গাড়ির সঙ্গে ট্রাকের ধাক্কা ৷ নিমিষে প্রাণ গেল ৮ জনের ৷ মৃতের মধ্যে রয়েছেন ৫ মহিলা ও ৩ শিশু ৷ ছত্তিশগড়ের বেমেতারা জেলার কাথিয়া গ্রামের একটি পেট্রল পাম্পের কাছে গতকাল রাতে পথ দুর্ঘটনাটি ঘটেছে। গাড়িতে থাকা আরও ২৩ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের বেমেতারা জেলা হাসপাতাল, সিমগা কমিউনিটি হেলথ সেন্টারে ভর্তি করা হয় ৷ পরে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় আহতদের রাজধানী রায়পুরে এইমস-এ স্থানান্তরিত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, রবিবার রাতে মৃত ও আহতরা নামকরণের অনুষ্ঠানে বেমেতারা জেলার তিরাইয়া গ্রামে গিয়েছিলেন। সবাই পারিবারিক অনুষ্ঠানে যোগ দেওয়ার পর নিজেদের বাড়ি ফিরছিলেন। সেইসময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে তাঁদের গাড়িটি ধাক্কা মারে ৷ দুর্ঘটনাস্থলেই ৫ মহিলা ও ৩ শিশুর মৃত্যু হয় ৷ আশঙ্কাজনক অবস্থায় ২৩ জন স্থানীয় দুই হাসপাতালে ভর্তি করা হয়। পরে গুরুতর আহত চার জনকে রায়পুরের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে স্থানান্তরিত করা হয়।পথ দুর্ঘটনায় নিহতদের পরিচয় পাওয়া গিয়েছে। এর মধ্যে রয়েছে, ভূরি নিষাদ (৫০), নীরা সাহু (৫৫), গীতা সাহু (৬০), অগ্নিয়া সাহু (৬০), খুশবু সাহু (৩৯), মধু সাহু (৫), রিকেশ নিষাদ (৬) এবং টুইঙ্কেল নিষাদ (৬) ৷ পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলেই পাথররা গ্রামের বাসিন্দা। বেমেতারার কালেক্টর রণবীর শর্মা জানান, দুর্ঘটনার খবর পেয়ে বেমেতারার বিধায়ক দীপেশ সাহু, তিনি এবং এসপি রামকৃষ্ণ সাহু জেলা হাসপাতালে পৌঁছে আহতদের সঙ্গে দেখা করেছেন। নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সমবেদনা জানিয়েছেন।
Related Posts
অরুণাচল প্রদেশে ভয়াবহ ধস
অরুণাচল প্রদেশে ভয়াবহ ধস। অরুণাচলের দিবাং ভ্যালিতে ধসের জেরে আতঙ্ক ছড়ায়। তার জেরে চিন সীমান্তের সঙ্গে যোগাযোগকারী জাতীয় সড়কও ভেসে যায়। অরুণাচল প্রদেশে ধসের জেরে সাবধানতা জারি করে প্রশাসন। আগামী ৩ দিনের মধ্যে ওই জাতীয় সড়ক সারিয়ে তোলা হবে বলে জানানো হয়। অরুণাচল প্রদেশে ধস নামার জেরে যে ভিডিয়ো প্রকাশ্যে আসে, তা সোশ্যাল মিডিয়ায় হু […]
মহারাষ্ট্রে ৪ মাস ধরে স্কুলের মধ্যে যৌন নির্যাতনের শিকার অষ্টম শ্রেণির ৬ ছাত্রী, গ্রেফতার শিক্ষক
মহারাষ্ট্রে ফের স্কুলের মধ্যে যৌন নির্যাতনের শিকার একাধিক ছাত্রী। থানের পর এবার আকোলা জেলায় এক সরকারি স্কুলের মধ্যে এই ভয়াবহ ঘটনার অভিযোগ তুলেছে অষ্টম শ্রেণির ছয়জন ছাত্রী। এফআইআরের ভিত্তিতে ৪৭ বছর বয়সি শিক্ষককে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ছাত্রীদের অভিযোগ, ওই শিক্ষক স্কুলের মধ্যেই নীল ছবি দেখাত। প্রায়ই অশ্লীল ভিডিও দেখিয়ে যৌন […]
হায়দরাবাদে কোল্ড ড্রিঙ্কে মাদক মিশিয়ে খাইয়ে তরুণীকে ধর্ষণ, গ্রেফতার ২
হায়দরাবাদে তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার এক নির্মাণ ব্যবসায়ী ও তাঁর সহকারী। ঘটনাটি ঘটেছে রবিবার। ওই তরুণী পুলিশের কাছে অভিযোগে জানিয়েছেন, গত রবিবার মিয়াপুরে যান তিনি। দেখা করেছিলেন নির্মাণ ব্যবসায়ী জনার্দন এবং সঙ্গা রেড্ডির সঙ্গে। ওই তরুণীকে ইয়াদাগিরিগুট্টাতে একটি সাইট দেখাতে নিয়ে যান তাঁরা। রাতে সেখান থেকে ফেরার সময় গাড়ি খারাপ হওয়ার অজুহাতে মাঝপথে দাঁড়িয়ে পড়েন […]