পঞ্জাবে ৫৫ বছরের প্রৌঢ়াকে চরম শারীরিক নির্যাতন, অকথ্য ভাষায় গালিগালাজ। বেধড়ক মারধরের পর নগ্ন করে গ্রামের রাস্তায় প্যারেড করানো হল। ভয়াবহ ঘটনাটি প্রকাশ্যে আসতেই গ্রেফতার ৩ জন। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে পঞ্জাবের তারণ তারণ এলাকায়। গত মাসে ওই প্রৌঢ়ার ছেলে পাশের গ্রামের তাঁর প্রেমিকাকে পরিবারের অমতে বিয়ে করেছিলেন। এই ঘটনা ঘিরে তরুণীর পরিবার অশান্তি শুরু করে। আচমকা তরুণীর শ্বশুরবাড়িতে গিয়ে প্রৌঢ়ার উপর চড়াও হয় কয়েকজন। শারীরিক নির্যাতনের পর প্রৌঢ়াকে নগ্ন করে গ্রামের রাস্তায় ঘোরানো হয়। সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে দেয় তারা। সমাজমাধ্যমে ঘটনাটি ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসে পুলিশ। পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে। অভিযুক্তদের মধ্যে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। সকলের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। সমাজমাধ্যম থেকে প্যারেডের সেই ভিডিওটি সরানো হয়েছে। ঘটনার তদন্ত জারি রয়েছে।
Related Posts
পথ দুর্ঘটনায় নিহত দিল্লি পুলিশের সাব ইন্সপেক্টর
পথ দুর্ঘটনায় নিহত দিল্লি পুলিশের সাব ইন্সপেক্টর। পুলিশ সূত্রে খবর, তাঁর স্কুটারটি একটি ডিভাইডারের সঙ্গে ধাক্কা খেয়ে তিনি প্রাণ হারিয়েছেন। মৃত ব্যক্তির নাম এন কে পবিত্রান, তিনি পূর্ব জেলা ক্রাইম টিমের সাথে যুক্ত ছিলেন। এক ঊর্ধ্বতন পুলিশ আধিকারিক জানিয়েছেন, শনিবার রাত সাড়ে ১০টার দিকে পবিত্রান নিয়ন্ত্রণ হারায়, স্কুটারটি ডিভাইডারে ধাক্কা মারে, এতে তিনি গুরুতর আহত […]
১৮ জুনের UGC-NET পরীক্ষায় অনিয়মের অভিযোগ উঠতেই বাতিল ঘোষণা করল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক
১৮ জুন হওয়া ইউজিসি নেট পরীক্ষাকে বাতিল ঘোষণা করল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক৷ পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে বেশ কিছু অনিয়মের অভিযোগ সামনে আসার পরই তড়িঘড়ি বিজ্ঞপ্তি দিয়ে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করল কেন্দ্রীয় সরকার৷ পাশাপাশি, পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে যে অনিয়মের অভিযোগ উঠেছে, তার তদন্তভার সিবিআই-কে দেওয়া হয়েছে৷ গতকাল, ১৮ জুন দেশজুড়ে ইউজিসি নেট পরীক্ষার আয়োজন করা হয়েছিল৷ […]
দিল্লি হাইকোর্টের বিরুদ্ধে এবার সুপ্রিমকোর্টের দ্বারস্থ অরবিন্দ কেজরিওয়াল
জেল থেকে মুক্তির কয়েক ঘন্টা আগেই আটকে যায় অরবিন্দ কেজরিওয়ালের মুক্তি। ইডি শেষ বেলায় আটকে দেয় কেজরিওয়ালের মুক্তি। দিল্লি হাই কোর্ট জানিয়ে দেয় জামিন পেলেও আরও দুএকদিন জেলে থাকতে হবে কেজরিওয়ালকে। তাই এবার দিল্লি হাই কোর্টের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট গেলেন তিনি। জামিন মেলার পর কেন তিনি জেল থেকে মুক্তি পাবেন না তা জানতে চেয়েছেন কেজরির […]