ফের অশান্ত বিজেপি শাসিত মণিপুর, সিআরপিএফ শিবিরে চলল গুলি, মৃত ২ জওয়ান

দ্বিতীয় দফার লোকসভা নির্বাচনের পরদিনই ফের অশান্ত মণিপুর৷ কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর উপরে কুকি জঙ্গিদের অতর্কিত হামলায় প্রাণ হারালেন দুই সিআরপিএফ জওয়ান৷ আহত হয়েছেন আরও দুই জওয়ান৷ এ দিন ভোররাতে মণিপুরের বিষ্ণুপুর জেলার নারানসেইনা গ্রামে এই ঘটনা ঘটে৷ হামলাকারী জঙ্গিদের খুঁজে বের করতে জোরদার তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী৷ জানা গিয়েছে, একটি পাহাড়ের উপর থেকে সিআরপিএফ জওয়ানদের পোস্ট লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে জঙ্গিরা৷ পাল্টাা জবাব দিতে থাকে আধা সামরিক বাহিনীর জওয়ানরাও৷ তখনই আগে থেকেই জওয়ানদের পোস্টের কাছে বোমা বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা৷ এতেই গুরুতর আহত হন আধা সামরিক বাহিনীর জওয়ানরা৷ দ্রুত তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হলেও মৃত্যু হয় দুই আহত জওয়ানের৷ আরও দু জন জওয়ান চিকিৎসাধীন রয়েছেন৷ জানা গিয়েছে, মৃত দুই সিআরপিএফ জওয়ান হলেন সাব ইন্সপেক্টর এন সরকার এবং হেড কনস্টেবল অরূপ সাইনি৷ আহত দু জনের নাম ইন্সপেক্টর যাদব দাস এবং কনস্টেবল আফতাব দাস৷

error: Content is protected !!