আগামীকাল পূর্ব রেলে ৯ জোড়া ট্রেন বাতিল

পূর্ব রেলের হাওড়া বর্ধমান কর্ড লাইনে যারা নিত্যদিন যাতায়াত করেন বা যারা  ২ জুন যাতায়াত করতে চান তাঁদের জন্য একটা খারাপ খবর জানিয়েছে রেল কর্তৃপক্ষ। হাওড়া বর্ধমান কর্ড লাইনে জৌগ্রাম স্টেশনে একটি নতুন প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে যাত্রীদের ভিড় সামাল দেওয়ার জন্য। আর সেই কারণে আজ হাওড়া বর্ধমান কর্ড শাখায় ৯ জোড়া করে মোট ১৮টি লোকাল ট্রেন বাতিল থাকবে। এমনিতেই কর্ড লাইনে লোকাল ট্রেনের সংখ্যা কম। তারওপর এক লপ্তে ১৮টি ট্রেন বন্ধ থাকায় কিছুটা হলেও যাত্রী ভোগান্তির ছবি ফুটে উঠতে চলেছে। তবে রবিবার ও ছুটির দিন হওয়ায় সেই ভোগান্তির মাত্রা কম হবে বলেই মনে করা হচ্ছে। পূর্ব রেলের তরফে থেকে জানানো হয়েছে, জৌগ্রাম স্টেশনে একটি নতুন প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে। সেই কাজ চলার জন্য হাওড়া বর্ধমান কড লাইনে একাধিক লোকাল ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে ট্রেনগুলি হাওড় ও বর্ধমানের মধ্যে বাতিল করা হয়েছে সেগুলি হল সকাল ১০টা ১৭ মিনিটের লোকাল, বেলা ১১টা ২২ মিনিটের লোকাল, দুপুর ১টা ৩২ মিনিটের লোকাল, দুপুর ২টো ৪৫ মিনিটের লোকাল এবং বিকাল ৫টা ২৭ মিনিটের লোকাল। বর্ধমান থেকে বাতিল থাকছে সকাল ৮টা ১০ মিনিটের লোকাল, সকাল ৮টা ৩৫ মিনিটের লোকাল, সকাল ১০টা ৫ মিনিটের লোকাল, দুপুর ৩টে ১৫ মিনিটের লোকাল ও সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের লোকাল। সব মিলিয়ে হাওড়া ও বর্ধমানের মধ্যে কর্ড লাইনে আজ ৫ জোড়া করে মোট ১০টি লোকাল ট্রেন বাতিল থাকছে। ৪ জোড়া করে মোট ৮টি ট্রেন বাতিল থাকছে হাওড়া ও মশাগ্রাম এবং হাওড়া ও চন্দনপুরের মধ্যে। হাওড়া থেকে আগামিকাল ছাড়বে না মশাগ্রাম যাওয়ার বিকাল ৪টে ৩০ মিনিটের লোকাল ও সন্ধ্যা ৭টা ২৭ মিনিটের লোকাল। মশাগ্রাম থেকে ছাড়বে না হাওড়া যাওয়ার সন্ধ্যা ৬টা ২৫ মিনিতের লোকাল ও রাত ১০টা ৬ মিনিটের লোকাল। হাওড়া থেকে আগামিকাল ছাড়বে না চন্দনপুর যাওয়ার বেলা ১০টা ৩০ মিনিটের লোকাল ও বিকাল ৫টা ৫৫ মিনিটের লোকাল। চন্দনপুর থেকে ছাড়বে না বেলা ১১টা ৫৫ মিনিটের হাওড়া যাওয়ার লোকাল ও সন্ধ্যা ৭টা ৩৩ মিনিটের হাওড়া যাওয়ার লোকাল। রবিবার ছুটি দিন থাকায় অফিস যাত্রীদের চাপ থাকবে না। ফলে সেই দিক থেকে কিছুটা স্বস্তি। 

error: Content is protected !!