দিল্লিতে নির্বাচন কমিশনের সামনে ধরনা থেকে তৃণমূল সাংসদদের টেনেহিঁচড়ে প্রিজন ভ্যান তুলে নিয়েছে পুলিশ। কেন্দ্রীয় এজেন্সিগুলির অবপ্যবহারে অভিযোগ তুলে আজই কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে দেখা করেন তৃণমূল কংগ্রেসের এক ঝাঁক সাংসদ। কমিশনের সঙ্গে দেখা করার পর তারা কমিশনের সামনে ধরনায় বসে পড়েন। তার পরেই তাদের জোর করে তুলে দেওয়া হয়। মারধরের অভিযোগ করেন শান্তনু সেন। সেই ঘটনার প্রতিবাদ জানাতে রাজ্যপালের কাছে সময় চাইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজই রাজভবনে যাচ্ছেন অভিষেক সহ তৃণমূলের ১২ জনের প্রতিনিধি দল। সূত্রে খবর আজ রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে দিল্লির ঘটনার প্রতিবাদ জানাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ১২ জন প্রতিনিধি। শান্তিপূর্ণ ও অবস্থান থেকে কেন পুলিস দিয়ে তৃণমূল নেতাদের তুলে দেওয়া হল তার প্রতিবাদ করবে তৃণমূল প্রতিনিধিদল। এনিয়ে তাঁরা রাজ্যপালের হস্তক্ষেপ চাইবেন। পাশাপাশি, এনআইএর সঙ্গে যোগসাজসে কেন তৃণমূল কংগ্রেসকে কেন্দ্র হস্তক্ষেপ করছে তাও জানতে চাইবে কেন্দ্রীয় প্রতিনিধি দল। এদিন, দিল্লিতে নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাত করতে যান দোলা সেন, সাগরিকা ঘোষ, নাদিমুল হক, সাকেত গোখলেরা। তারা কমিশন থেকে ফিরে এসে বলেন, মূলত দুটি দাবি কমিশনে জানানো হয়েছে। একটি হল ভোটের ময়দানে সমান জায়গা দেওয়া হোক সবাইকে। বিজেপির জমিদারি বন্ধ হোক। দ্বিতীয়ত, চার কেন্দ্রীয় সংস্খার প্রধানকে এখনই বদল করা হোক।
Related Posts
বামেদের ‘লালবাজার অভিযান’, পুলিশের গার্ডরেল পরিণত হল সভাস্থলে
কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের অপসারণের দাবিতে লালবাজার অভিযান করে বামেরা। কিন্তু লালবাজারের কিছুটা আগেই, বেন্টিঙ্ক স্ট্রিটে আটকে দেওয়া হয় বাম কর্মী-সমর্থকদের। সেখানেই সভার আয়োজন করে বক্তৃতা দিতে শুরু করেন নেতৃত্বরা। আরজি কর কাণ্ডের প্রতিবাদে এর আগে বিনীত গোয়েলের অপসারণ চেয়ে জুনিয়র চিকিৎসকরা লালবাজার অভিযান করেছিলেন। এবার লালবাজার অভিযান করল বামেরা। বামেদের লালবাজার অভিযান রুখতে পুলিশ ৯ […]
মাদ্রাসা সার্ভিস কমিশনকে ২ লক্ষ টাকা জরিমানা করল কলকাতা হাইকোর্ট
১৪ বছরেও অপ্রকাশিত পরীক্ষার ফল! মাদ্রাসা সার্ভিস কমিশনকে ২ লক্ষ টাকা জরিমানার নির্দেশ বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চের। ২০১০ সালের গ্রুপ ডি- র ফল ও প্যানেল প্রকাশ না করায় জরিমানা বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চের। প্রায় ১.৪ হাজার শূন্যপদ রয়েছে। এর আগে একাধিকবার সময় নির্দিষ্ট করে প্যানেল প্রকাশের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। কমিশন আজ জানায় […]
রবিবারেই ১১০ থেকে ১২০ কিলোমিটার বেগে সুন্দরবনে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রিমাল!
বঙ্গোপসাগরে ক্রমাগত শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় রেমাল। এই মুহুর্তে অতি গভীর নিম্নচাপ পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে দক্ষিণ প্রান্তে চেন্নাই উপকূলের প্রায় ২০০ কিলোমিটার দূরে জলের ওপর দিয়ে অত্যন্ত ধীর গতিতে প্রচুর শক্তি সঞ্চয় করতে করতে ক্রমশঃ উত্তর – উত্তর পূর্ব দিকে এগোচ্ছে। ইতিমধ্যেই শক্তি বৃদ্ধি করে এই সিস্টেম পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সুন্দরবন লাগোয়া এলাকার দিকে অভিমুখ দেখে এগোচ্ছে। […]