ছত্তীসগঢ়ে নিরাপত্তাবাহিনী ও পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে খতম ২৯জন মাওবাদী

লোকসভা ভোটের আগে ছত্তিশগড়ের বিভিন্ন জেলায় মাওবাদী অভিযানে নেমেছে নিরাপত্তাবাহিনী ও পুলিশ। সেই অভিযানেই ফের মিলল সাফল্য। ছত্তীসগঢ়ে পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত ২৯ জন মাওবাদী। উদ্ধার প্রচুর অত্যাধুনিক অস্ত্র। ঘটনাটি ঘটেছে কাঁকেড় জেলায়। বস্তারের আইজি পি সুন্দরাজ জানিয়েছেন, ‘যেখানে গুলির লড়াই হয়, সেখানে ২৯ মাওবাদী দেহ উদ্ধার পাওয়া গিয়েছে। সংঘর্ষ আহত হয়েছেন ৩ জওয়ান। এলাকায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে’। তাঁর মতে, ‘ছত্তীসগঢ়ে মাওবাদী এটা অন্য়তম বড় সাফল্য’।

error: Content is protected !!