ফের বিতর্কে দিল্লি মেট্রো! রং মাখানোর নামে চলন্ত মেট্রোয় ২ যুবতীর ‘আপত্তিকর’ ভিডিও

ফের বিতর্কে দিল্লি মেট্রো। মেট্রোর মধ্যেই রং-আবির নিয়ে ‘আপত্তিকরভাবে’ হোলি খেলায় মত্ত ২ যুবতী। তাদের সেই ভিডিও ভাইরাল হতেই সমালোচনায় সরব নেটিজেনরা। এই ধরনের ঘটনা বন্ধ করার জন্য মেট্রো কর্তৃপক্ষের কাছে কড়া আইন প্রণয়নেরও দাবি জানিয়েছেন তাঁরা। একইসঙ্গেই ওই ২ যুবতীর বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন। ভিডিওতে ২ যুবতীকে একে অন্যকে রং মাখানোর অছিলায় আপত্তিকর ও অশ্লীলভাবে দেখা যায়। ভিডিওতে দেখা যায়, উভয় যুবতী-ই ভারতীয় পোশাকে। একজনের পরনে একটি সাদা পোশাক এবং অন্যজনের পরনে একটি সাদা শাড়ি। দুজনকেই প্রথমে চলন্ত মেট্রোর মেঝেতে বসে থাকতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই দুজনে তাদের হাতে রঙ ভরে একে অপরের মুখে লাগাতে শুরু করে। এখানেই শেষ নয়, পরবর্তীতে দুজনকেই একে অপরের গালে মুখ ঘষে রং লাগাতে দেখা যায়। এরপর একে অপরের গায়ে ঘুমানোর মতো ‘আপত্তিকরভাবে’ও দেখা যায়।  এই ভিডিয়ো ভাইরাল হতেই নেটিজেনরা ব্যাপক সমালোচনা করেছে। ওই দুই যুবতী ও দিল্লি মেট্রো কর্পোরেশনের নিন্দায় সরব সবাই। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!