অবশেষে বৃষ্টি নামল কলকাতা-সহ গোটা রাজ্যেই। সঙ্গে ঝোড়া হাওয়া-ও। কালবৈশাখীর দাপটে প্রাণ গেল ৭ জনের। এদিকে কালবৈশাখীতে যেমন গরম থেকে স্বস্তি মিললও একাধিক প্রাণহানির ঘটনা ঘটল। উত্তর ২৪ পরগনার ব্য়ারাকপুরে মৃত্যু হল ২ জনের। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় বিদ্যুতে খুঁটি উপড়ে মৃত ১। হাওড়ার উলুবেড়িয়া, বাগনান, এমনকী পুরুলিয়ার মৃত্যুর খবর মিলেছে। উলুবেড়িয়া ও বাগনানে প্রাণ হারিয়েছে মোট ২ জন। পুরুলিয়াতে বজ্রঘাতে প্রাণ গিয়েছে আরও ২ জনের। ব্য়াহত ট্রেন পরিষেবাও। ঝড়ে ডানকুনিতে ছিঁড়ে পড়ে ওভারহেড তার। শিয়ালদহ দক্ষিণ শাখায় জয়নগর স্টেশনে টিনের শেডও উড়ে চলে গিয়েছে। ফলে দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের।
Related Posts
চোপড়ার ঘটনায় বিধায়ক হামিদুল রহমানকে শো-কজ তৃণমূলের
চোপড়া কাণ্ডে বিতর্কিত মন্তব্যের জেরে শো-কজ করা হল তৃণমূল বিধায়ক হামিদুল রহমানকে ৷ রাজ্য নেতৃত্বের নির্দেশে চোপডার বিধায়ককে শো-কজ করল উত্তর দিনাজপুর জেলা তৃণমূল নেতৃত্ব। মঙ্গলবার জেলা সভাপতি কানহাইয়ালাল আগরওয়াল তাঁকে শোকজের চিঠি পাঠিয়েছেন। আগামী সাতদিনের মধ্যে তাকে জবাব দিতে হবে। হামিদুর জবাব দিলে তা রাজ্য নেতৃত্বকে পাঠানো হবে। এই ঘটনা নিয়ে চোপড়ার বিধায়কের সঙ্গে […]
রাজ্যে ফের ইডি হানা, উত্তর ২৪ পরগনার নিউ-ব্যারাকপুরে টানা তল্লাশি
উত্তর ২৪ পরগনার নিউ ব্যারাকপুরে অর্থলগ্নি সংস্থার এক প্রাক্তন কর্মীর বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট হানা দিল। বুধবার সকাল সাড়ে ৭টা নাগাদ ED-র ৫ সদস্যের একটি দল নিউ ব্যারাকপুরের ১৭৫ মেইন রোডে ওয়েস্ট সারদা অ্যাপার্টমেন্টের বি-ব্লকে ওই কর্মীর বাড়িতে হানা দেয় বলে খবর মিলেছে। জানা গিয়েছে, ওই ব্যক্তি স্ত্রী পুত্র পরিবার নিয়ে নিউ ব্যারাকপুরের ওই অ্যাপার্টমেন্টে থাকেন। […]
ফরাক্কা ব্যারেজের উপর লরিতে আগুন, বন্ধ যান চলাচল
ফরাক্কা ব্যারেজের উপর পণ্যবোঝাই চলন্ত লরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ৷ ঘটনার অভিঘাতে ব্যাহত হল ট্রেন পরিষেবা ৷ ট্রেন চলাচলের জন্য ফরাক্কা ব্যারেজের উপর থাকা ইলেকট্রিক তার আগুনের জেরে ক্ষতিগ্রস্ত হয়। যার ফলে বিঘ্নিত হয় উত্তর-দক্ষিণের ট্রেন পরিষেবা। যদিও ডাউন লাইনে আপাতত রেল চলাচল স্বাভাবিক বলেই খবর ৷ কয়েকঘণ্টা পর স্বাভাবিক হয়েছে যান চলাচলও ৷ ঘটনাটি ঘটেছে […]