দ্বিতীয় দফার লোকসভা নির্বাচনের পরদিনই ফের অশান্ত মণিপুর৷ কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর উপরে কুকি জঙ্গিদের অতর্কিত হামলায় প্রাণ হারালেন দুই সিআরপিএফ জওয়ান৷ আহত হয়েছেন আরও দুই জওয়ান৷ এ দিন ভোররাতে মণিপুরের বিষ্ণুপুর জেলার নারানসেইনা গ্রামে এই ঘটনা ঘটে৷ হামলাকারী জঙ্গিদের খুঁজে বের করতে জোরদার তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী৷ জানা গিয়েছে, একটি পাহাড়ের উপর থেকে সিআরপিএফ জওয়ানদের পোস্ট লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে জঙ্গিরা৷ পাল্টাা জবাব দিতে থাকে আধা সামরিক বাহিনীর জওয়ানরাও৷ তখনই আগে থেকেই জওয়ানদের পোস্টের কাছে বোমা বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা৷ এতেই গুরুতর আহত হন আধা সামরিক বাহিনীর জওয়ানরা৷ দ্রুত তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হলেও মৃত্যু হয় দুই আহত জওয়ানের৷ আরও দু জন জওয়ান চিকিৎসাধীন রয়েছেন৷ জানা গিয়েছে, মৃত দুই সিআরপিএফ জওয়ান হলেন সাব ইন্সপেক্টর এন সরকার এবং হেড কনস্টেবল অরূপ সাইনি৷ আহত দু জনের নাম ইন্সপেক্টর যাদব দাস এবং কনস্টেবল আফতাব দাস৷
Related Posts
হায়দরাবাদে কোল্ড ড্রিঙ্কে মাদক মিশিয়ে খাইয়ে তরুণীকে ধর্ষণ, গ্রেফতার ২
হায়দরাবাদে তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার এক নির্মাণ ব্যবসায়ী ও তাঁর সহকারী। ঘটনাটি ঘটেছে রবিবার। ওই তরুণী পুলিশের কাছে অভিযোগে জানিয়েছেন, গত রবিবার মিয়াপুরে যান তিনি। দেখা করেছিলেন নির্মাণ ব্যবসায়ী জনার্দন এবং সঙ্গা রেড্ডির সঙ্গে। ওই তরুণীকে ইয়াদাগিরিগুট্টাতে একটি সাইট দেখাতে নিয়ে যান তাঁরা। রাতে সেখান থেকে ফেরার সময় গাড়ি খারাপ হওয়ার অজুহাতে মাঝপথে দাঁড়িয়ে পড়েন […]
নিট-ইউজি পরীক্ষায় প্রশ্ন ফাঁস নিয়ে প্রথম চার্জশিট পেশ করল সিবিআই
সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা নিট-ইউজি পরীক্ষায় প্রশ্ন ফাঁস নিয়ে প্রথম চার্জশিট পেশ করল সিবিআই ৷ সূত্রের খবর, জমা পড়া চার্জশিটে ১৩ জনের নামে অভিযোগ দায়ের হয়েছে ৷ এই ঘটনায় মোট ৬টি এফআইআর দায়ের করে সিবিআই ৷ বিহার, রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র এবং রাজস্থান-এই সমস্ত রাজ্যের বিভিন্ন ঘটনায় অভিযোগ দায়ের হয়েছিল ৷ বিহারে দায়ের হওয়া অভিযোগটি ছিল প্রশ্ন […]
উত্তরাখণ্ডের বদ্রীনাথে ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু
বিহারের পর এবার উত্তরাখণ্ডে। বদ্রীনারায়ণে ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু। আজ, বৃহস্পতিবার এই ভয়ংকর ঘটনাটি ঘটেছে। তবে একটাই স্বস্তির খবর, ঘটনায় কোনও প্রাণহানি ঘটেনি। অল ওয়েদার রোড প্রকল্পের আওতায় সেতুটি তৈরি হচ্ছিল। ১১০ মিটার দীর্ঘ এই সিগনেচার ব্রিজটি উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলার নারকোটা অঞ্চলে বদ্রীনাথ হাইওয়ের উপর তৈরি হচ্ছিল। ২০২১ সাল থেকে এর নির্মাণকাজ চলছে। এখানে প্রতিদিন […]