উত্তরাখণ্ডের নৈনিতালে ভয়াবহ দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। নৈনিতালে এক ২০০ মিটার গভীর খাদে যাত্রীবোঝাই গাড়ি পড়ে গিয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। এই ৮ মৃতের মধ্যে রয়েছে ৭ জন নেপালি। এছাড়াও গাড়ির চালকও মারা গিয়েছেন। সব মিলিয়ে এই ৮ জনের মৃত্যুর ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে, বেতালঘাট পুলিশ স্টেশনের এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ বলছে, খবর পেতেই তারা চলে যায় ঘটনাস্থলে। মুহূর্তে এসডিআরএফের দল এসে সেখানে উদ্ধার কাজ শুরু করে। ঘটনা রাতে হওয়ার জেরে অন্ধকারে উদ্ধার কাজ কিছুটা ব্য়হত হয়। পুলিশ বলছে, ঘটনায় ৭ নেপালি ও গাড়ির ড্রাইভারের মৃত্যু হয়েছে। নৈনিতালের বেতালঘাটের উঁচাকোট এলাকায় এই ঘটনা ঘটে যায়। জানা গিয়েছে, মৃত নেপালিরা সকলেই শ্রমিক। তারা কাজ শেষে সন্ধ্যের দিকে গাড়ি বুক করে চম্পাওয়াত জেলার টনকপুরের দিকে যেতে থাকেন। বেতালঘাট থেকে টনকপুর যাওয়ার রাস্তায় তারা রামনগর হয়ে যায়। এই সফরের মাঝেই তাদের গাড়ি পড়ে যায় ২০০ মিটার গভীর নয়ানজুলিতে। সোমবার রাত ১০.৩০ মিনিট নাগাদ এই ঘটনা ঘটেছে। এলাকার বাসকোট গ্রামের বাসিন্দা ছিলেন গাড়ির চালক রাজেন্দ্র কুমার। ৩৮ বছর বয়সী রাজেন্দ্র কুমারই এই দুর্ঘটনায় মৃতদের মধ্যে সবচেয়ে কম বয়সী। এছাড়াও দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে ৫০ বছরের পিশা রামের, ৪০ বছরের অনন্ত রাম চৌধুরীর, ৩৮ বছরের বিনোদ চৌধুরীর, ৫৫ বছরের উদয়রাম চৌধুরীর, ৪৫ বছরের তিলক রাম চৌধুরীর, আর ৬০ বছর বয়সী গোপালের। জানা যাচ্ছে, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়েছিল। ঘটনার খবর পেতেই স্থানীয়রা সকলে সেখানে জমায়েত করতে থাকেন। তাঁরাই ঘটনাস্থলে এই করুণ দৃশ্য দেখে খবর দেন পুলিশকে। পুলিশ খবর পেতেই সেখানে যায়। এরপর খবর যায় এসডিআরএফের কাছে, তারা ওই ৭ জন নেপালি সহ ৮ জমের মৃতদেহ উদ্ধার করেছে। পুলিশ জানিয়েছে, গভীর রাতে সেই ২০০ মিটার গভীরে পড়ে থাকা ৮ টি দেহ উদ্ধার করে এসডিআরএফ। ঘটনায় বেশ কয়েকজন আহতও রয়েছেন। তাঁদের সঙ্গে সঙ্গে সেখান থেকে উদ্ধার করে বেতালঘাটের স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে চিকিৎসার জন্য।
Related Posts
ওড়িশায় ২৪ বছরের পট্টনায়ক শাসনের অবসান
লোকসভা নির্বাচনের পাশাপাশি ওড়িশা ও অন্ধ্রপ্রদেশে বিধানসভা নির্বাচনের গণনা চলছে। 24 বছর ধরে ওড়িশায় ক্ষমতায় থাকা নবীন পট্টনায়েক ক্ষমতা হারিয়েছেন। বিজেপি 147টি আসনের মধ্যে 78টি আসন পেয়েছে এবং বিজেডি 51টি আসন পেয়েছে। একই সঙ্গে অন্ধ্রপ্রদেশে ক্ষমতায় ফিরে এসেছে এনডিএ (বিজেপি, টিডিপি ও জনসেনা পার্টি)। টিডিপি 175টি আসনের মধ্যে 134টি আসন জিতেছে। বর্তমান মুখ্যমন্ত্রী জগন মোহন […]
কাকভোরে দিল্লিতে ৫ জন ঘুমন্ত ফুটপাতবাসীকে পিষে দিল বেপরোয়া ট্রাক
ফুটপাতের একপাশে ঘুমিয়েছিলেন কয়েকজন। কাকভোরে বুঝতেই পারেননি পরক্ষণেই ঘনিয়ে আসছে বিপদ। বেপরোয়া ট্রাক পিষে দিল পরপর পাঁচজন ঘুমন্ত ফুটপাতবাসীকে। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন তিনজন। গুরুতর আহত বাকি দুইজন ভর্তি হাসপাতালে। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, সোমবার ভোর সাড়ে চারটে নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে দিল্লির শাস্ত্রী নগর এলাকায়। ট্রাকটি সিলেমপুর থেকে আয়রন ব্রিজের দিকে যাচ্ছিল। ওই […]
গভীর রাতে জোড়া ভূমিকম্প কেঁপে উঠল আন্দামান ও আফগানিস্তান
গভীর রাতে জোড়া ভূমিকম্প। ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। ভারতের পড়শি দেশ আফগানিস্তানও কাঁপল ভূমিকম্পে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভূমিকম্পরের তীব্রতা ছিল ৪.৩। আফগানিস্তানে রিখটার স্কেলে কম্পনের তীব্রতাও ছিল ৪.৩। এখনও পর্যন্ত হতাহতের খবর নেই। ভারতীয় সময় অনুযায়ী, রাত ১টা বেজে ৫ মিনিটে প্রথম ভূমিকম্পে কেঁপে ওঠে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। ন্যাশনাল […]