কলকাতা সহ দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, মৃত ৭

অবশেষে বৃষ্টি নামল কলকাতা-সহ গোটা রাজ্যেই। সঙ্গে ঝোড়া হাওয়া-ও। কালবৈশাখীর দাপটে প্রাণ গেল ৭ জনের।  এদিকে কালবৈশাখীতে যেমন গরম থেকে স্বস্তি মিললও একাধিক প্রাণহানির ঘটনা ঘটল। উত্তর ২৪ পরগনার ব্য়ারাকপুরে মৃত্যু হল ২ জনের। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় বিদ্যুতে খুঁটি উপড়ে মৃত ১। হাওড়ার উলুবেড়িয়া, বাগনান, এমনকী পুরুলিয়ার মৃত্যুর খবর মিলেছে। উলুবেড়িয়া ও বাগনানে প্রাণ হারিয়েছে মোট ২ জন। পুরুলিয়াতে বজ্রঘাতে প্রাণ গিয়েছে আরও ২ জনের। ব্য়াহত ট্রেন পরিষেবাও। ঝড়ে ডানকুনিতে ছিঁড়ে পড়ে ওভারহেড তার। শিয়ালদহ দক্ষিণ শাখায় জয়নগর স্টেশনে টিনের শেডও উড়ে চলে গিয়েছে। ফলে দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের।

error: Content is protected !!