ঝড় বোরিসের দাপটে বিপর্যস্ত পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র, রোমানিয়া, অস্ট্রিয়া ও জার্মানির কিছু অংশ। বোরিসের জেরে প্রবল বৃষ্টি হচ্ছে। আর এই প্রাকৃতিক দুর্যোগের জেরে এখনও পর্যন্ত ইউরোপে মৃত্যু হয়েছে ১৯ জনের। যার মধ্যে সাতজনের মৃত্যু হয়েছে রোমানিয়ায়, চারজন পোল্যান্ডে, পাঁচজন অস্ট্রিয়ায়, তিনজন চেক প্রজাতন্ত্রে। বহু মানুষ নিখোঁজ বলেই জানাচ্ছে উক্ত দেশগুলির প্রশাসন। জলের তোরে ভেসে গিয়ে থাকতে পারেন বলে এমনটাই মনে করছে দেশগুলির দমকল বিভাগ। বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, জার্মানির তিনটি রাজ্য বাভারিয়া, স্যাক্সনি ও ব্র্যান্ডেনবার্গে। ক্যাম্প নদীর জলে ভেসে গিয়েছে বহু এলাকা। শুরু হয়েছে উদ্ধারকাজ। ভিয়েনায় একাধিক রাস্তায় জল উঠেছে। দেশটির তিনটি জেলায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বিঘ্নিত হয়েছে। বন্যা পরিস্থিতির কারণে অস্ট্রিয়ার নিম্ন রাজ্যগুলিকে দুর্যোগপূর্ণ এলাকা বলে ঘোষণা করা হয়েছে। বাসিন্দাদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। দেশটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রেলপথ বন্ধ করে দেওয়া হয়েছে। বন্যা পরিস্থিতির কারণে পোল্যান্ড ও চেক প্রজাতন্ত্রের মধ্যে রেল পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। ঘরছাড়া বহু মানুষ। উঁচু জায়গায় খোলা হয়েছে ত্রাণ শিবির। হেলিকপ্টারে করে উদ্ধারকাজ চালাচ্ছে দমকলের কর্মীরা। কিন্তু আবহাওয়া এখনও খারাপ থাকায় বিপাকে পড়ছে দমকল। ইউরোপের আবহাওয়াবিদরা জানিয়েছেন, গত তিন দশকের মধ্যে এত বেশি বৃষ্টি দেখেনি মধ্য ও পূর্ব ইউরোপের দেশগুলি। এই অতিবৃষ্টি ও পাল্লা দিয়ে ঝড়ের জেরে জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে।
Related Posts
পাকিস্তানিতে উদ্বোধনের দিনই শপিং মলে দেদার লুট
চরম আর্থিক অনটনের জেরে দু’বেলা খেয়ে পরে বাঁচাটাই এখন পাকিস্তানিদের কাছে স্বপ্ন। তাই হাতের কাছে যা মিলছে তাই লুট করে নিচ্ছেন পড়শি দেশের বাসিন্দারা। বিদেশি ধাঁচে তৈরি শপিং মলে ঢুকে দেদার লুটপাট চালাল জনতা। ঘটনা শুনে স্তম্ভিত বিশ্ব। ‘ড্রিম বাজার’ নামে বিদেশি ধাঁচে শপিং মল গড়ে তাক লাগিয়ে দিতে চেয়েছিলেন এক পাকিস্তানি ব্যবসায়ী। কিন্তু সাধ […]
মার্কিন যুক্তরাষ্ট্রে ওয়াটার পার্কে শিশুদের উপর চলল গুলি, আহত ১০
মার্কিন যুক্তরাষ্ট্রে মর্মান্তিক ঘটনা। জানা গিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানের বৃহত্তম শহর ডেট্রয়েটের একটি ওয়াটার পার্কে ১০ জনের উপর প্রকাশ্য গুলি চালানো হয়। তাদের মধ্যে দুজন ছেলেমেয়ে গুরুতর আহত হয়। যার একজনের বয়স মাত্র ৮ বছর। ঘটনাটি ঘটে শনিবার সন্ধ্যায়। ওকল্যান্ড কাউন্টি শেরিফ মাইকেল বাউচার্ড বলেছেন, বন্দুকধারী সেই ওয়াটার পার্কের কাছের একটি বাড়ির ভিতরে লুকিয়ে ছিল। […]
ওমানে মাঝ সমুদ্রে উল্টে গেল তেলের ট্যাঙ্কার, নিখোঁজ ১৩ জন ভারতীয়
বুধবার সকাল সকালই ভয়াবহ দুর্ঘটনার খবর ৷ মাঝ সমুদ্রে উল্টে গেল তেলের ট্যাঙ্কার ৷ ঘটনাটি ঘটেছে ওমানের উপকূলে ৷ মোট ১৬ জন নাবিক ছিলেন ওই ট্যাঙ্কারে ৷ যাঁদের মধ্যে ১৩ জনই হলেন ভারতীয় ৷ বাকি ৩ জন শ্রীলঙ্কার নাগরিক বলে জানা গিয়েছে ৷ প্রত্যেকেই এখন নিখোঁজ ৷ তাঁদের জন্য তল্লাশি অভিযান শুরু হয়েছে সমুদ্রে ৷ […]