আরজি কর হাসপাতালের ভিতর যে জঘন্য অপরাধের ঘটনা ঘটেছে, তার প্রতিবাদস্বরূপ বান্ধবীকে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে ভাঙচুর চালানোর ছক ! এই অভিযোগে প্রেমিক যুগলকে গ্রেফতার করা হল ৷ কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন ওই প্রেমিক যুগল-সহ মোট চারজন । তাঁদের গ্রেফতার করে বাঁশদ্রোণী থানার পুলিশ । ধৃতদের নাম অরিজিৎ দে ও স্বাগত বন্দ্যোপাধ্যায় । পাশাপাশি বর্ষা ঘোষ ও কৃষ্ণা ঘোষ নামে দুই মহিলাকেও গ্রেফতার করা হয়েছে । প্রাথমিকভাবে জানা যাচ্ছে, এই বর্ষা আবার শুভমের বান্ধবী । লালবাজার সূত্রের খবর, নবান্ন অভিযানের দিন একটি অডিয়ো ভাইরাল হয় । সেখানে স্পষ্ট বান্ধবীর সঙ্গে কথা বলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে হামলা চালানোর ছক কষা হয় । অভ্যন্তরীণ তদন্ত চালিয়ে ফোনের আইপি অ্যাড্রেস ট্র্যাক করে পুলিশ জানতে পারে যে, সেটি বাঁশদ্রোণী থানার আওতাধীন । এরপরই গতকাল গভীর রাতে পুলিশ তাঁদেরকে গ্রেফতার করে বলে জানা গিয়েছে । আরজি কর হাসপাতালে চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ ও খুনের যে ঘটনা ঘটেছে, তার বিচারের দাবিতে সরাসরি মানুষ রাস্তায় নেমেছে । শহর-রাজ্য পেরিয়ে দেশ ও বিদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে প্রতিবাদ ৷ প্রত্যেকেই চাইছেন যাতে প্রকৃত দোষীরা ধরা পড়ে । ইতিমধ্যেই এই ঘটনার তদন্তভার সামলাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । এর মধ্যেই গত 27 তারিখ নবান্ন অভিযানের ডাক দেওয়া হয় । আর সেই সময় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের কানে আসে একটি ভাইরাল হওয়া অডিয়ো । লালবাজার সূত্রের খবর, সেই অডিয়োতেই এক যুবকের তাঁর প্রেমিকার সঙ্গে কথোপকথন চলছিল বলে দাবি করেছে পুলিশ । খুব সম্ভবত তাঁরা চুপিসাড়ে মুখ্যমন্ত্রীর বাসভবনে ঢুকে সেখানে দেদার ভাঙচুর চালিয়ে নিজেদের প্রতিবাদ জানাবেন বলে পরিকল্পনা করছিলেন । এই প্রকারের তথ্য সামনে আসার পরেই তড়িঘড়ি ময়দানে নামে কলকাতা পুলিশ । গ্রেফতার করা হয় অভিযুক্তদের ৷ লালবাজার সূত্রের খবর, আরজিকর হাসপাতালের বিচার চেয়ে বিভিন্ন মাধ্যমে অপ্রীতিকর বিবরণ এবং ছবি ব্যবহার করা হচ্ছে । এর বিরুদ্ধে বিভিন্ন আইনি পদক্ষেপ করতে চলেছে কলকাতা পুলিশ ।
Related Posts
দুর্গা পুজোর ছুটি বাতিল বিজেপি নেতা-কর্মীদের, আরজিকর ইস্যুতে কর্মসূচি ঘোষণা শুভেন্দু অধিকারীর
দুর্গা পুজোর ছুটি বাতিল বিজেপি নেতা-কর্মীদের। এক মাস সময় থাকতেই আরজি কর কর্মসূচি ঘোষণা শুভেন্দু অধিকারীর। বিরোধী দলনেতা জানিয়েছেন, আরজি কর কাণ্ডের প্রতিবাদে একসঙ্গে একদিনে যে নবান্ন-লালবাজার-কালীঘাট অভিযানের কথা বলেছিলেন তিনি সেই অভিযানের দিনক্ষণও শীঘ্রই জানানো হবে। দুর্গাপুজোর দিনগুলিতে শহর কলকাতা ও জেলার সব বড় মণ্ডপের বাইরে বিশেষ ডিউটি পড়তে চলেছে বিজেপির নেতাকর্মীদের। পুজোর একমাস […]
দিল্লিতে তৃণমূল সাংসদদের আটক করে টেনেহিঁচড়ে বাসে তুলল পুলিশ, প্রতিবাদে কলকাতায় রাজভবনে অভিষেক
দিল্লিতে নির্বাচন কমিশনের সামনে ধরনা থেকে তৃণমূল সাংসদদের টেনেহিঁচড়ে প্রিজন ভ্যান তুলে নিয়েছে পুলিশ। কেন্দ্রীয় এজেন্সিগুলির অবপ্যবহারে অভিযোগ তুলে আজই কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে দেখা করেন তৃণমূল কংগ্রেসের এক ঝাঁক সাংসদ। কমিশনের সঙ্গে দেখা করার পর তারা কমিশনের সামনে ধরনায় বসে পড়েন। তার পরেই তাদের জোর করে তুলে দেওয়া হয়। মারধরের অভিযোগ করেন শান্তনু সেন। […]
মানুষের স্বার্থে আমি পদত্যাগ করতেও রাজি, কিন্তু ওরা চেয়ার চায়, বিচার নয়: মুখ্যমন্ত্রী
আরজিকর প্রতিবাদ ঘিরে বিপর্যস্ত রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে স্বাভাবিক ছন্দে ফেরাতে তিনি বদ্ধপরিকর। নবান্নে সাংবাদিক বৈঠক করে সেই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, বার বার জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার আহ্বান জানিয়েছেন প্রশাসনিক কর্তারা। তিনি নিজেও অপেক্ষা করেছেন তিন দিন। কিন্তু নবান্নের তরফে বার বার জুনিয়র চিকিৎসকদের আলোচনার টেবিলে ডেকেও লাভ হয়নি। জুনিয়র ডাক্তারদের এই […]