দিল্লিতে তৃণমূল সাংসদদের আটক করে টেনেহিঁচড়ে বাসে তুলল পুলিশ, প্রতিবাদে কলকাতায় রাজভবনে অভিষেক

দিল্লিতে নির্বাচন কমিশনের সামনে ধরনা থেকে তৃণমূল সাংসদদের টেনেহিঁচড়ে প্রিজন ভ্যান তুলে নিয়েছে পুলিশ। কেন্দ্রীয় এজেন্সিগুলির অবপ্যবহারে অভিযোগ তুলে আজই কমিশনের ফুল বেঞ্চের  সঙ্গে দেখা করেন তৃণমূল কংগ্রেসের এক ঝাঁক সাংসদ। কমিশনের সঙ্গে দেখা করার পর তারা কমিশনের সামনে ধরনায় বসে পড়েন। তার পরেই তাদের জোর করে তুলে দেওয়া হয়। মারধরের অভিযোগ করেন শান্তনু সেন। সেই ঘটনার প্রতিবাদ জানাতে রাজ্যপালের কাছে সময় চাইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজই রাজভবনে যাচ্ছেন অভিষেক সহ তৃণমূলের ১২ জনের প্রতিনিধি দল।  সূত্রে খবর আজ রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে দিল্লির ঘটনার প্রতিবাদ জানাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ১২ জন প্রতিনিধি।  শান্তিপূর্ণ ও অবস্থান থেকে কেন পুলিস দিয়ে তৃণমূল নেতাদের তুলে দেওয়া হল তার প্রতিবাদ করবে তৃণমূল প্রতিনিধিদল। এনিয়ে তাঁরা রাজ্যপালের হস্তক্ষেপ চাইবেন। পাশাপাশি, এনআইএর সঙ্গে যোগসাজসে কেন তৃণমূল কংগ্রেসকে কেন্দ্র হস্তক্ষেপ করছে তাও জানতে চাইবে কেন্দ্রীয় প্রতিনিধি দল। এদিন, দিল্লিতে নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাত করতে যান দোলা সেন, সাগরিকা ঘোষ, নাদিমুল হক, সাকেত গোখলেরা। তারা কমিশন থেকে ফিরে এসে বলেন, মূলত দুটি দাবি কমিশনে জানানো হয়েছে। একটি হল ভোটের ময়দানে সমান জায়গা দেওয়া হোক সবাইকে। বিজেপির জমিদারি বন্ধ হোক। দ্বিতীয়ত, চার কেন্দ্রীয় সংস্খার প্রধানকে এখনই বদল করা হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!