অভিষেক বলেন, ‘মাদক পাচারে যাঁরা অভিযুক্ত, বিজেপি তাঁদের টিকিট দিয়েছে। আগে প্রশ্ন করুন দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারকে। পশ্চিমবঙ্গ পুলিশ কেস দেয়নি। কেস দিয়েছে গুয়াহাটি পুলিস। তাঁকে বারাসতে প্রার্থী করেছে। বিজেপি বিধায়ক বলছে, শান্তনু ঠাকুর হচ্ছে গাঁজাখোর। আমি বলছি না, অসীম সরকার বলছে। হরিণঘাটার বিধায়ক’।
Related Posts
হাওড়া স্টেশনে মহিলাকে কুপিয়ে খুন
হাওড়া স্টেশনে কুপিয়ে খুন। এক মহিলাকে ছুরি মারার ঘটনায় আতঙ্ক। পুলিশ মহিলাকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় ওই মহিলার। ধারাল অস্ত্র সহ অভিযুক্ত ব্যক্তিকে আটক করে গোলাবাড়ি থানায় নিয়ে যাওয়া হয়। ধৃতের নাম বালেশ্বর যাদব। বুধবার হাওড়া স্টেশনে এই ঘটনা ঘিরে শোরগোল পড়ে যায়।
হাসপাতালের ঘরে দেদার মদ্যপান, গ্রেফতার ২
নদিয়ার কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে বিশ্বকর্মা পূজোর রাতে ওই হাসপাতাল চত্বরের একটি ঘরের মধ্যে বহিরাগতদের মদ্যপান চলছিল। পুলিশ এই ঘটনায় দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন রাজা মিত্র এবং অমিও বিশ্বাস, যাদের বাড়ি কৃষ্ণনগরের হাটখোলাপাড়া এলাকায়। জানা গেছে, তারা পূর্ত দপ্তরের ঠিকাদারি কাজের সঙ্গে যুক্ত। এই ঘটনায় পুলিশ যখন তাদের গ্রেপ্তার করে, তখন ঘরের […]
দেওঘরে ভেঙে পড়ল বহুতল, মৃত ৩, আহত ৫
ঝাড়খণ্ডের নগর থানা এলাকায় ধসে পড়ল সীতা হোটেলের বহুতল ভবনটি ৷ ঘটনায় ৩জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। বাকি চারজনের অবস্থা আশঙ্কাজনক। ধ্বংসস্তূপের নীচে আটকে পড়া লোকজনকে দ্রুত উদ্ধারের কাজও চলছে। সকাল থেকেই উদ্ধার কাজ চালাচ্ছে এনডিআরএফ-এর দল। জানা গিয়েছে, এই বহুতলটি সীতাকান্ত ঝা নামে এক ব্যক্তির। তিনতলা এই বাড়িটিতে অনেকেই ভাড়া থাকছিলেন ৷ গত […]