বৃহস্পতিবার সকালে মর্মান্তিক দুর্ঘটনা শ্রীরামপুরের বাঙ্গিহাটিতে দিল্লি রোড এলাকায়। একটি টোটো গাড়িকে পিছন থেকে এসে ধাক্কা মারে একটি লরি। মুহুর্তের মধ্যে লরিটি পিষে দেয় টোটো সমেত যাত্রীদের। ঘটনায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৩। গুরুতর আহত এক মহিলাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ঘটনায় দিল্লি রোড অবরোধ করে বিক্ষোভ দেখতে থাকে উত্তেজিত জনতা। শ্রীরামপুরের দিক থেকে কোন্নগরের দিকে যাচ্ছিল টোটোটি। পিছন থেকে একটি লরি সজোরে গিয়ে ধাক্কা মারে। ধাক্কা মেরে নিয়ে গিয়ে সামনে দাঁড়িয়ে থাকা একটি লরির সঙ্গে পিষে দেয়। উত্তেজিত জনতা ঘাতক লরি-সহ আরও বেশ কয়েকটি লরিতে ভাঙচুর চালায়। দিল্লি রোড অবরুদ্ধ হয়ে পরে। পুলিশ গেলে ঘিরে বিক্ষোভ দেখায় জনতা। বেপরোয়া লরি চালানোর ফলে এই দূর্ঘটনা বলে অভিযোগ। টোটোয় থাকা এক যাত্রীকে উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাকি মৃতদেহ গাড়িতে তুলে পাঠানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়ির মধ্যে ছিলেন চালক সমেত মোট পাঁচজন। সেখানে ছিলেন এক চিকিৎসক ঋষিকেশ সিং ও তাঁর গোটা পরিবার। চিকিৎসক শ্রীরামপুর বঙ্গিহাটির ভূষণ স্টিলের চিকিৎসক। পরিবার সমেত টোটো ধরে কোন্নগরের দিকে যাচ্ছিলেন। কোন্নগর ১০ নম্বর ওয়ার্ডে তাঁদের বাড়ি। সঙ্গে ছিল স্ত্রী লক্ষী সিং ও দুই মেয়ে, ঋতিকা সিং ও নিধি সিং। টোটো চালক শেখ হাসমত আলি। ঘটনার পর পুলিশ তিনজনের মৃতদেহ ইতিমধ্যে উদ্ধার করেছে।
Related Posts
‘আমার জন্ম জৈবিক প্রক্রিয়ায় নয়’! মোদির মন্তব্যে পালটা দিলেন মমতা, বললেন, আমাদের তো মা-বাবা আছে
লোকসভা নির্বাচনের মাঝে নিজের জন্মবৃত্তান্তের কথা প্রকাশ্যে এনেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেছেন, “মা যতদিন বেঁচে ছিলেন আমার মনে হত, হয়তো জৈবিক প্রক্রিয়ায় আমার জন্ম হয়েছে। কিন্তু মায়ের মৃত্যুর পর নানা রকম অভিজ্ঞতা থেকে আমি নিশ্চিত হয়ে গিয়েছি যে আমাকে পরমাত্মা পাঠিয়েছেন। এত শক্তি আমি কোনও জৈবিক প্রক্রিয়া থেকে পাইনি। ঈশ্বর আমাকে দিয়ে […]
কলকাতা সহ দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, মৃত ৭
অবশেষে বৃষ্টি নামল কলকাতা-সহ গোটা রাজ্যেই। সঙ্গে ঝোড়া হাওয়া-ও। কালবৈশাখীর দাপটে প্রাণ গেল ৭ জনের। এদিকে কালবৈশাখীতে যেমন গরম থেকে স্বস্তি মিললও একাধিক প্রাণহানির ঘটনা ঘটল। উত্তর ২৪ পরগনার ব্য়ারাকপুরে মৃত্যু হল ২ জনের। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় বিদ্যুতে খুঁটি উপড়ে মৃত ১। হাওড়ার উলুবেড়িয়া, বাগনান, এমনকী পুরুলিয়ার মৃত্যুর খবর মিলেছে। উলুবেড়িয়া ও বাগনানে প্রাণ হারিয়েছে […]
শিয়ালদা-বনগাঁ শাখায় বিপত্তি, ব্যাহত ট্রেন চলাচল
শিয়ালদা-বনগাঁ শাখায় রেল চলাচল ব্যাহত। সংহতি স্টেশনের কাছে দাঁড়িয়ে পড়ে ট্রেন। পরিষেবা স্বাভাবিক করার জন্য কাজ চলছে বলে জানানো হয়েছে রেলের তরফে। তবে, শিয়ালদা-বনগাঁ শাখায় আপ লাইনে বেশ কিছু ট্রেন দেরিতে চলছে বলে জানতে পারা গিয়েছে। অফিস ফেরত টাইমে দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে রেল যাত্রীদের। জানা গিয়েছে, প্রায় দু’ঘণ্টা ১৫ মিনিট বাদে আপ লাইনের খারাপ […]