মর্মান্তিক দুর্ঘটনা ঘটল ঝাড়খণ্ডে। মহাত্মা গান্ধী গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি অ্যাক্টের (এমজিএনআরইজিএ) অধীনে একটি কূপ খনন করার সময় ধসে পড়ল মাটি। তার নিচে চাপা পড়ে মৃত্যু হল ৪ শ্রমিকের। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের লোহারদাগার সেনহা থানার অন্তর্গত ছিতারি আম্বা টলি গ্রামে। সেখানে সেচের জন্য কূপ খনন করা হচ্ছিল। সেই সময় এই দুর্ঘটনা ঘটে। মৃতদের নাম হল- আবু রেহান আনসারি (৩৫), রমজান আনসারি (৩৫), শবনম খাতুন (২১) ও ভগত। তাদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। সূত্রের খবর, ঝাড়খণ্ডের লোহারদাগা জেলায় সেচের জন্য কূপ খনন করা হচ্ছে। এমজিএনআরইজিএ প্রকল্পের অধীনে এই কাজ গ্রামবাসীদের দিয়ে করানো হচ্ছে। সেচের জন্য কূপ তৈরির কাজ বেশ কয়েকদিন ধরেই চলছিল। ইতিমধ্যেই কূপ খনন সম্পন্ন হওয়ার পর সেখানে ইটের গাঁথুনি দেওয়া শুরু হয়েছিল। তবে সেই সময় আচমকা চারপাশের মাটি ধসে পড়ে। তাতে চাপা পড়ে যান ৪ শ্রমিক। খবর পেয়ে দ্রুত সেখানে উদ্ধার কাজ শুরু করে প্রশাসন। স্থানীয়রাও সেই কাজ হাত লাগান। এছাড়াও সেনহা থানার পুলিশের একটি দলও সেখানে পৌঁছয়। উদ্ধারকাজকে কেন্দ্র করে সেখানে প্রচুর মানুষের ভিড় হয়।
Related Posts
জম্মু-কাশ্মীরে বিধানসভা ভোটের আগে এনকাউন্টার, খতম ৫ জঙ্গি
দীর্ঘ ১০ বছর পর জম্মু-কাশ্মীরে শুরু হতে চলেছে বিধানসভা নির্বাচন। কিন্তু তার আগে আরও একবার অশান্ত ভূ-স্বর্গ। শুক্র ও শনিবার গুলির শব্দে বারেবারেই কেঁপে উঠেছে উপত্যকা। শনিবার এনকাউন্টারে কমপক্ষে ৫ জঙ্গিকে খতম করেছে সেনা। অন্যদিকে, শুক্রবার অপারেশন চলাকালীন অবস্থায় শহিদ হন ২ জওয়ান। আহত হয়েছেন আরও ২ জন। সেনা সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, শনিবার বারমুল্লা […]
‘ইন্দো-চিন সীমান্ত মিটেছে ৭৫ শতাংশ সমস্যা’, দাবি ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের
ইন্দো-চিন প্রকৃত নিয়ন্ত্রণরেখা থেকে সেনা সরিয়ে নেওয়া (ডিসএনগেজমেন্ট) সংক্রান্ত সমস্যার ৭৫ শতাংশ সমাধান হয়ে গিয়েছে, এমন কথাই জানালেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সুইৎজারল্যান্ডের জেনেভায় একটি দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দিতে গিয়েছেন জয়শঙ্কর। সেখানেই একটি সেশনে চিন সম্পর্কে মুখ খুললেন ভারতের বিদেশমন্ত্রী। জানালেন, ২০২০ সালের গলওয়ান সংঘর্ষের পর থেকে পুরো ইন্দো-চিন সম্পর্ক গভীর ভাবে প্রভাবিত হয়েছে। এর […]
ইউপিএসসি চেয়ারপর্সন হচ্ছে আইএএস প্রীতি সুদান
আইএএস ট্রেনি পূজা খেদকরকে নিয়ে বিতর্কের মাঝে ইউপিএসসি প্রধানের পদ থেকে পদত্যাগ করেছিলেন মনোজ সোনি। এবার তাঁর জায়গায় ইউপিএসসি চেয়ারপর্সন করা হচ্ছে ১৯৮৩ ব্যাচের আইএএস অফিসার প্রীতি সুদানকে। ১ অগস্ট থেকে তিনি ইউপিএসসি চেয়ারপার্সন পদে যোগ দেবেন। তিনি ২০২৫ সালের ২৯ এপ্রিল পর্যন্ত এই পদে বহল থাকবেন। এর আগে তিনি কেন্দ্রীয় স্বাস্থ্য সচিবের পদে দায়িত্ব […]