আপের চাপে পড়ে পিছু হটল দিল্লি পুলিশ। বৃহস্পতিবার আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে গিয়ে তাঁর বৃদ্ধ এবং অসুস্থ বাবা-মাকে জিজ্ঞাসাবাদ করার পরিকল্পনা বাতিল করে দিল তারা। জানিয়ে দিল, স্বাতী মালিওয়ালের হেনস্থার ঘটনার তদন্তে জিজ্ঞাসাবাদের জন্যে আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে যাবে না পুলিশ। আসলে অমিত শাহর পুলিশের মতলব ফাঁস হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই দিল্লি জুড়ে ওঠে প্রতিবাদের ঝড়।স্বাতী মালিওয়ালের ঘটনায় মুখ্যমন্ত্রীর বাবা-মাকে পুলিশের জিজ্ঞাসাবাদের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন ওঠে। নির্বাচনের মুখে আপ সুপ্রিমোর ওপর চাপসৃষ্টি করাই যে এর আসল উদ্দেশ্য তা দিনের আলোর মতো স্পষ্ট হয়ে ওঠে। সঞ্জয় সিং, অতিশী-সহ প্রথম সারির আপ নেতারা কেজরিওয়ালের বাবা-মায়ের প্রতি সংহতি দেখানোর জন্য তাঁর বাড়িতে জমায়েতের ঘোষণা করেন। এতেই ঘাবড়ে যায় অমিত শাহর পুলিশ। পরিকল্পনা স্থগিত রাখে। পুলিশ আগামী দিনে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করতে কেজরিওয়ালের বাড়িতে যেতে পারে। কেজরিওয়ালকেও প্রশ্ন করতে পারে। বৃহস্পতিবার সকালে কেজরিওয়াল এক্স-এ হিন্দিতে লিখেছিলেন, তিনি তাঁর স্ত্রী এবং বাবা-মায়ের সঙ্গে পুলিশের জন্য অপেক্ষা করছেন। গতকাল পুলিশ ফোন করে আমার বাবা-মাকে জিজ্ঞাসাবাদের জন্য সময় চেয়েছিল। কিন্তু আসবে কি না, সে বিষয়ে এখনও কোনও তথ্য দেয়নি। এদিকে, আম আদমি পার্টি (আপ) বিজেপির বিরুদ্ধে পুলিশকে ব্যবহার করে কেজরিওয়ালের বাবা-মায়ের উপর অত্যাচার করার অভিযোগ করেছেন আপনেত্রী অতিশী। সাংসদ সঞ্জয় সিং বলেছেন, কেজরিওয়ালের ৮৪ বছর বয়সের বাবা কারও সাহায্য ছাড়া হাঁটতে পারেন না। মা দু’দিন আগে হাসপাতাল থেকে ফিরেছেন। বিজেপি এখন এতটাই নীচে নেমে গিয়েছে যে অসুস্থ, বৃদ্ধ বাবা-মায়ের উপর অত্যাচার করতে দিল্লি পুলিশকে ব্যবহার করছে।
Related Posts
‘আগেই লাইনচ্যুত হয়ে গিয়েছিল মালগাড়ি, ১২০ কিমিতে এসে ধাক্কা হাওড়া-মুম্বই সিএসএমটি এক্সপ্রেস
ডাউন লাইনে আগেই লাইনচ্যুত হয়ে গিয়েছিল মালগাড়ি। ঘণ্টায় ১২০ কিলোমিটার বেগে ছুটতে-ছুটতে তাতে ধাক্কা মারে হাওড়া-মুম্বই মেল। এমনই জানালেন দক্ষিণ-পূর্ব রেলের ট্রেনের ম্যানেজার মহম্মদ রেহান। তিনি সরাসরি বলেননি যে লাইনচ্যুত হয়ে যাওয়া মালগাড়িতে ধাক্কা মেরেছে ১২৮১০ হাওড়া-ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস এক্সপ্রেস (ভায়া নাগপুর)। সেটা না বললেও ধাক্কা যে হয়েছে, সেটা বুঝিয়ে দিয়েছেন তিনি। ভোররাতে চক্রধরপুর […]
উত্তরপ্রদেশে ধর্ষণে অভিযুক্ত জামিনে মুক্তি পেয়েই গুলি করে হত্যা করলেন নির্যাতিতাকে
নাবালিকাকে ধর্ষণে অভিযুক্ত জামিনে মুক্তি পেয়েই হত্যা করলেন নির্যাতিতাকে। শুক্রবার, এই ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্ত-সহ আরও এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এই ঘটনা প্রসঙ্গে অ্যাডিশনাল পুলিশ সুপারিনটেডেটেন্ট শিরিশ চন্দ্র বলেন, ” গত ১৮ সেপ্টেম্বর রাতে এক ১৭ বছরের নাবালিকাকে কাইলা দেবী পুলিশ স্টেশনের কাছে গুলি করে হত্যা করা হয়। ইতিমধ্যেই এই ঘটনায় দুই জনের বিরুদ্ধে মামলা […]
এবার পথ ভুল করে অন্য রুটে চলে গেল কলকাতা-অমৃতসর এক্সপ্রেস, অল্পের জন্য রক্ষা!
চলতে চলতে বেমালুম পথ ভুলে বসল কলকাতা-অমৃতসর-গামী দুর্গিয়ানা এক্সপ্রেস ট্রেন। এক-আধ মিনিট নয়, পাক্কা ৩০ মিনিটেরও বেশি ভুল পথে চলার পর নাকোদর স্টেশনে পৌঁছে হুঁশ ফেরে চালকের। আসলে ট্রেনটি জলন্ধরের কাছে গিয়ে অমৃতসরের ট্র্যাক না ধরে অন্য রুটে চলে যায়। আধ ঘণ্টা এইভাবে চলার পর চালক ভুল বুঝতে পেরে নাকোদর স্টেশনে ট্রেন দাঁড় করিয়ে দেন। […]