গোয়ায় যৌন নির্যাতনের শিকার ৫ বছরের শিশুকন্যা। এরপর শ্বাসরোধ করে খুন। দীর্ঘদিন নিখোঁজ থাকার পর এক নির্মীয়মান বহুতলের পিছন থেকে উদ্ধার হয় তার দেহ। পরিবারের অভিযোগের ভিত্তিতে ২০জন শ্রমিককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। শুক্রবার দক্ষিণ গোয়ার ভাসকো এলাকার নির্মীয়মান বহুতলের পিছন থেকে শিশুকন্যার দেহ উদ্ধার করে তার পরিবার। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার পর, চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। শিশুটির মায়ের অভিযোগ, গত কয়েকদিন ধরেই সে নিখোঁজ ছিল। মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে। শারীরিক পরীক্ষার পর হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, শিশুটি যৌন নির্যাতনের শিকার হয়েছিল। পরিবারের অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে তারা। নির্মীয়মান বহুতলে কর্মরত ২০ শ্রমিককে ইতিমধ্যেই আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওই এলাকার স্থানীয়দেরও থানায় ডেকে জেরা করছে পুলিশ। তবে এ ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।
Related Posts
দিল্লির আবগারী দুর্নীতি নিয়ে চূড়ান্ত চার্জশিট পেশ সিবিআইয়ের, অভিযুক্তের তালিকায় কেজরি-মণীশ সহ একাধিক নেতা-নেত্রীর নাম
দিল্লির আবগারী নীতি কেলেঙ্কারি নিয়ে সিবিআই সোমবার চূড়ান্ত চার্জশিট পেশ করল ৷ সেই চার্জশিটে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সহ একাধিক ব্যক্তির নাম রয়েছে ৷ এর আগে সিবিআই এই মামলায় একটি মূল চার্জশিট পেশ করেছিল ৷ পরে আরও চারটি সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করা হয় কেন্দ্রীয় তদন্তকারী ব্যুরোর তরফে ৷ সেখানে দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া, তেলেঙ্গানার […]
মেঘালয়ে বিরোধী দলনেতার মর্যাদা পেলেন তৃণমূলের মুকুল সাংমা
মেঘালয় বিধানসভায় বিরোধী দলনেতার মর্যাদা পেলেন তৃণমূলের মুকুল সাংমা। বৃহস্পতিবার মেঘালয় বিধানসভার সচিবালয় থেকে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। একমাত্র কংগ্রেস বিধায়ক রনি ভি লিংডোর সমর্থন নিয়ে উত্তর-পূর্বের এই রাজ্যে নতুন যাত্রা শুরু করল বাংলার শাসকদল। খবরটি নিজেই এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে পোস্ট করে মুকুল সাংমাকে অভিনন্দন জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। […]
শাশুড়ির হাতের রান্না করা খাবারে আপত্তি, রাগে স্বামীকে কাঁচি দিয়ে হামলা স্ত্রীর
শাশুড়ির হাতের রান্না করা খাবার খেতে চাননি যুবক। তাই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বচসা ভয়ঙ্কর রূপ নিল। স্বামীকে কাঁচি দিয়ে বারবার আঘাত করল স্ত্রী। যার ফলে গুরুতর আহত হয়েছেন ওই যুবক। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর হোসাকেরহল্লিতে। ওই যুবকের চোয়াল, পিঠ এবং হাতে কাঁচি দিয়ে আঘাত করা হয়েছে বলে অভিযোগ। ঘটনায় স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন ওই যুবক। পালটা […]