দিল্লির বিধানসভা নির্বাচনে আর কংগ্রেসের সঙ্গে জোটে থাকবে না আম আদমি পার্টি (আপ)। অরবিন্দ কেজরীওয়ালের দল জানিয়ে দিল, ‘ইন্ডিয়া’ কেবল লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছিল। বিধানসভা নির্বাচনে রাজধানীতে পূর্ণ শক্তি নিয়েই লড়ার সিদ্ধান্ত নিয়েছে আপ। বৃহস্পতিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে আপের বিধায়ক এবং শীর্ষ নেতারা একটি বৈঠক করেন। সেখান থেকে বেরিয়ে মন্ত্রী গোপাল রাই সংবাদমাধ্যমকে জানান, বিধানসভা নির্বাচনে তাঁরা কংগ্রেসের সঙ্গে কোনও রকম জোটে থাকতে চান না। একাই লড়তে চান। তিনি বলেন, ‘‘লোকসভা নির্বাচনে লড়াইয়ের জন্য বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’ গড়ে তোলা হয়েছিল। অনেক দল ওই জোটের শরিক হিসাবে একসঙ্গে নির্বাচনে লড়েছে। আপও তার অন্যতম অংশ ছিল। কিন্তু আপাতত দিল্লির বিধানসভা নির্বাচনে আপ কোনও জোটে নেই।’’ আপের সর্বময় নেতা তথা দিল্লির মুখ্যমন্ত্রী এই মুহূর্তে জেলবন্দি। লোকসভা নির্বাচনে ‘প্রতিকূল’ পরিস্থিতির মধ্যে তাঁদের লড়তে হয়েছে বলে দাবি করেন গোপাল। তিনি বলেন, ‘‘আমাদের নেতা জেলে। আমরা কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছি। কেজরীর গ্রেফতারিতে দলের কর্মী-সমর্থকেরা ক্ষুব্ধ। তবে তা সত্ত্বেও আমরা ঐক্যবদ্ধ থেকেছি। দিল্লিতে বিজেপি প্রার্থীদের জয়ের ব্যবধান অনেক কমেছে।’’
Related Posts
RG Kar: উইকিপিডিয়া থেকে নির্যাতিতার ছবি মুছে ফেলার নির্দেশ সুপ্রিমকোর্টের
আজ সুপ্রিমকোর্টে শুনানি ছিল আরজিকর মেডিক্যাল-কলেজে তরুণী চিকিৎসক খুনের মামলার । যার দিকেই তাকিয়েছিল রাজ্য তথা দেশবাসী। এদিন মামলার শুরুতেই সুপ্রিম কোর্টের কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করেন আইনজীবীরা। বলা হয়, আর জি করের ঘটনা গুগলে সার্চ করলেই উইকিপিডিয়া নির্যাতিতার নাম দেখাচ্ছে। তাতে ক্ষোভপ্রকাশ করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। তিনি উইকিপিডিয়াকে নির্দেশ […]
দিল্লির IAS কোচিং সেন্টার কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৩, বিক্ষোভ জারি
দিল্লির ওল্ড রাজেন্দর নগর এলাকায় আইএএস কোচিং সেন্টারের বেসমেন্ট থেকে একের পর এক পড়ুয়ার দেহ উদ্ধার ঘিরে আতঙ্ক ছড়িয়েছে। ভারী বৃষ্টিতে জলমগ্ন গোটা এলাকা। জল ঢুকেছিল কোচিং সেন্টারেও। সেখান থেকেই বিপত্তি। এনডিআরএফের উদ্ধার অভিযানের সময় ঘটনাস্থল থেকে এখনও পর্যন্ত দুই ছাত্রী এবং একজন ছাত্রের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনায় দিল্লি পুলিশ ফৌজদারি মামলা দায়ের করেছে […]
মহারাষ্ট্রের পালঘরে দেশের দীর্ঘতম গভীর জলবন্দর প্রকল্পের শিল্যানাস প্রধানমন্ত্রী মোদির
শুক্রবার মহারাষ্ট্রের পালঘর জেলায় বাধবন বন্দর প্রকল্পের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রকল্পটির নির্মাণে খরচ হবে ৭৬ হাজার কোটি টাকা। দহানু শহরের কাছে অবস্থিত এই বাধবনেই গড়ে উঠতে চলেছে দেশের দীর্ঘতম গভীর জলবন্দর। এই বন্দরের মাধ্যমে জাহাজ চলাচলের আন্তর্জাতিক রুটগুলির সঙ্গে সরাসরি যোগাযোগ গড়ে তোলা সম্ভব হবে। এর ফলে একযোগে বাঁচবে সময় ও খরচ। এই […]