পুজোর জন্য গঙ্গায় জল নিতে এসে সলিল সমাধি দুই কিশোরের। তাদের বাঁচাতে গিয়ে আরও একজনের মৃত্যুর আশঙ্কা স্থানীয় মানুষদের। ঘটনাটি ঘটেছে হুগলির উত্তরপাড়া বাবুঘাটে। নিখোঁজ দুই কিশোর যীশু গাইন ও রণিত পাল। স্থানীয় সূত্রে খবর, ডানকুনির চণ্ডিমাতার পুজোর জন্য গঙ্গার জল নিতে উত্তরপাড়ায় এসেছিলেন অনেক ভক্ত। গতকাল রাত সাড়ে ১২টা নাগাদ পুজো কমিটির কিছু সদস্য উত্তরপাড়ার বাবুঘাটে জল নিতে আসে। জল নেওয়ার আগে স্নান করতে নামে অনেকেই। সে সময় হঠাৎই জোয়ার চলে আসায় তলিয়ে যায় দুজন। তাদের বাঁচাতে গিয়ে আরও একজন তলিয়ে যায়। উত্তরপাড়া থানার পুলিশ খবর দেয় বিপর্যয় মোকাবিলা দফতরে। শনিবার সকাল থেকেই বিপর্যয় মোকাবিলা বাহিনী স্পিড বোট নিয়ে বাবুঘাট ও তার সংলগ্ন বিভিন্ন ঘাটে নিখোঁজদের খোঁজে তল্লাশি শুরু করে। এখনও পর্যন্ত কারও খোঁজ পাওয়া যায়নি। এর আগেও উত্তরপাড়া শহরের বিভিন্ন ঘাটে এরকম দুর্ঘটনা ঘটেছে। মহালয়ার দিন কয়েকজন তলিয়ে গিয়েছিলেন।
Related Posts
‘বাংলাকে অপমান করার ছক, সন্দেশখালির স্টিং ভিডিও প্রমাণ করে দিল বিজেপি ভিতর থেকেই পচা’, বললেন মুখ্যমন্ত্রী
সন্দেশখালির ঘটনা পুরোপুুরি সাজানো, চক্রান্ত৷ সন্দেশখালি কাণ্ডে নিয়ে একটি ভিডিও এ দিন সকাল থেকে ভাইরাল হওয়ার পরই রানাঘাটের সভা থেকেই এই অভিযোগ করেন মুখ্যমন্ত্রী৷ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘সন্দেশখালি নিয়ে ভাল নাটক তৈরি করেছিল৷ আসল তথ্য ফাঁস হয়ে গিয়েছে৷ আমি অনেকদিন ধরেই বলছিলাম এটা পরিকল্পনা, নাটক৷ সন্দেশখালির স্টিং দেখে বোঝা যায় বিজেপির মধ্যে পচন কতটা গভীর। […]
সপ্তম দফার ভোট অশান্তি ঠেকাতে বাড়ছে কুইক রেসপন্স টিমের সংখ্যা
ষষ্ঠ দফার ভোটে কুইক রেসপন্স টিমের দেখা মেলেনি এমনই অভিযোগ বিরোধীদের। সপ্তম দফায় এক ধাপে বেড়ে গেলো কুইক রেসপন্স টিমের সংখ্যা। ১ জুনের ভোটে থাকবে ১৯০০টি কুইক রেসপন্স টিম ।সপ্তম দফায় ভোট রয়েছে কলকাতা-সহ একাধিক জেলায়। কলকাতায় থাকবে মোট ৬০০টি কিউআরটি। সপ্তম দফার ভোটে মোট মোতায়েন করা হবে ৯৬৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। নির্বাচন কমিশন সূত্রে […]
‘কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সঙ্গে মালবাহী ট্রেনের দুর্ঘটনায় রেলকর্মীদের একাধিক ত্রুটি’, দাবি ডিআরএমের
একটা বা দু’টো নয় ৷ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সঙ্গে মালবাহী ট্রেনের দুর্ঘটনার পিছনে রয়েছে একাধিক ত্রুটি ৷ আর সেই কথা স্বীকার করে নিলেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমার ৷ মঙ্গলবার সকালে তিনি দুর্ঘটনাস্থলে রেল লাইনের মেরামতির কাজ খতিয়ে দেখতে যান ৷ সেখানেই একাধিক গাফিলতির কথা জানালেন তিনি ৷ তাঁর দাবি অনুযায়ী, প্রযুক্তিগত ত্রুটির […]