গোয়ায় যৌন নির্যাতনের পর ৫ বছরের শিশুকন্যাকে খুন, আটক ২০ শ্রমিক

গোয়ায় যৌন নির্যাতনের শিকার ৫ বছরের শিশুকন্যা। এরপর শ্বাসরোধ করে খুন। দীর্ঘদিন নিখোঁজ থাকার পর এক নির্মীয়মান বহুতলের পিছন থেকে উদ্ধার হয় তার দেহ। পরিবারের অভিযোগের ভিত্তিতে ২০জন শ্রমিককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। শুক্রবার দক্ষিণ গোয়ার ভাসকো এলাকার নির্মীয়মান বহুতলের পিছন থেকে শিশুকন্যার দেহ উদ্ধার করে তার পরিবার। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার পর, চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। শিশুটির মায়ের অভিযোগ, গত কয়েকদিন ধরেই সে নিখোঁজ ছিল। মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে। শারীরিক পরীক্ষার পর হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, শিশুটি যৌন নির্যাতনের শিকার হয়েছিল। পরিবারের অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে তারা। নির্মীয়মান বহুতলে কর্মরত ২০ শ্রমিককে ইতিমধ্যেই আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওই এলাকার স্থানীয়দেরও থানায় ডেকে জেরা করছে পুলিশ। তবে এ ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।

error: Content is protected !!