অধীর চৌধুরী এ বার বিজেপির ‘ডামি ক্যান্ডিডেট’ (দ্বিতীয় প্রার্থী)! বহরমপুরে রোড শোয়ের পর বক্তৃতায় এমনই দাবি করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অধীরকে দীর্ঘ দিন ধরেই বিজেপির ‘এজেন্ট’ বলে কটাক্ষ করে আসছে তৃণমূল। সেই সূত্রেই বহরমপুরবাসীর কাছে অভিষেকের প্রশ্ন, এ বারের নির্বাচনে অধীর নিজেই কংগ্রেসকে ভোট দেবেন না। তা হলে অধীরকে কেন ভোট দেবেন মানুষ? বিজেপির সঙ্গে অধীরের সেটিংয়ের অভিযোগ তুলে ধরে দু’টি অডিয়োও শুনিয়েছেন তৃণমূলের সেনাপতি। আগামী ১৩ মে চতুর্থ দফায় বহরমপুরে ভোট। বুধবার সেখানে দলীয় প্রার্থী ইউসুফ পাঠানের সমর্থনে রোড শো করেন অভিষেক। রোড শেষে বক্তৃতায় অভিষেক দাবি করেন, এ বার বহরমপুরের মানুষ স্থির করে নিয়েছেন, তাঁরা আর অধীরকে সংসদে পাঠাবেন না। বহরমপুরে আড়াই লক্ষেরও বেশি ভোটে জিতবেন ইউসুফ। সম্ভাবনা রয়েছে, অধীর তৃতীয় স্থানে পৌঁছে যেতে পারেন। অভিষেকের অভিযোগ, ‘কেন্দ্রীয় বঞ্চনা’ নিয়ে রাজ্যের শাসকদল তৃণমূল যে ভাবে কেন্দ্রের বিজেপি সরকারের বিরোধিতা করেছে, পথে নেমেছে, সে ভাবে অধীরকে কখনওই বিজেপির বিরুদ্ধে সরব হতে দেখা যায়নি। উল্টে অধীর বরাবর বিজেপির হাত শক্ত করেছেন। অভিষেকের কথায়, ‘‘জাতীয় স্তরে যখন বিরোধী জোটের সলতে পাকানো শুরু হয়েছে, পটনা, বেঙ্গালুরু, দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী, সনিয়া গান্ধী এবং মল্লিকার্জুন খড়্গেরা বিরোধী জোটকে কী ভাবে শক্তিশালী করা যায়, তা নিয়ে আলোচনা-বৈঠক করছেন, তখন লাগাতার মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে গিয়েছেন অধীরবাবু। এতে বিজেপিরই হাত শক্ত হয়েছে।’’ অভিষেক যে দু’টি একটি অডিয়ো ক্লিপ শুনিয়েছেন, তার একটির কণ্ঠে শোনা যায়, ‘‘তৃণমূলের চেয়ে বিজেপিকে ভোট দেওয়াও ভাল।’’ অভিষেকের দাবি, খোদ অধীরই কোনও এক সভায় ওই মন্তব্য করেছেন। সম্প্রতি একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছিল। সেখানে অধীরকে বলতে শোনা যায়, ‘‘তৃণমূলকে ভোট দেওয়া মানে, তার থেকে ভাল বিজেপিকে ভোট দিয়ে জেতানো।’’ তা নিয়ে অধীরকে বিঁধেছে তৃণমূল। পরে অবশ্য সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, রাজ্য পুলিশই ‘বিকৃত’ বলেছে অধীরের বক্তব্যের ওই ভাইরাল ভিডিয়োটিকে। বুধবার আরও একটি অডিয়ো শোনান অভিষেক। সেই অডিয়ো শুনিয়ে তৃণমূল সাংসদের দাবি, অধীর অতীতে বলেছিলেন, কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে যদি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করা হয়, তা হলে তিনি সবার আগে ভোট দিতে লাইনে দাঁড়াবেন। সেই অভিজিৎ এ বার লোকসভা ভোটে বিজেপির প্রার্থী হয়েছেন। তমলুকে দাঁড়িয়েছেন। অধীরের সঙ্গে বিজেপির সেটিংয়ের অভিযোগ তুলে অভিষেকের প্রশ্ন, সারদা মামলায় নাম থাকা সত্ত্বেও কেন অধীরকে সিবিআই ডাকে না? তাঁর কথায়, ‘‘সনিয়া গান্ধীকে, রাহুল গান্ধীকে সিবিআই, ইডি ডেকে পাঠায়। কিন্তু আপনাকে কেন ডাকে না? সুদীপ্ত সেন আপনার নাম নিয়েছিলেন। তার পরেও কেন সিবিআই, ইডি আপনার ব্যাপারে চুপ? কী সেটিং করে রেখেছেন?’’
Related Posts
দক্ষিণ ২৪ পরগনার ঘূর্ণিঝড় বিধ্বস্ত অঞ্চল পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী
শেষ দফায় লোকসভা নির্বাচনের প্রচারে বুধবার বারুইপুরে জনসভা করেন মমতা। যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সায়নী ঘোষের সমর্থনে আয়োজিত এই সভার শেষে দক্ষিণ ২৪ পরগনার ঘূর্ণিঝড় কবলিত এলাকা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। রবিবার ২৬ মে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় রিমল। এই ঝড়ের জেরে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকা। বিপর্যয় মোকাবিলার জন্য জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর […]
গয়েশপুরে বাঁশ-রড দিয়ে মার বিজেপি নেতাদের, রিপোর্ট চাইল কমিশন
পঞ্চম দফার ভোটে সকাল থেকেই উত্তপ্ত উত্তর ২৪ পরগনার একাধিক এলাকা ৷ ব্যারাকপুরের পর এবার বনগাঁ লোকসভা কেন্দ্রের গয়েশপুর থেকেও উত্তেজনার খবর সামনে এসেছে ৷ গয়েশপুরের বেদীভবনের কাছে রাস্তার উপর বিজেপির গয়েশপুর শহর মণ্ডল সাধারণ সম্পাদক সুবীর বিশ্বাসকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। একই সঙ্গে, আক্রান্ত হয়েছেন বিজেপি কর্মী জয়ন্ত জয়ধরও ৷ এদিন সেই […]
অ্যাম্বুল্যান্সের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, আহত বহু
অ্যাম্বুলেন্সের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে একসঙ্গে ৬জনের মৃত্যু হল। অ্যাম্বুলেন্সটি ঘাটাল থেকে রোগী নিয়ে মেদিনীপুর মেডিক্যাল কলেজে যাচ্ছিল। তখন কেশপুরের পঞ্চমীর কাছে সিমেন্ট বোঝাই একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। তার জেরে মৃত্যু হয়েছে পাঁচজনের। এই পথ দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। আহতদের তড়িঘড়ি মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। সেখানেই এখন তাঁরা চিকিৎসাধীন। এই ঘটনার […]