লোকসভা নির্বাচনের ঠিক আগে তামিলনাড়ুতে নগদ টাকা উদ্ধার। তাম্বারম স্টেশনে ট্রেন থেকে চার কোটি টাকা বাজেয়াপ্ত করল রাজ্যের ফ্লাইং স্কোয়াড। ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই তিনজনের কাছে এত পরিমাণ নগদ টাকা নিয়ে যাওয়ার কোনও নথিপত্র ছিল না। ধৃতদের মধ্যে একজন সক্রিয় বিজেপি কর্মী। ওই বিজেপি কর্মীর নাম সতীশ। তাঁর নিজের হোটেলের ব্যবসা। সতীশ ছাড়াও তাঁর ভাই নবীন এবং তাঁদের গাড়িচালককে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। জেরায় তিনি স্বীকার করেছেন, তিরুনেলভেলির বিজেপি প্রার্থী নাইনার নগেন্দ্রনের অনুগামীদের নির্দেশেই তাঁরা ওই টাকা নিয়ে যাচ্ছিলেন। টাকা উদ্ধারের পরই বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছে তামিলনাড়ুর শাসকদল ডিএমকে। নগেন্দ্রনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্য নির্বাচন দপ্তরের দ্বারস্থ হয়েছে তারা।শনিবার রাতে ফ্লাইং স্কোয়াড খবর পায়, তিনজন ব্যক্তি টাকা নিয়ে এগমোর স্টেশন থেকে তিরুনেলভেলি যাওয়ার জন্য নেল্লাই এক্সপ্রেসে চেপেছে। তাদের কাছে সাত-আটটি ব্যাগ রয়েছে। এরপরই স্কোয়াডের সদস্যরা। রাত নটা নাগাদ তাম্বারাম স্টেশনে ট্রেনটি পৌঁছানোর পর এসি টু-টিয়ার কামরায় তল্লাশি চালায়। সেখানেই ৫০০ টাকার নোট ভর্তি ব্যাগগুলি উদ্ধার হয়। আটক করা হয় তিনজনকে। রাজ্য নির্বাচনী আধিকারিক (সিইও) জানিয়েছেন, এই ঘটনায় আয়কর দপ্তর বিশদে তদন্ত শুরু করেছে।ডিএমকের অভিযোগ, নির্বাচনের আগে ভোটারদের দেওয়ার জন্য ওই টাকা নিয়ে যাওয়া হচ্ছিল। বিজেপি প্রার্থী নগেন্দ্রন বিলি করার জন্য আরও কয়েক কোটি টাকা লুকিয়ে রেখেছেন বলেও কমিশনে অভিযোগ করেছেন ডিএমকের নেতা আর এস ভারতী। তিরুনেলভেলির বিজেপি প্রার্থীর বাড়িতে তল্লাশি চালানোর দাবিও জানিয়েছেন তিনি। যদিও নগেন্দ্রনের দাবি, বাজেয়াপ্ত হওয়া টাকার সঙ্গে তাঁর কোনও যোগ নেই।
Related Posts
সূত্রঃ হরিয়ানা বিধানসভা নির্বাচনে কংগ্রেসের হয়ে লড়বেন ভিনেশ ফোগাট এবং বজরং পুনিয়া!
হরিয়ানা বিধানসভা নির্বাচনে কংগ্রেসের টিকিটে লড়ছেন ভিনেশ ফোগাট এবং বজরং পুনিয়া। বুধবার দুই কুস্তিগীর রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করতেই, নির্বাচনে তাঁদের লড়াইয়ের ইঙ্গিত মেলে। এবার কার্যত সেই খবরে শিলমোহর পড়ল। হরিয়ানার জুলনা এবং বদলি আসন থেকে লড়তে পারেন ভিনেশ এবং বজরং। ভিনেশ লড়তে পারেন জুলনায় এবং পুনিয়ার আসন হতে পারে বদলি। সূত্রের তরফে প্রাথমিকভাবে এমন খবর মেলে। […]
‘ইন্দো-চিন সীমান্ত মিটেছে ৭৫ শতাংশ সমস্যা’, দাবি ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের
ইন্দো-চিন প্রকৃত নিয়ন্ত্রণরেখা থেকে সেনা সরিয়ে নেওয়া (ডিসএনগেজমেন্ট) সংক্রান্ত সমস্যার ৭৫ শতাংশ সমাধান হয়ে গিয়েছে, এমন কথাই জানালেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সুইৎজারল্যান্ডের জেনেভায় একটি দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দিতে গিয়েছেন জয়শঙ্কর। সেখানেই একটি সেশনে চিন সম্পর্কে মুখ খুললেন ভারতের বিদেশমন্ত্রী। জানালেন, ২০২০ সালের গলওয়ান সংঘর্ষের পর থেকে পুরো ইন্দো-চিন সম্পর্ক গভীর ভাবে প্রভাবিত হয়েছে। এর […]
চন্দ্রবাবু নাইডু এবং নীতীশ কুমার দুজনেই লোকসভা স্পিকার পদের দাবিদার!
চন্দ্রবাবু নাইডুর টিডিপি এবং নীতীশ কুমারের জেডিইউ- উভয়েই লোকসভা স্পিকার পদের দাবিদার! তাঁরা দুজনেই নাকি এনডিএ-র কাছে এই আর্জিই জানিয়েছেন! লোকসভা ভোটের ফল বেরোতে না বেরোতেই বোঝা গিয়েছিল, একক সংখ্যাগরিষ্ঠতা না-পাওয়া বিজেপি তথা এনডিএ এখন শরিকদের নানা দাবি-দাওয়ার মুখে পড়তে চলেছে। সেকথাই ক্রমে সত্য প্রমাণিত হতে চলেছে। গতকালই বোঝা গিয়েছিল, নীতীশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর […]