সমাজবাদী পার্টির নেতা অখিলেশ সিং যাদবের বাড়িতে গিয়ে বৈঠকের পরেই ফের বৈঠকে বসলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ বার আম আদমি পার্টি (আপ)-র সঙ্গে। বৃহস্পতিবার বেলার দিকে দিল্লিতে অভিষেকের বাড়িতে যান অরবিন্দ কেজরীওয়ালের দলের দুই শীর্ষনেতা সঞ্জয় সিংহ এবং রাঘব চড্ডা। তিন নেতা বৈঠক করেন। তবে দু’টি বৈঠক প্রসঙ্গে তৃণমূল সূত্রে জানা গিয়েছে, এগুলি ‘সৌজন্যমূলক সাক্ষাৎ’। তবে ভোটের পর বিরোধী জোট ‘ইন্ডিয়া’র শরিক দলগুলির মধ্যে সমান্তরাল কোনও সমীকরণ তৈরি হচ্ছে কি না, তা নিয়ে একাংশের মধ্যে জল্পনা শুরু হয়েছে। বুধবার রাতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গের বাসভবনে ‘ইন্ডিয়া’র বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন প্রায় সব শরিক দলের নেতারা। তৃণমূলের তরফে উপস্থিত ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক। বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ হঠাৎই দিল্লিতে অখিলেশের বাড়ি পৌঁছে যান অভিষেক। বাড়ির প্রবেশদ্বারের বাইরে বেরিয়ে অভিষেককে স্বাগত জানান মুলায়ম-পুত্র। কাঁধে হাত রেখে নিয়ে যান বাড়ির ভিতরে। তার পর দুই নেতার মধ্যে প্রায় ৪০ মিনিট ধরে বৈঠক হয়। তবে বৈঠকের নির্যাস নিয়ে দু’পক্ষই কিছু জানায়নি। অভিষেকের সঙ্গে ছিলেন তৃণমূলের জাতীয় মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েনও। উল্লেখ্য, কংগ্রেসের পরে বিরোধী জোট ‘ইন্ডিয়া’কে সবচেয়ে বেশি আসন এনে দিয়েছে অখিলেশের দল সমাজবাদী পার্টি। লোকসভায় উত্তরপ্রদেশে ৩৭টি আসন জিতেছে তারা। তার পরেই রয়েছে ২৯টি আসন পাওয়া তৃণমূল।
Related Posts
যোগ সাধনায় ধ্যানের মাহাত্ম্য বোঝালেন প্রধানমন্ত্রী মোদি
২১ জুন, শুক্রবার আন্তর্জাতিক যোগ দিবস সারা দেশ জুড়ে পালিত হচ্ছে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পৌঁছে গিয়েছিলেন শ্রীনগরে আন্তর্জাতিক যোগ দিবস পালন করতে। সেখানেই শের ই কাশ্মীর আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে বহু মানুষের সঙ্গে যোগ সাধনা করলেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে উপস্থিত সবার সঙ্গে যোগ সাধনার উপকারিতা নিয়েও আলোচনা করেন নমো । যোগ সাধনায় ধ্যানের মাহাত্ম্য প্রধানমন্ত্রী […]
বিতর্কের মধ্যে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকার (NEET-UG) কাউন্সেলিং
অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকার (NEET-UG) কাউন্সেলিং প্রক্রিয়া। সূত্রের খবর, নিটের প্রশ্নপত্র ফাঁসের বিতর্কের মধ্যেও প্রাথমিকভাবে নিটের কাউন্সেলিং চালিয়ে যেতে চাইছিল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। তবে এখন অনির্দিষ্টকালের কাউন্সেলিং প্রক্রিয়া পিছিয়ে দেওয়া হল। কবে থেকে ফের কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে, তা নিয়ে আপাতত কেন্দ্রীয় সরকারের তরফে কিছু জানানো হয়নি। স্নাতক স্তরের সর্বভারতীয় মেডিক্যাল […]
‘দেশের বোঝা নরেন্দ্র মোদি, জুটবে না গরিষ্ঠতাও’, বিস্ফোরক দাবি প্রাক্তন ঘনিষ্ঠ সিবিআই কর্তার
দিবাস্বপ্নে বাদ সাধলেন প্রাক্তন সিবিআই কর্তা। নরেন্দ্র মোদিকে দেশের বোঝা হিসেবে চিহ্নিত করলেন এক সময়ে তাঁরই গভীর আস্থাভাজন শীর্ষ আধিকারিক। তৃতীয়বার প্রধানমন্ত্রীর কুরসিতে বসার স্বপ্নে যখন বিভোর নরেন্দ্র মোদি, ঠিক তখনই বিস্ফোরক মন্তব্য করলেন একদা তাঁরই ঘনিষ্ঠ সিবিআইয়ের প্রাক্তন কর্তা এম নাগেশ্বর রাও ! মোদিকে দেশের বোঝা বলে কটাক্ষ করে প্রাক্তন এই সিবিআই কর্তার দাবি, […]