লোকসভা নির্বাচনের পাশাপাশি ওড়িশা ও অন্ধ্রপ্রদেশে বিধানসভা নির্বাচনের গণনা চলছে। 24 বছর ধরে ওড়িশায় ক্ষমতায় থাকা নবীন পট্টনায়েক ক্ষমতা হারিয়েছেন। বিজেপি 147টি আসনের মধ্যে 78টি আসন পেয়েছে এবং বিজেডি 51টি আসন পেয়েছে। একই সঙ্গে অন্ধ্রপ্রদেশে ক্ষমতায় ফিরে এসেছে এনডিএ (বিজেপি, টিডিপি ও জনসেনা পার্টি)। টিডিপি 175টি আসনের মধ্যে 134টি আসন জিতেছে। বর্তমান মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডির ওয়াইএসআরসিপি মাত্র ১২টি আসনে কমে গেছে। অন্ধ্রে, 2019 সালে, YSR কংগ্রেস পার্টি (YSRCP) এর জগন মোহন রেড্ডি 175 আসনের মধ্যে 151টিতে একতরফাভাবে জয়লাভ করেছিল। রাজ্যে, বিজেপি চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম পার্টি (টিডিপি) এবং অভিনেতা পবন কল্যাণের জনসেনা পার্টির (জেএসপি) সাথে জোট গঠন করেছে। যেখানে ওড়িশায়, নবীন পট্টনায়েক 24 বছর ধরে (মার্চ 2000) মুখ্যমন্ত্রী ছিলেন। ওড়িশায়, বিজেপি কাউকে মুখ্যমন্ত্রীর মুখ করেনি এবং শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখের উপর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল।
Related Posts
রং বদলে গেরুয়া হল ‘দূরদর্শন’, নিউজের লোগোর ‘গৈরিকীকরণে’মোদিকে তুলোধোনা মমতার
দূরদর্শনের লোগোর রং বদলে গেল! আগে ছিল লাল, হয়ে গেল গেরুয়া। সরকারি দফতরের লোগোর রং ইত্যাদি বদলানো নতুন কিছু নয়। তবে এক্ষেত্রে দুটি কারণে বিতর্ক তৈরি হয়েছে। প্রথমত, রংটি গেরুয়া, দ্বিতীয়ত এখন দেশ জুড়ে ভোট-আবহ। দূরদর্শনের লোগোর পরিবর্তিত রং গেরুয়া ভিন্ন রাজনৈতিক ডিসকোর্স তৈরি করে দিচ্ছে। কেননা, গেরুয়া রংটি তো নিছক একটি রং নয়, সেটি […]
পশ্চিমবঙ্গ, হরিয়ানা, উত্তরাখণ্ডে CAA-এর অধীনে নাগরিকত্ব দেওয়া শুরু করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক
এবার পশ্চিমবঙ্গের আবেদনকারীদের ভারতীয় নাগরিকত্ব দিতে শুরু করল কেন্দ্রীয় সরকার। বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে যে সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) আওতায় পশ্চিমবঙ্গ, হরিয়ানা এবং উত্তরাখণ্ডের আবেদনকারীদের ভারতীয় নাগরিকত্ব প্রদান করা হচ্ছে। সংশ্লিষ্ট রাজ্যগুলির কমিটির মাধ্যমে সেই কাজটা করা হচ্ছে বলে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে। অর্থাৎ দ্বিতীয় দফায় পশ্চিমবঙ্গের আবেদনকারীদের নাগরিকত্ব প্রদান করা […]
হাসপাতালে ভর্তি প্রবীণ বিজেপি নেতা উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণী
অসুস্থ প্রবীণ বিজেপি নেতা এবং দেশের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণী ৷ বুধবার রাতেই দিল্লির এইমসে ভর্তি করানো হয়েছে তাঁকে ৷ হাসপাতাল সূত্রে খবর, বয়সজনিত সমস্যা নিয়েই ভুগছেন ৯৬ বছর বয়সী আডবাণী ৷ যদিও ঠিক কী সমস্যার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে তা এখনও জানা যায়নি। হাসপাতালের পক্ষ থেকে তাঁর অসুস্থতা সম্পর্কে বিশেষ কোনও তথ্য জানানো […]