বিজেপির সঙ্গে ষড়যন্ত্র করেছেন স্বাতী মালিওয়াল! ভিডিও প্রকাশ করে বিস্ফোরক দাবি আপের

অরবিন্দ কেজরিওয়ালের আপ্তসহায়ককে ফাঁসানোর জন্য বিজেপির সঙ্গে ষড়যন্ত্র করেছেন স্বাতী মালিওয়াল। নির্বাচনী আবহে আম আদমি পার্টির ভাবমূর্তি নষ্ট করতে ইচ্ছাকৃতভাবে তাঁকে মারধরের অভিযোগ তুলেছেন স্বাতী। বিজেপির সঙ্গে হাত মিলিয়েই এই ‘নাটক’ তৈরি করা হয়েছে। একটি ভিডিও প্রকাশ করে এমনই দাবি করল আপ। যে ভিডিওতে দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢোকার জন্য স্বাতী কী কী কথা বলেছিলেন, তা শোনা গিয়েছে। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি বঙ্গনিউজ। এর পরও তাঁকে বলা হয়, “আপনি শিক্ষিত মহিলা। আমরা আপনাকে ঠেলে ফেলে দেব না। চলে যান।” কিন্তু তাতেও কান দেননি স্বাতী। উলটে, এক নিরাপত্তারক্ষীকে নেড়া সম্বোধন করেন। তাতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এই ভিডিও দেখিয়েই আপের দাবি, বিজেপির সঙ্গে ষড়যন্ত্র করেছেন স্বাতী। যদিও স্বাতীর পালটা যুক্তি, গোটা ঘটনার সঙ্গে এই ভিডিওর কোনও সম্পর্ক নেই। 

error: Content is protected !!