পূর্ব রেলের হাওড়া বর্ধমান কর্ড লাইনে যারা নিত্যদিন যাতায়াত করেন বা যারা ২ জুন যাতায়াত করতে চান তাঁদের জন্য একটা খারাপ খবর জানিয়েছে রেল কর্তৃপক্ষ। হাওড়া বর্ধমান কর্ড লাইনে জৌগ্রাম স্টেশনে একটি নতুন প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে যাত্রীদের ভিড় সামাল দেওয়ার জন্য। আর সেই কারণে আজ হাওড়া বর্ধমান কর্ড শাখায় ৯ জোড়া করে মোট ১৮টি লোকাল ট্রেন বাতিল থাকবে। এমনিতেই কর্ড লাইনে লোকাল ট্রেনের সংখ্যা কম। তারওপর এক লপ্তে ১৮টি ট্রেন বন্ধ থাকায় কিছুটা হলেও যাত্রী ভোগান্তির ছবি ফুটে উঠতে চলেছে। তবে রবিবার ও ছুটির দিন হওয়ায় সেই ভোগান্তির মাত্রা কম হবে বলেই মনে করা হচ্ছে। পূর্ব রেলের তরফে থেকে জানানো হয়েছে, জৌগ্রাম স্টেশনে একটি নতুন প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে। সেই কাজ চলার জন্য হাওড়া বর্ধমান কড লাইনে একাধিক লোকাল ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে ট্রেনগুলি হাওড় ও বর্ধমানের মধ্যে বাতিল করা হয়েছে সেগুলি হল সকাল ১০টা ১৭ মিনিটের লোকাল, বেলা ১১টা ২২ মিনিটের লোকাল, দুপুর ১টা ৩২ মিনিটের লোকাল, দুপুর ২টো ৪৫ মিনিটের লোকাল এবং বিকাল ৫টা ২৭ মিনিটের লোকাল। বর্ধমান থেকে বাতিল থাকছে সকাল ৮টা ১০ মিনিটের লোকাল, সকাল ৮টা ৩৫ মিনিটের লোকাল, সকাল ১০টা ৫ মিনিটের লোকাল, দুপুর ৩টে ১৫ মিনিটের লোকাল ও সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের লোকাল। সব মিলিয়ে হাওড়া ও বর্ধমানের মধ্যে কর্ড লাইনে আজ ৫ জোড়া করে মোট ১০টি লোকাল ট্রেন বাতিল থাকছে। ৪ জোড়া করে মোট ৮টি ট্রেন বাতিল থাকছে হাওড়া ও মশাগ্রাম এবং হাওড়া ও চন্দনপুরের মধ্যে। হাওড়া থেকে আগামিকাল ছাড়বে না মশাগ্রাম যাওয়ার বিকাল ৪টে ৩০ মিনিটের লোকাল ও সন্ধ্যা ৭টা ২৭ মিনিটের লোকাল। মশাগ্রাম থেকে ছাড়বে না হাওড়া যাওয়ার সন্ধ্যা ৬টা ২৫ মিনিতের লোকাল ও রাত ১০টা ৬ মিনিটের লোকাল। হাওড়া থেকে আগামিকাল ছাড়বে না চন্দনপুর যাওয়ার বেলা ১০টা ৩০ মিনিটের লোকাল ও বিকাল ৫টা ৫৫ মিনিটের লোকাল। চন্দনপুর থেকে ছাড়বে না বেলা ১১টা ৫৫ মিনিটের হাওড়া যাওয়ার লোকাল ও সন্ধ্যা ৭টা ৩৩ মিনিটের হাওড়া যাওয়ার লোকাল। রবিবার ছুটি দিন থাকায় অফিস যাত্রীদের চাপ থাকবে না। ফলে সেই দিক থেকে কিছুটা স্বস্তি।
Related Posts
পশ্চিম মেদিনীপুরের দাসপুরে পুলিশের নাকা চেকিংয়ের সময় বিজেপি নেতার গাড়ি থেকে উদ্ধার ২৪ লক্ষ টাকা
ভোটের ঠিক আগের দিন বিজেপি নেতার গাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনায় ফের সরগরম পশ্চিম মেদিনীপুরের ঘাটাল লোকসভা এলাকা ৷ বিজেপি নেতার নাম প্রশান্ত বেরা। আটক করা হয়েছে তাঁকে। ওই গাড়িতে নরেন্দ্র মোদি ও বিজেপির প্রতীক সম্বলিত টি-শার্টও নিয়ে যাওয়া হচ্ছিল। শুক্রবার সকালে পশ্চিম মেদিনীপুরের দাসপুরের খুকুরদা নাকা পোস্টে তল্লাশির সময় স্থানীয় বিজেপি নেতা প্রশান্ত বেরার […]
কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে পিছন থেকে ধাক্কা মালগাড়ির, দুর্ঘটনায় মৃত ১৫, আহত ৬০
কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় ১৫ জনের মৃত্যু, আহত ৬০। মৃতদের মধ্যে রয়েছেন মালগাড়ির চালক এবং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গার্ড। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য। অন্যদিকে, নিজবাড়ি থেকে ইতিমধ্যেই শিয়ালদহের উদ্দেশ্যে রওনা দিয়েছে দুর্ঘটনাগ্রস্থ ট্রেনটি। সোমবার সকালে শিয়ালদহমুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এনজেপি স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে পড়ে, পিছন থেকে ধাক্কা মারে মালগাড়ি৷ যার জেরে বেলাইন হয়ে […]
গভীর রাতে নৈহাটির তৃণমূল কার্যালয়ের সামনে বোমাবাজি
সপ্তম দফা নির্বাচন মিটতে না মিটতেই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের নৈহাটি পুরসভা অঞ্চলের ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে গভীর রাতে বোমাবাজির ঘটনা ঘটল। সিসিটিভি-তে দেখাও যাচ্ছে, তৃণমূল কার্যালয়ের সামনে বোমা ফাটল। নৈহাটি পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জন কর্মকার এই বোমাবাজির ঘটনায় বিরোধী দলকে নিশানা করলেন। শাসকদলের তরফে এমনও বলা হল, ২০১৯ -র […]