গোটা শহরে ছড়িয়ে পড়েছে কেমিক্যাল গ্যাস। স্থানীয়দের দাবি, একটা ধোঁয়াশার মতো আস্তরণ তৈরি হয়েছে গোটা এলাকায়। গ্যাসের আচ্ছাদনের কারণে কিছু ভাল করে দেখা যাচ্ছে না, বাড়ির বাইরে বার হলেই গ্যাসের প্রকোপে চোখ-নাক-মুখ- গলা জ্বালা করছে। আতঙ্ক গ্রাস করেছে গোটা শহর মায় […]