রাস্তার ধারের একটি ফুড স্টল থেকে চিকেন শাওয়ারমা খেয়েই এবার মৃত্যু হল মুম্বইয়ের ১৯ বছরের এক যুবকের৷ মুম্বইয়ের ট্রম্বে এলাকার একটি ফুড স্টল থেকে ‘চিকেন শাওয়ারমা’ কিনে খান প্রথমেশ ভোকসে নামের ওই যুবক। জানা গিয়েছে, ‘চিকেন শাওয়ারমা’ খেয়ে বাড়ি ফেরার পরই প্রচণ্ড পেটে ব্যাথা শুরু হয় প্রথমেশ ভোকসের। পেটে মারাত্মক ব্যাথার পাশাপাশি শুরু হয় বমি। তাঁর শারীরিক অবস্থা দেখে তড়িঘড়ি প্রথমেশের বাড়ির লোকেরা তাঁকে স্থানীয় পুরসভার একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ওষুধ দিয়ে ছেড়ে দেওয়া হয় প্রথমেশকে। বাড়ি ফেরার পর পরের দিন অর্থাৎ ৫ মে ফের অসুস্থ বোধ করেন প্রথমেশ। পরিস্থিতি ঠিক নয় বুঝে পরিবারের সদস্যরা তাকে কেইএম হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর প্রথমেশকে ছেড়ে দেওয়া হলেও তাঁর অবস্থার ফের অবনতি হয় ৷ এবং হাসপাতালে পুনরায় ভর্তি করার পর শুরু হয় চিকিৎসা। তবে শেষরক্ষা আর হয়নি। ৫ তারিখই মৃত্যু হয় প্রথমেশের ৷তদন্তে নেমে ওই ফুড স্টলের দুই বিক্রেতা আনন্দ কামলে এবং আহমেদ শেখকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৩৬ এবং ২৭৩ ধারায় মামলা দায়ের করা হয়েছে ৷
Related Posts
মুম্বইয়ে হিট অ্যান্ড রানের বলি এক, গুরুতর আহত আরও এক
মুম্বইয়ে হিট অ্যান্ড রানের বলি এক। গুরুতর আহত এক জন হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে মুম্বইয়ের ভরসোভা এলাকায়। সমুদ্র সৈকত এলাকায় বেপরোয়া গতিতে যাচ্ছিল একটি এসইউভি। জানা গেছে রিকশাচালক গণেশ যাদব সমুদ্রের ধারের ফুটপাথে ঘুমোচ্ছিলেন। বাবলু শ্রীবাস্তব পাশের একটি ঝুপড়ি থেকে সেখানে এসে শুয়েছিলেন। আচমকাই তাঁদের ধাক্কা মারে বেপরোয়া গতিতে আসা একটি এসইউভি। নিয়ন্ত্রণ […]
সুপ্রিমকোর্টের নির্দেশে NEET-র সংশোধিত ফলপ্রকাশ করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি
পরীক্ষা নিয়ে বিস্তর অভিযোগ। সুপ্রিম কোর্টের নির্দেশর পর, এবার NEET-র সংশোধিত ফল প্রকাশ করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা NTA। সঙ্গে মেধাতালিকাও। প্রথম স্থানে ১৭ জন। তাঁদের মধ্যে একজন পড়ুয়া এ রাজ্যের। সকলেরই প্রাপ্ত নম্বর ৭২০। ন্য়াশনাল ন্যাশনাল টেস্টিং এজেন্সি প্রকাশিত ফলাফলে দেখা যাচ্ছে, NEET-এ প্রথম ১৭ জনের মধ্যে চার জন রাজস্থানের, তিন জন মহারাষ্ট্রের। দিল্লি […]
সাত সকালে অমিত শাহকে সঙ্গে নিয়েই গান্ধিনগরে ভোট দিলেন প্রধানমন্ত্রী মোদি
আজ লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটগ্রহণ। ১০ রাজ্য এবং ১ কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৯৪টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে ৭ মে, সোমবার৷ এদিন সকাল সকালই গুজরাতের আহমেদাবাদের গান্ধিনগরের নিশান হাযার সেকেন্ডারি স্কুলে একসঙ্গে গিয়ে ভোট দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ এদিন সকাল ৭টা নাগাদ ভোট দেওয়ার জন্য গুজরাতের রাজভবন থেকে বের হন মোদি৷ তারপরে […]