পাকিস্তানে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২২ যাত্রী। হতাহতদের মধ্যে মহিলা ও শিশু রয়েছেন। যাত্রীবোঝাই বাসটি গোয়াদর থেকে কোয়েটার দিকে যাচ্ছিল। এ সময় ওয়াশু স্থানের বাসের টায়ার ফেঁটে যায়। চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে খাদে পড়ে হতাহতের এই ঘটনা ঘটে। আহতদের বাসিমার সিভিল হাসপাতালে স্থানান্তর করেছে উদ্ধারকারী ও লেভিস কর্মকর্তারা। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি ভয়াবহ এই দুর্ঘটনায় প্রাণহানির জন্য শোক প্রকাশ করেছেন এবং নিহতদের প্রতি সমবেদনা ব্যাক্ত করেছেন। আহতদের সহায়তা দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন শেহবাজ শরিফ।
Related Posts
বিশ্বজুড়ে কাজ করছে না এক্স (টুইটার) হ্যান্ডেল, বড়সড় সাইবার হানার আশঙ্কা ইলন মাস্কের
বিশ্বজুড়ে কাজ করছে না এক্স হ্যান্ডেল (টুইটার) ৷ মঙ্গলবার গভীর রাত থেকে সমস্যায় পড়েন এক্স হ্যান্ডেল ব্যবহারকারীরা ৷ তাঁরা এক্স হ্যান্ডেলটি রিফ্রেশ করতে পারছেন না ৷ একই সঙ্গে নতুন কোনও পোস্টও লোড করা যাচ্ছে ইলন মাস্কের এক্সে ৷ এক্স হ্যান্ডেলের কর্ণধার ইলন মাস্ক এবং প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট এক্স হ্যান্ডেলে নিজেদের মধ্যে আলাপচারিতা করছিলেন ৷ সেই […]
আজ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে না ভারত থেকে
সোমবার ৮ এপ্রিল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। বছরের প্রথম সূর্যগ্রহণের সাক্ষী থাকবেন অনেকে। এবার জেনে নিন, ঠিক কত ক্ষণ চলবে এই গ্রহণ। মেক্সিকো, হাওয়াই-সহ পলিনেশিয়া, উত্তর আমেরিকার অধিকাংশ জায়গা (আলাস্কা বাদ দিয়ে), মধ্য আমেরিকা, গ্রিনল্যান্ড, আইসল্যান্ডের মতো জায়গা থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে। এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে গোটা বিশ্ব। এদিন দুপুর বেলাতেই […]
আগামী ২৮ জুন ইরানে প্রেসিডেন্ট নির্বাচন
হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তাঁর আকস্মিক মৃত্যুতে অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব পেয়েছেন দেশটির ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মহম্মদ মোখবের। তবে সাংবিধানিক কারণে পরবর্তী ৫০ দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে দেশটিতে। সেই অনুসারে নির্বাচনের তারিখ ঘোষণা করল তেহরান। দেশটিতে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ জুন। ইরানের সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্টের মৃত্যু […]