আজ বৃহস্পতিবার দুপুরে থানের এই কেমিক্যাল কারখানায় একটি বয়লার ফেটে যায়। জানা যাচ্ছে এই ঘটনায় মৃত্যু হয়েছে ৬ জনের। আহত ৫৬। সূত্রের খবর সেখান থেকেই হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ১৫টি দমকলের ইঞ্জিন। যদিও শেষ পাও খবর অনুযায়ী, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। দমকলের তরফে খবর, এই আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগবে। হঠাৎ এভাবে আগুন লাগার ফলে কারখানা সংলগ্ন কিছু বাড়ির জানলার কাঁচ ভেঙে গিয়েছে। কাছে একটি গাড়ির শোরুম রয়েছে। বিস্ফোরণের কারণে সেটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তায় বেশ কয়েকটি গাড়িও বিস্ফোরণের তীব্রতায় ভেঙে গিয়েছে। এই ঘটনায় ভেষজ কয়েকজন কর্মীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। যেহেতু দিনের বেলা ঘটনা ঘটেছে তাই সেই সময়ে কারখানায় কাজ করছিলেন শ্রমিকরা। প্রায় ২০ জনকে উদ্ধার করতে পারা গিয়েছে। রীতিমত যুদ্ধকালীন তৎপরতায় বাকিদের উদ্ধার করতে কাজ চলছে । উদ্ধার হওয়া ২০ জনের মধ্যে ৪ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৭ জন গুরুতর আহত হয়েছেন বলে খবর।
Related Posts
অগ্নিবীরদের জন্য বড় পদক্ষেপের পথে মোদি সরকার!
অগ্নিবীরদের জন্য একাধিক বড় পদক্ষেপ করার পথে কেন্দ্র। একই সঙ্গে বাড়তে পারে বেতন এবং স্থায়ীকরণের হার। সেনা সূত্রের খবর, অগ্নিবীরদের স্থায়ীকরণের হার বাড়ানোর প্রস্তাব ইতিমধ্যেই পাঠানো হয়েছে কেন্দ্রের কাছে। মন্ত্রক সূত্রের খবর, কেন্দ্র অগ্নিবীরদের স্থায়ীকরণ বাড়ানোর ব্যাপারে গুরুত্ব দিয়ে ভাবছে। আপাতত অগ্নিবীরদের এক চতুর্থাংশকে স্থায়ী কমিশন দেয় সেনা। সেটা আগামী দিনে ৫০ শতাংশ করার কথা ভাবা […]
উত্তরপ্রদেশে চাষ জমি থেকে উদ্ধার মহিলার নগ্ন মৃতদেহ
চাষ জমি থেকে উদ্ধার হল এক মহিলার নগ্ন দেহ। মঙ্গলবার সকালে উত্তরপ্রদেশের জালাউন জেলার কালপি কোতোয়ালি এলাকার উসারগাঁও গ্রামের কাছে একটি ক্ষেতের মধ্যে মেলে মহিলার সম্পূর্ণ নগ্ন দেহ। সকালে মাঠে এসে সেই দেহ প্রথম দেখতে পান এক ব্যক্তি। আতঙ্কে তিনি খবর দেন গ্রামপ্রধানকে। এরপর পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে […]
কেরলের ধসে মৃতের সংখ্যা বেড়ে ৯৮
ধস নেমে বিপর্যস্ত কেরলের ওয়ানাড। বৃষ্টিপাতের কারণে রাত ২টো থেকে ৪টে অবধি ধস নামে৷ প্রাথমিকভাবে মু্ন্ডকাই ও চুরালমালা অঞ্চল ধসের কারণে ব্যপক ক্ষতিগ্রস্ত হয়েছে৷ মৃতের সংখ্যা বেড়ে হল ৯৮৷ প্রাকৃতিক এই বিপর্যয়ে আহতের সংখ্যা শতাধিক৷ এখনও বহু মানুষ কাদা মাটির নীচে চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে৷ ওয়ানাডের মেপাড্ডিতে এ দিন ভোর রাতে এই […]