ফের বন্যায় বিপর্যস্ত আফগানিস্তান, মৃত ৭০, নিখোঁজ বহু

ফের বন্যায় বিপর্যস্ত আফগানিস্তান। বন্যায় কমপক্ষে ৭০ জন প্রাণ হারিয়েছেন। বহু মানুষ এখনও নিখোঁজ। ঘোরের প্রদেশিক শাসনকর্তার মুখপাত্র আব্দুল ওয়াহিদ হামাস জানিয়েছেন, সেখানেই কমপক্ষে ৫০ জন প্রাণ হারিয়েছেন। অন্যদিকে ফরিয়াবে মৃতের সংখ্যা কমপক্ষে ১৮। আফগান সরকার ইতিমধ্যে জানিয়েছে, হিরাট, ফারা, ফরিয়াব এবং ঘোর সহ ১৬ টি প্রদেশে আজও অতি ভারী বৃষ্টি চলবে। উল্লেখ্য, গত সপ্তাহেই আফগানিস্তানে বন্যায় ৩১৫ জন প্রাণ হারান।

error: Content is protected !!