বন্যায় বিপর্যস্ত বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলি। উজান থেকে নেমে আসা জলে প্লাবিত হয়েছে ১২টি জেলা। জলবন্দি হয়ে পড়েছেন ৪০ লক্ষ মানুষ। ইতিমধ্যেই মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে। যার মধ্যে রয়েছেন ৭ শিশু ৩ জন বৃদ্ধা মহিলা এবং বাকি সবাই বিভিন্ন বয়সের পুরুষ। বন্যাকবলিত মানুষদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে গোটা বাংলাদেশ। উদ্ধার কার্যক্রম ও ত্রাণ বিতরণ কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে নেমেছেন অনেকে। এই পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বন্যাকবলিত মানুষদের জন্য এক কোটি টাকা সহায়তা দেওয়ার। বৈঠক শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ জি মিডিয়ার বাংলাদেশ সংবাদদাতাকে জানান, এই অ্যামাউন্টটা এখন পর্যন্ত চিন্তা করেছি, এর বাইরে আমরা সবসময়ই সাহায্য করতে চাই। শুরুতে আমরা এক কোটি টাকা দেওয়ার প্ল্যান করেছি।
Related Posts
পুলিশ নেই ঢাকার বেশিরভাগ থানায়, লুটপাট- অগ্নিসংযোগ, ভাঙা হল মুজিবের মূর্তিও
২০০৯ সালে নির্বাচনে জিতে ক্ষমতায় এসেছিলেন। তারপর থেকে টানা চারবার ক্ষমতায় এসেছিলেন। কিন্তু চতুর্থবার ক্ষমতায় আসার বছর ঘোরার আগেই প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে হল শেখ হাসিনাকে। একইসঙ্গে বাংলাদেশের মাটিও ছাড়তে বাধ্য হলেন বঙ্গবন্ধু-কন্যা। সেনাশাসন সরিয়ে ক্ষমতায় ফিরেছিলেন তিনি। হাসিনার পদত্যাগের পর ফের সেনার অধীনে গেল বাংলাদেশ। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় থেকেই রাজনীতির ময়দানে পদার্পণ […]
ইরানে প্রথমবারের মতো সরকারের মুখপাত্র হিসেবে নিয়োগ পেলেন এক মহিলা
ইরানে প্রথমবারের মতো সরকারের মুখপাত্র হিসেবে নিয়োগ পেলেন এক নারী। ফাতেমা মহাজেরানি ইরানের ইতিহাসে প্রথম মহিলা হিসেবে এই পদে নিয়োগ পেলেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বুধবার মন্ত্রিসভার বৈঠকে ফাতেমা মহাজেরানিকে নতুন সরকারের মুখপাত্র হিসেবে নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছেন। এই নিয়োগ ইতিহাস সৃষ্টিকারী কারণ মহাজেরানি ইরানে প্রথম নারী যিনি এই পদে নিয়োগ পেলেন। ১৯৭০ সালে আরাক […]
Sheikh Hasina Resigned: চাপের মুখে দেশ ছেড়েছেন শেখ হাসিনা! বাংলা সীমান্তে হাই-অ্যালার্ট জারি করল বিএসএফ
কোটা আন্দোলন ঘিরে বাংলাদেশে অগ্নিগর্ভ পরিস্থিতি। হাসিনা বাংলাদেশ ত্যাগ করেছেন বলে দাবি করা হয়েছে বিবিসি রিপোর্ট। দাবি করা হচ্ছে হাসিনা হেলিকপ্টারে করে আগরতলার উদ্দেশে রওনা দেন। হাসিনার সাথে ছিলেন তাঁর বোন শেখ রেহানাসহ পরিবারের সদস্যরা। রিপোর্টের দাবি, মৃতের সংখ্যা ৩৪৪ ছুঁয়ে ফেলেছে। এই পরিস্থিতিতে সর্বশেষ খবর শেখ হাসিনা সম্ভবত, বাংলাদেশ ছেড়ে ভারতে আসছেন। তবে এবিষয়ে […]