হাসপাতালে ভর্তি হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, তৃণমূল নেতা তথা ডায়মন্ড হারবারের সাংসদের রবিবার একটি মাইক্রো সার্জারি হবে। সেই কারণেই হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। রবিবারই সার্জারির পর হাসপাতাল থেকে তিনি ছাড়া পেতে পারেন বলে সূত্রের খবর। ইএম বাইপাসের ধারের এই হাসপাতালে অভিষেকের সেই মাইক্রো সার্জারি হবে বলে জানা গিয়েছে। চিকিৎসার জন্য সংগঠন তথা দল থেকে ‘ছোট বিরতি’ নেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিন কয়েক আগেই এক্স হ্যান্ডলে পোস্ট করে সেই কথা জানিয়েছিলেন খোদ অভিষেকই। পাশাপাশিই অভিষেক লিখেছেন, ‘কেন্দ্র-রাজ্য সংঘাতে’ বাংলার মানুষ তাঁদের আবাসের অধিকার থেকে বঞ্চিত। তৃণমূল প্রতিশ্রুতিবদ্ধ, ডিসেম্বরের মধ্যে তা পূরণ করা হবে। তা যাতে নিশ্চিত হয়, সে ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি অনুরোধও করেছেন বলে পোস্টে উল্লেখ করেছেন অভিষেক।
Related Posts
মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শেই লোকসভার ডেপুটি স্পিকার নির্বাচনে প্রার্থী ‘অযোধ্যার অবদেশ প্রসাদ’
লোকসভা নির্বাচন চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার বলতে শোনা গিয়েছে, ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে তাঁর দল তৃণমূল গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। লোকসভা ভোটে ইন্ডিয়া জোটের ফলাফল আগের থেকে ভালো হলেও তারা কেন্দ্রে সরকারে আসতে পারেনি। তবে জোটে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাচ্ছে তৃণমূলকে। সূত্রের খবর, সংসদে ডেপুটি স্পিকার পদে বিরোধীদের তরফ থেকে কে প্রার্থী হবেন, সেই সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ […]
কুণাল ঘোষকে পদ থেকে সরাল তৃণমূল
এ দিন সকালেই একই মঞ্চে হাজির হয়ে কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়ের প্রশংসা করেছিলেন৷ দলের অস্বস্তি বাড়িয়ে দলের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষও করেছিলেন কুণাল ঘোষ৷ এই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই কুণালের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করল তৃণমূল কংগ্রেস৷ দলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হল কুণাল ঘোষকে৷ তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন […]
নন্দীগ্রামে অভিযুক্ত বিজেপি নেতা-কর্মীদের আপাতত রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট
নন্দীগ্রাম থানায় বিজেপি কর্মী-সমর্থকদের বিরুদ্ধে ৪৭টি এফআইআর নিয়ে তদন্তে অগ্রগতির রিপোর্ট রাজ্যকে ২ জুলাই আদালতে পেশ করতে নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা । এই সময়ের মধ্যে পুলিশ ওই ৪৭টি অভিযোগের ভিত্তিতে কারও বিরুদ্ধে কোনও পদক্ষেপ করবে না বলে অ্যাডভোকেট জেনারেল আশ্বাস দিয়েছেন । উল্লেখ্য, ১৪মে থেকে ১জুন একই থানায় ৪৭টি এফআইআর হয়েছে । […]