দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারির প্রতিবাদে রবিবার নতুন করে বিক্ষোভ প্রদর্শন আপ কর্মী, সমর্থকদের। আজ দেশজুড়ে গণ-অনশন পালন করবেন আম আদমি পার্টির কর্মীরা। সকাল ১১টা নাগাদ দিল্লির যন্তরমন্তরে আপ কর্মীরা এই কর্মসূচিতে অংশ নেবেন। আদ আদমি পার্টির নেতা গোপাল রাই জানিয়েছেন, আপ সুপ্রিমোর গ্রেপ্তারির প্রতিবাদে আজ সকাল থেকে যন্তরমন্তরে দলের বিধায়ক এবং দেশজুড়ে সমস্ত কর্মী, সমর্থকরা গণ অনশন পালন করবেন। বাড়ি থেকেও সাধারণ মানুষ এই কর্মসূচিতে যোগ দিতে পারেন। গত ২১ মার্চ আবগারি নীতি দুর্নীতি মামলায় কেজরিওয়ালকে গ্রেপ্তার করেছিল ইডি। জেলবন্দি কেজরিওয়ালের স্বাস্থ্যের অবনতিও ঘটছে। তাঁর গ্রেপ্তারির পর থেকে দফায় দফায় বিক্ষোভ দেখিয়েছেন আপের কর্মীরা। কিছুদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবন ঘেরাওয়ের কর্মসূচিও ছিল তাঁদের। বহু আপ কর্মীকে আটক করা হয়েছিল। রবিবার আপের কর্মসূচিতে ফের অশান্তির আশঙ্কা রয়েছে। যা ঘিরে আঁটসাঁট নিরাপত্তা যন্তরমন্তর চত্বরে। রাস্তাগুলো ইতিমধ্যেই ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে।
Related Posts
ভারতের সীমান্ত এলাকায় ফের পাক ড্রোনের নজরদারি, গুলি করেও নামাতে ব্যর্থ ভারতীয় সেনা
ভারতের সীমান্ত এলাকায় পাকিস্তানের ড্রোন। ঘটনাটি ঘটেছে জম্মু-কাশ্মীরের কৃষ্ণা ঘাঁটি এলাকার সীমান্তে। সেনা সূত্রে জানা গিয়েছে, পাকিস্তান থেকে ভারতের দিকে উড়ে আসে একটি ড্রোন। সোমবার রাতেই ভারতের সীমান্ত এলাকা পার কর ড্রোনটি। ভারতীয় সেনাবাহিনী ড্রোনটিকে দেখামাত্র সেটিকে গুলি করেন। তবে ড্রোনটির কোনও ক্ষতি হয়নি।মাটি থেকে ১ হাজার উচ্চতায় উড়ছিল ড্রোনটি। সোমবার রাত ৯ টা ১৫ […]
মুম্বইয়ে মমতা-উদ্ধব একান্ত বৈঠক
জুলাইয়ের তৃতীয় সপ্তাহ থেকে সংসদের বাজেট অধিবেশন। তার আগে বিরোধীদের রণকৌশল স্থির করতে মুম্বইয়ে একান্ত বৈঠকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও শিব সেনা প্রধান উদ্ধব ঠাকরে। শুক্রবার বিকেল ৪টের একটু পরেই ঠাকরেদের বাসভবন ‘মাতোশ্রী’তে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায় । সেখানেই উদ্ধব ঠাকরে তাঁর জন্য অপেক্ষা করছিলেন। দুজনে একান্তে বৈঠক করেন। এই মুহূর্তে আম্বানিপুত্রের বিয়ে উপলক্ষে […]
অমিত শাহর পর মোদি, দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠকে বিজেপি সাংসদ অনন্ত মহারাজ
অমিত শাহর পর এবার নরেন্দ্র মোদি। শুক্রবার দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন রাজ্যসভার বিজেপি সাংসদ তথা সাম্প্রতিক রাজনৈতিক মহলের অন্যতম আলোচিত চরিত্র অনন্ত মহারাজ ওরফে নগেন রায়। নিজেই এই সাক্ষাতের কথা জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে মিনিট পনেরো কথাবার্তা হয়েছে তাঁর। তবে কী বিষয়ে আলোচনা, তা নিয়ে কোনও মন্তব্য করতে চাননি অনন্ত মহারাজ (Ananta Maharaj)। গত […]