সিডনির শপিং মলে হামলা। পুলিশ জানিয়েছে ছুরি নিয়ে হামলা চালিয়েছে এক যুবক। শনিবার স্থানীয় সময় বিকেল ৪টে নাগাদ ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার সিডনির ওয়েস্টফিল্ড বন্ডি জংশনে। জানা গেছে শপিং মলে তখন বেশ ভিড় ছিল। আচমকাই এক যুবক ছুরি নিয়ে ঢুকে পড়েন। যাঁকে সামনে পেয়েছেন, তাঁকে ছুরি দিয়ে কুপিয়েছেন। এই হামলায় অন্তত ৬ জন মারা গেছেন। আহতের সংখ্যা একাধিক। তাঁদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে। শপিং মলে হামলার খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিশ। হামলাকারীকে ধরতে পুরো শপিং মল ঘিরে ফেলা হয়। মলের ভিতরে থাকা লোকজনকে দ্রুত বার করে দেওয়ার ব্যবস্থা করে পুলিশ। এরপর হামলাকারীকে বাগে আনতে গুলি চালাতে হয় পুলিশকে। সেই গুলিতেই মৃত্যু হয় হামলাকারীর। হামলাকারীর পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। এদিকে, আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ আপাতত ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে সাধারণ মানুষকে। শপিং মল বন্ধ করে তল্লাশি চালানো হচ্ছে। এই হামলায় আর কেউ জড়িত কি না তা–ও খতিয়ে দেখছে পুলিশ।
Related Posts
ফের আন্তর্জাতিক স্তরে মুখ পুড়ল ভারতের! ‘মণিপুর ও জম্মু-কাশ্মীরে ভ্রমণ করবেন না’, নাগরিকদের সতর্ক বার্তা আমেরিকার
আন্তর্জাতিক স্তরে মুখ পুড়ল ভারতের। মণিপুর, জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি নিয়ে কংগ্রেস ও তৃণমূল সহ বিরোধী দলগুলির তোলা অভিযোগকেই কার্যত মান্যতা দিল আমেরিকা! মণিপুরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। জম্মু ও কাশ্মীরেও পরিস্থিতি স্বাভাবিক। এই দাবি বারবার করে এসেছে কেন্দ্র। কিন্তু কেন্দ্রের সেই দাবিতে সন্তুষ্ট নয় আমেরিকা। তাই নিজের দেশের নাগরিকদের জন্য বিশেষ নির্দেশিকা জারি করল হোয়াইট […]
ফের বন্যায় বিপর্যস্ত আফগানিস্তান, মৃত ৭০, নিখোঁজ বহু
ফের বন্যায় বিপর্যস্ত আফগানিস্তান। বন্যায় কমপক্ষে ৭০ জন প্রাণ হারিয়েছেন। বহু মানুষ এখনও নিখোঁজ। ঘোরের প্রদেশিক শাসনকর্তার মুখপাত্র আব্দুল ওয়াহিদ হামাস জানিয়েছেন, সেখানেই কমপক্ষে ৫০ জন প্রাণ হারিয়েছেন। অন্যদিকে ফরিয়াবে মৃতের সংখ্যা কমপক্ষে ১৮। আফগান সরকার ইতিমধ্যে জানিয়েছে, হিরাট, ফারা, ফরিয়াব এবং ঘোর সহ ১৬ টি প্রদেশে আজও অতি ভারী বৃষ্টি চলবে। উল্লেখ্য, গত সপ্তাহেই […]
বিশ্বে প্রথম দেশ হিসেবে মানবদেহে প্রথম Bird Flu টিকা দিতে চলেছে ফিনল্যান্ড
বিশ্বে প্রথম দেশ হিসেবে মানুষের দেহে বার্ড ফ্লুর টিকা দিতে চলেছে ফিনল্যান্ড। পশুদের সংস্পর্শে আসা কিছু কর্মীকে আগামী সপ্তাহে এই টিকা দেওয়া হবে। নর্ডিক দেশটি ১০ হাজার নাগরিকের জন্য টিকা কিনেছে। প্রতিটিতে দুইটি ইনজেকশন রয়েছে। ইউরোপীয় ইউনিয়নের যৌথ ক্রয়ের অংশ হিসেবে ১৫টি দেশের জন্য ৪ কোটি ডোজ টিকা তৈরি করেছে সিএসএল সিকিরাস। এক বিবৃতিতে অস্ট্রেলিয়ান […]