শ্রীনগরের ঝিলম নদীতে নৌকাডুবি, মৃত ৪

শ্রীনগরে ঝিলম নদীতে নৌকাডুবির ঘটনায় এখনও পর্যন্ত চার জনের মৃত্যু হয়েছে। আহত ৩ জন। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে ঝিলমের জলে এখনও নিখোঁজ আরও অনেকে। মঙ্গলবার সকালে শ্রীনগরের ঝিলম নদীতে বেশ কয়েক জন যাত্রী নিয়ে একটি নৌকা সওয়ার হয়েছিল। তবে মাঝনদীতে গিয়ে উল্টে যায় যাত্রীবোঝাই নৌকাটি। ওই নৌকাতে ছিল ১০ থেকে ১২ জন স্কুল ছাত্র। সকলেই জলে তলিয়ে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিশ এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। চলছে উদ্ধারকাজ। শ্রীনগরের এসএমএইচএস হাসপাতালের সুপার জানান, সকাল থেকে সাত জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। যাঁদের মধ্যে চার জনের মৃত্যু হয়েছে। অন্য তিন জন চিকিৎসাধীন। তবে তাঁদের শারীরিক অবস্থাও ভাল নয়।

error: Content is protected !!