দেশজুড়ে চলছে ষষ্ঠ দফার ভোটগ্রহণ

দেশজুড়ে শুরু হল ষষ্ঠ দফার ভোটগ্রহণ। শনিবার সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে; যা চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ভোটগ্রহণ শুরু হল সাতটি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট ৫৮টি কেন্দ্রে। এই দফার নির্বাচনে মোট প্রার্থীর সংখ্যা ৮৮৯ জন। প্রত্যেক দফার মতো এই দফাতেও নজর থাকবে হেভিওয়েট প্রার্থীদের উপর। ষষ্ঠ দফার নির্বাচনে নজরকাড়া প্রার্থীদের মধ্যে রয়েছেন বাংলার একঝাঁক তারকা। আজ ষষ্ঠ দফায় বাংলায় ভোট হচ্ছে তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ও বিষ্ণুপুরে। সারা দেশের মধ্যে বিহারের ৮টি আসন, হরিয়ানার ১০টি, ঝাড়খণ্ডের ৪টি, ওড়িশার ৬টি, উত্তরপ্রদেশের ১৪টি, দিল্লির ৭টি ও কাশ্মীরের ১টি আসনে ভোটগ্রহণ হচ্ছে। এর মধ্যে কাশ্মীরের অনন্তনাগ আসনটিতে আগেই ভোট হওয়ার কথা ছিল। কিন্তু খারাপ আবহাওয়া এবং যোগাযোগ ব্যবস্থার সমস্যার জন্য ভোট পিছিয়ে ষষ্ঠ দফায় আনা হয়েছে।ষষ্ঠ দফায় গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে রয়েছেন উত্তর-পূর্ব দিল্লিতে কংগ্রেসের কানহাইয়া কুমার। তার প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী সাবেক ক্রিকেটার মনোজ তিওয়ারি। উত্তরপ্রদেশের সুলতানপুরে বিজেপির প্রার্থী মেনকা গান্ধী। আর হরিয়ানায় লড়ছেন প্রাক্তন বিজেপি মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর, গুরুগ্রামে কংগ্রেসের রাজ বব্বর। জন্মু কশ্মিরের সাবেক মূখ্যমন্ত্রী মেহবুবা মুফতিরও ভাগ্য পরীক্ষা হচ্ছে ষষ্ঠ দফার ভোটে।  ষষ্ঠ দফায় নারী ভোটার এবং তরুণদের বেশি সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

ষষ্ঠ দফায় পশ্চিমবঙ্গ: হেভিওয়েট কারা?

  • ষষ্ঠ দফার নির্বাচনে হাইভোল্টেজ দুই মেদিনীপুর জেলার কেন্দ্রগুলি। একদিকে, তমলুক কেন্দ্রে এবার বিজেপির হয়ে লড়ছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তৃণমূলের হয়ে লড়ছেন তরুণ নেতা দেবাংশু ভট্টাচার্য, সিপিএমের হয়ে আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়।
  • কাঁথি কেন্দ্রে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী বিজেপির প্রার্থী, তৃণমূলের প্রার্থী উত্তম বারিক।
  • অন্যতম আকর্ষণীয় কেন্দ্র ঘাটাল। যেখানে তৃণমূলের তারকা প্রার্থী দীপক অভিকারী (দেব) এবং বিজেপির তারকা প্রার্থী হিরণ্ময় চট্টোপাধ্যায় (হিরণ)-এর ভোট ময়দানে হাড্ডাহাড্ডি লড়াই।
  • অন্যদিকে, মেদিনীপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের টিকিটে জুন মালিয়া, বিজেপির হয়ে অগ্নিমিত্রা পাল।
  • বিষ্ণুপুর কেন্দ্রে মুখোমুখি প্রাক্তন স্বামী-স্ত্রী সুজাতা মণ্ডল এবং সৌমিত্র খাঁ।
  • বাঁকুড়া কেন্দ্রে বিজেপির সুভাষ সরকার ও তৃণমূলের প্রার্থী অরূপ চক্রবর্তী।
  • ঝাড়গ্রাম কেন্দ্রে তৃণমূল প্রার্থী কালীপদ সোরেন ও বিজেপির প্রণত টুডু।

কুরুক্ষেত্র: নবীন জিন্দাল (বিজেপি), সুশীল গুপ্ত (এএপি) এবং অভয় সিং চৌতালা (আইএনএলডি)।
রোহতক: অরবিন্দ শর্মা (বিজেপি), দীপেন্দ্র সিং হুড্ডা (কংগ্রেস)।
নয়াদিল্লি: প্রয়াত সুষমা স্বরাজের মেয়ে বাঁশুরি স্বরাজ (বিজেপি), সোমনাথ ভারতী (এএপি)।
উত্তর-পূর্ব দিল্লি: মনোজ তিওয়ারি (বিজেপি), কানহাইয়া কিমার (কংগ্রেস)।
সুলতানপুর: মেনকা গান্ধী (কংগ্রেস), রাম ভুয়াল নিষাদ (সমাজবাদী পার্টি), উদয় রাজ ভার্মা (বিএসপি)।
কর্ণাল: প্রাক্তন মুখ্যমন্ত্রী মোনহর লাল খট্টর (বিজেপি), দিব্যাংশু বুধিরাজা (কংগ্রেস)।
পুরী: সম্বিত পাত্র (বিজেপি), জয়নারায়ণ পট্টনায়েক (কংগ্রেস) এবং অরূপ পট্টনায়ক (বিজেডি)।

error: Content is protected !!