ভোটের মধ্যেই ফের উত্তপ্ত রাজধানী। দিল্লি মহিলা কমিশনের ২২৩ জন কর্মীকে ছাঁটাই করলেন দিল্লি লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা। প্রয়োজনীয় অনুমতি ছাড়াই ওই কর্মীদের বেআইনিভাবে নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ। গোটা ঘটনায় মূল অভিযুক্ত ডিডব্লিউসি-র চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল। স্বাতী মালিওয়াল দিল্লি মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারপার্সন। চলতি বছরের জানুয়ারিতে আম আদমি পার্টি তাঁকে রাজ্যসভার সাংসদ হিসেবে মনোনীত করে। এরপর স্বাতী ডিডব্লিউসি-র চেয়ারপার্সনের পদ থেকে ইস্তফা দেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, নিয়ম না মেনে ২২৩ জনকে নিয়োগ করেছিলেন তিনি। লেফটন্যান্ট গভর্নরের অফিসের জারি করা নির্দেশটি দিল্লি কমিশন ফর উইমেন অ্যাক্টের উদ্ধতি দিয়ে বলে যে, প্যানেলে ৪০ জন কর্মচারীর অনুমোদিত ক্যাপাসিটি রয়েছে এবং লেফটেন্যান্ট গভর্নরের অনুমতি ছাড়াই ২২৩টি নতুন পদ তৈরি করা হয়েছিল। আদেশে আরও বলা হয়েছে, চুক্তিতে কর্মচারী নিয়োগের এখতিয়ার কমিশনের নেই। এতে আরও বলা হয়েছে, কমিশনকে জানানো হয়েছিল যে তারা অর্থ বিভাগের অনুমোদন ছাড়া ‘সরকারের জন্য অতিরিক্ত আর্থিক দায়বদ্ধতা জড়িত’ এমন কোনও পদক্ষেপ নেবে না। একটি তদন্তেবলা হয়েছে, এই নিয়োগগুলি নির্দারিত পদ্ধতি অনুযায়ী করা হয়নি। এছাড়াও ডিডব্লিউসি-র কর্মীদের পারিশ্রমিক এবং ভাতাবৃদ্ধি পর্যাপ্ত ন্যায্যতা ছাড়াই এবং নির্ধারিত পদ্ধতি এবং নির্দেশিকা লঙ্ঘন করেছে।
Related Posts
পার্লামেন্টের দ্বারা নতুন আইনের অনুমোদন দেশের পরিবর্তন এবং এগিয়ে যাওয়ার লক্ষণ: ডিওয়াই চন্দ্রচূড়
প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় নতুন ফৌজদারি বিচার আইনকে সমাজের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত বলে বর্ণনা করেছেন। তিনি শনিবার বলেছিলেন যে ভারত তার ফৌজদারি বিচার ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তনের জন্য প্রস্তুত। একই সঙ্গে তিনি সাধারণ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ হাতছাড়া না করার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানান। CJI চন্দ্রচূদ ফৌজদারি বিচার ব্যবস্থার প্রশাসনে ভারতের প্রগতিশীল পথের উপর […]
লখনউয়ে তিনতলা বাড়ির কাঠামো ভেঙে পড়ে মৃত ৮
লখনউয়ের ট্রান্সপোর্ট নগরে ভেঙে পড়ল একটা তিনতলা বাড়ির কাঠামো ৷ দুর্ঘটনাটি ঘটে শনিবার বিকেল ৪টা ৩৫ মিনিটে৷ এই ঘটনায় মৃত্যু ঘটেছে অন্তত ৮ জন ব্যক্তির৷ আহত আরও ২৮। শনিবার বিকেলবেলা, হঠাৎ করে তিন তলার কাঠামো হুড়মুড়িয়ে ভেঙে পড়ে৷ জানা গিয়েছে এই বিল্ডিংয়ের মধ্যে বেশ কয়েকটি গুদাম ও একটা মোটর ওয়ার্কশপ রয়েছে৷ কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া […]
মুম্বই কলেজে হিজাব নিষিদ্ধের সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে রাজি নয় হাইকোর্ট
মুম্বই শহরের চেম্বুর কলেজে হিজাব নিষিদ্ধ করার সিদ্ধান্তের বিরুদ্ধে কলেজের কিছু শিক্ষার্থী হাইকোর্টে যান। বুধবার পিটিশন খারিজ করে হাইকোর্ট জানিয়েছে, আমরা এই সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে আগ্রহী নয়। নতুন শিক্ষাবর্ষে কলেজের ড্রেস কোডে বলা হয়, বোরকা, নিকাব, হিজাব, বা কোনো ধর্মীয় শনাক্তকারী যেমন ব্যাজ, ক্যাপ বা স্টোল কলেজের ভেতরে পরা যাবে না। ছেলেদের জন্য শুধুমাত্র ফুল […]