ইস্তানবুলে মর্মান্তিক দুর্ঘটনা। জানা গিয়েছে, ইস্তানবুলের এক নাইট ক্লাবে আগুন লেগে গিয়েছে। দুর্ঘটনায় কমপক্ষে ২৯ জন জ্বলন্ত পুড়ে মারা গিয়েছে। ঘটনাটি ঘটে মঙ্গলবার। মঙ্গলবার নাইটক্লাবে মেরামতির সময় আগুন লেগে যায়। পুলিস কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাটির জিজ্ঞাসাবাদের জন্য ক্লাবের ম্যানেজারসহ বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। ইস্তানবুলের গভর্নরের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, অন্তত একজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। জানা গিয়েছে, নাইটক্লাবটি সংস্কারের জন্য বন্ধ ছিল। এটি বেসিকটাস জেলার কটি ১৬-তলা আবাসিক ভবনের মাটিতে এবং বেসমেন্টে অবস্থিত। ইস্তাম্বুলের গভর্নর দাভুত গুল ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, আগুন লাগার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং নিহতরা সংস্কার কাজের সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে। কি কারণে আগুন লেগেছে তা তদন্তে একটি কমিটি গঠন করেছে স্থানীয় কর্তৃপক্ষ। ইস্তাম্বুল গভর্নরের কার্যালয় বলছে, ‘আগুনের পরই সেখানে দমকল বাহিনীর ৩১টি গাড়ি নিয়ে ৮৬ সদস্য ঘটনাস্থলে পৌঁছায়। ঘণ্টাখানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনীর সদস্যরা।’
Related Posts
ফের বাতিল মৈত্রী এক্সপ্রেস; শর্তসাপেক্ষে ফেরানো হবে ভাড়ার পুরো টাকা
ফের বাতিল করা হল মৈত্রী এক্সপ্রেস ৷ আগামিকাল অর্থাৎ 31 জুলাই বুধবার 13108 কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস বাতিল করা হয়েছে, জানিয়েছে ভারতীয় রেল বিভাগ ৷ পূর্ব রেলের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, বাংলাদেশের বর্তমান অবস্থার উন্নতি ঘটলেও বাংলাদেশ রেলের পক্ষ থেকে ভারত সরকারকে 31 জুলাই পরিষেবা বন্ধ রাখার আবেদন জানানো হয়েছিল । সেই আবেদনে সাড়া […]
‘বাংলাদেশের পরিস্থিতি এবং আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করার নেপথ্যে আমেরিকা’, দাবি শেখ হাসিনার
দিল্লিতে নামার পরে একাধিক বার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে দেখা হয়েছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ভারতীয় নিরাপত্তা এবং কূটনৈতিক কর্তাদের সঙ্গেও তাঁর কথা হয়েছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, যত ক্ষণ না তাঁর পরবর্তী আশ্রয়ের ঠিকানা নির্ধারিত হয়, হাসিনা নয়াদিল্লিতেই থাকবেন। আজ জানা গিয়েছে, নয়াদিল্লির এই অজ্ঞাতবাসে তিনি তাঁর ঘনিষ্ঠ জনের সঙ্গে কথায়, আমেরিকাকে […]
নির্বাচনী ফলাফলে বামপন্থী জোট এগিয়ে যেতেই অশান্ত ফ্রান্স
ফ্রান্সের নির্বাচনে এগিয়ে রয়েছে বামপন্থী জোট ৷ এক্সিট পোলেও এমনই সম্ভাবনার ইঙ্গিত মিলেছে ৷ বামপন্থী জোট এগিয়ে থাকার খবর প্রকাশ্যে আসতেই অশান্ত হয়ে উঠেছে প্যারিস ৷ দিকে দিকে রাস্তায় নেমে চলছে বিক্ষোভ ৷ ঘটনার একটি ভিডিয়ো ফুটেজ সামনে এসেছে ৷ সেখানে দেখা যাচ্ছে, মুখোশ পরে বিক্ষোভকারীরা রাস্তায় দৌড়চ্ছে, আগুন জ্বালাচ্ছে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করছে ৷ তবে […]